ETV Bharat / city

SKOCH Award : ফের স্কচ অ্যাওয়ার্ডে সম্মানিত বাংলা, জানালেন মুখ্যমন্ত্রী - ইজ অফ ডুইং বিজনেসে বাংলা সেরা

এর আগে শিক্ষা ক্ষেত্রে ভাল কাজের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে বাংলা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবার শিল্প ক্ষেত্রে এই সম্মান পাচ্ছে রাজ্য (for Ease of Doing Business Bengal is getting SKOCH Award) ৷

mamata on SKOCH Award
ফের স্কচ অ্যাওয়ার্ডে সম্মানিত বাংলা
author img

By

Published : Jun 2, 2022, 7:15 AM IST

কলকাতা, 2 জুন : শিক্ষার পর এবার শিল্প ৷ ফের 'স্কচ অ্যাওয়ার্ড'য়ে সম্মানিত রাজ্য ৷ শিল্প বান্ধব পরিবেশ অর্থাৎ ইজ অফ ডুয়িং বিজনেসের জন্য রাজ্য এই সম্মান পাচ্ছে (for Ease of Doing Business Bengal is getting SKOCH Award) বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, "গর্বের সঙ্গে জানাচ্ছি স্কচ স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট 2021 এ ইজ অফ ডুইং বিজনেসে বাংলা সেরা হয়েছে ৷ আগামী 18 জুন নয়াদিল্লিতে রাজ্যের হাতে 'স্টার অফ গভর্নেন্স' পুরস্কার তুলে দেওয়া হবে ৷"

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর পরামর্শ বলে কথা, সাধের পকোড়া খাওয়া ছেড়েছেন সুরেশবাবু

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে 100টি নতুন যে অনলাইন পরিষেবা শুরু হয়েছে, 500টি শিল্প সংক্রান্ত সমস্যার সমাধানে যে নীতি নেওয়া হয়েছে তার জন্য রাজ্যকে এই সম্মান দেওয়া হচ্ছে ৷ এর আগে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য স্কচ পুরস্কার পেয়েছিল রাজ্য ৷ এবার সেই তালিকায় যুক্ত হল শিল্প ক্ষেত্রও ৷

  • This award is being given for the initiatives taken by us in introducing around 100 new online services, reduction and rationalisation of around 500 business related compliance burdens on industry, development of department wise dashboards etc. Egiye Bangla!(2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) June 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 2 জুন : শিক্ষার পর এবার শিল্প ৷ ফের 'স্কচ অ্যাওয়ার্ড'য়ে সম্মানিত রাজ্য ৷ শিল্প বান্ধব পরিবেশ অর্থাৎ ইজ অফ ডুয়িং বিজনেসের জন্য রাজ্য এই সম্মান পাচ্ছে (for Ease of Doing Business Bengal is getting SKOCH Award) বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, "গর্বের সঙ্গে জানাচ্ছি স্কচ স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট 2021 এ ইজ অফ ডুইং বিজনেসে বাংলা সেরা হয়েছে ৷ আগামী 18 জুন নয়াদিল্লিতে রাজ্যের হাতে 'স্টার অফ গভর্নেন্স' পুরস্কার তুলে দেওয়া হবে ৷"

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর পরামর্শ বলে কথা, সাধের পকোড়া খাওয়া ছেড়েছেন সুরেশবাবু

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে 100টি নতুন যে অনলাইন পরিষেবা শুরু হয়েছে, 500টি শিল্প সংক্রান্ত সমস্যার সমাধানে যে নীতি নেওয়া হয়েছে তার জন্য রাজ্যকে এই সম্মান দেওয়া হচ্ছে ৷ এর আগে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য স্কচ পুরস্কার পেয়েছিল রাজ্য ৷ এবার সেই তালিকায় যুক্ত হল শিল্প ক্ষেত্রও ৷

  • This award is being given for the initiatives taken by us in introducing around 100 new online services, reduction and rationalisation of around 500 business related compliance burdens on industry, development of department wise dashboards etc. Egiye Bangla!(2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) June 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.