কলকাতা, 27 সেপ্টেম্বর : বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ তৈরির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গতকালই ওড়িশা এবং অন্ধ্র উপকূলের মাঝে আছড়ে পড়েছে ৷ এবার দ্বিতীয় ঘূর্ণাবর্তটি আগামী 24 ঘণ্টায় রাজ্যে প্রবেশ করবে ৷ যার জেরে মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মায়ানমার উপকূলের কাছে অর্থাৎ পূর্ব-মধ্য ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ওপরে একটি ঘূর্ণাবর্ত হয়েছে ৷ ওই ঘূর্ণাবর্তটি আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গের উপকূলে প্রবেশ করবে ৷ এর ফলে 28 এবং 29 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷
এই ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেক অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আওয়া দফতর ৷ 28 সেপ্টেম্বর থেকে দুই মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ উপকূলের এই তিন জেলায় সর্তকতা জারি করা হয়েছে ৷ বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ আগামিকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও উত্তর 24 পরগনায় ৷ এই জেলাগুলিতে 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে ৷ 29 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত চলবে ৷ পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে ৷
আরও পড়ুন : Cyclone Gulab : ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে সুন্দরবন উপকূল এলাকায় কমলা সর্তকতা জারি
সেই সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ৷ জানানো হয়েছে, আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে ৷ আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ পাশাপাশি ভারী বৃষ্টিপাতের জেরে চাষের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে ৷ সেই সঙ্গে নদীর জলস্তর বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ ফলে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
আরও পড়ুন : Mousuni : বেহাল বাঁধ, আতঙ্কের প্রহর গুণছেন মৌসুনি দ্বীপের বাসিন্দারা