ETV Bharat / city

Waste Management Rule: আবাসন বা প্রতিষ্ঠানে কম্প্যাক্টর ও কম্পোস্ট মেশিন বসানো বাধ্যতামূলক, জানিয়ে দিল কেএমসি - কলকাতা পৌরনিগমের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়ম

কলকাতা পৌরনিগমের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়ম বাধ্য়তামূলকভাবে মানতে হবে আবাসন, হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে (Follow The Waste Management Rule of KMC Compulsory for Residential Building and Companies) ৷ যেখানে সংশ্লিষ্ট আবাসন ও সংস্থার বাউন্ডারিতেই বসাতে হবে কম্প্যাক্টর মেশিন এবং কম্পোস্ট মেশিন ৷

follow-the-waste-management-rule-of-kmc-compulsory-for-residential-building-and-companies
follow-the-waste-management-rule-of-kmc-compulsory-for-residential-building-and-companies
author img

By

Published : Jul 5, 2022, 2:26 PM IST

কলকাতা, 5 জুলাই: বিপুল পরিমাণে অর্থাৎ, 100 কেজির বেশি বর্জ্য উৎপাদন করে এমন আবাসন, হোটেল, হাসপাতাল ও স্কুল-কলেজকে বাধ্যতামূলকভাবে কম্প্যাক্টর মেশিন এবং কম্পোস্ট মেশিন বসাতে হবে (Follow The Waste Management Rule of KMC Compulsory for Residential Building and Companies) ৷ কলকাতা পৌরনিগমের কঠিন বর্জ্য ব্য়বস্থাপনা বিভাগের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে ৷ এ সংক্রান্ত নিয়ম থাকলেও, এতদিন তা বেশিরভাগই মেনে চলতেন না ৷ এবার থেকে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মানতে হবে ৷ আর এ নিয়ে নজরদারি চালাবে কলকাতা পৌরনিগম ৷ প্রয়োজনে পৌরনিগমের সাহায্য নেওয়া যেতে পারে বলেও জানিয়ে দেওয়া হয়েছে ৷

পরিবেশরক্ষায় কলকাতার বর্জ্য ব্যবস্থাপনায় নির্দিষ্ট নিয়ম আছে ৷ যেখানে বর্জ্যের স্থান সংকুলানের ক্ষেত্রে কম্প্যাক্টর মেশিন বসানোর নির্দেশ দেওয়া হয়েছে, 5 হাজার বর্গমিটার বা তার বেশি এলাকা নিয়ে গড়ে ওঠা আবাস, হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ৷ কিন্তু, অধিকাংশ ক্ষেত্রেই কর্তৃপক্ষ সেই নির্দেশ পালন করছে না ৷ তাই এবার আরও কঠোর হচ্ছে কলকাতা পৌরনিগমের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ৷ বাধ্যতামূলকভাবে সব আবাসন, হোটেল ও রেস্তোরাঁগুলিকে কঠিন বর্জ্যের স্থান সংকুলানে কম্প্যাক্টর মেশিন এবং পচনশীল বর্জ্য থেকে সার তৈরি করতে কম্পোস্ট মেশিন বসাতে হবে ৷

বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়ম লাগু করতে কঠোর হচ্ছে কলকাতা পৌরনিগম

আরও পড়ুন: কোরোনা : চিকিৎসা বর্জ্য সংগ্রহে বেসরকারি সংস্থা নিয়োগ পৌরনিগমের

জায়গার অভাব থাকলে সেক্ষেত্রে কর্তৃপক্ষ পৌরনিগমকে টাকা দেবে ৷ পৌরনিগম আবাসন বা প্রতিষ্ঠানের ধারে কাছে সেই কম্প্যাক্টর মেশিন বসাবে ৷ আর সেখানেই কঠিন ও পচনশীল বর্জ্য আলাদা করার ব্য়বস্থা রাখতে হবে ৷ সেই সঙ্গে পচনশীল বর্জ্যকে কম্পোস্ট মেশিনের সাহায্যে সার তৈরি করতে হবে ৷ এতদিন এই নিয়ম থাকলেও, তা মানা হত না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার ৷ এই নিয়ম না মানলে জরিমানা করা হবে বলেও জানান তিনি ৷ তবে, সবার আগে নাগরিকদের এ নিয়ে সচেতন করা হবে বলে জানান মেয়র পারিষদ ৷ এ নিয়ে পৌরনিগমেরর তরফে টাউন হলে একটি কর্মশালারও আয়োজন করা হয়েছিল ৷

কলকাতা, 5 জুলাই: বিপুল পরিমাণে অর্থাৎ, 100 কেজির বেশি বর্জ্য উৎপাদন করে এমন আবাসন, হোটেল, হাসপাতাল ও স্কুল-কলেজকে বাধ্যতামূলকভাবে কম্প্যাক্টর মেশিন এবং কম্পোস্ট মেশিন বসাতে হবে (Follow The Waste Management Rule of KMC Compulsory for Residential Building and Companies) ৷ কলকাতা পৌরনিগমের কঠিন বর্জ্য ব্য়বস্থাপনা বিভাগের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে ৷ এ সংক্রান্ত নিয়ম থাকলেও, এতদিন তা বেশিরভাগই মেনে চলতেন না ৷ এবার থেকে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মানতে হবে ৷ আর এ নিয়ে নজরদারি চালাবে কলকাতা পৌরনিগম ৷ প্রয়োজনে পৌরনিগমের সাহায্য নেওয়া যেতে পারে বলেও জানিয়ে দেওয়া হয়েছে ৷

পরিবেশরক্ষায় কলকাতার বর্জ্য ব্যবস্থাপনায় নির্দিষ্ট নিয়ম আছে ৷ যেখানে বর্জ্যের স্থান সংকুলানের ক্ষেত্রে কম্প্যাক্টর মেশিন বসানোর নির্দেশ দেওয়া হয়েছে, 5 হাজার বর্গমিটার বা তার বেশি এলাকা নিয়ে গড়ে ওঠা আবাস, হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ৷ কিন্তু, অধিকাংশ ক্ষেত্রেই কর্তৃপক্ষ সেই নির্দেশ পালন করছে না ৷ তাই এবার আরও কঠোর হচ্ছে কলকাতা পৌরনিগমের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ৷ বাধ্যতামূলকভাবে সব আবাসন, হোটেল ও রেস্তোরাঁগুলিকে কঠিন বর্জ্যের স্থান সংকুলানে কম্প্যাক্টর মেশিন এবং পচনশীল বর্জ্য থেকে সার তৈরি করতে কম্পোস্ট মেশিন বসাতে হবে ৷

বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়ম লাগু করতে কঠোর হচ্ছে কলকাতা পৌরনিগম

আরও পড়ুন: কোরোনা : চিকিৎসা বর্জ্য সংগ্রহে বেসরকারি সংস্থা নিয়োগ পৌরনিগমের

জায়গার অভাব থাকলে সেক্ষেত্রে কর্তৃপক্ষ পৌরনিগমকে টাকা দেবে ৷ পৌরনিগম আবাসন বা প্রতিষ্ঠানের ধারে কাছে সেই কম্প্যাক্টর মেশিন বসাবে ৷ আর সেখানেই কঠিন ও পচনশীল বর্জ্য আলাদা করার ব্য়বস্থা রাখতে হবে ৷ সেই সঙ্গে পচনশীল বর্জ্যকে কম্পোস্ট মেশিনের সাহায্যে সার তৈরি করতে হবে ৷ এতদিন এই নিয়ম থাকলেও, তা মানা হত না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার ৷ এই নিয়ম না মানলে জরিমানা করা হবে বলেও জানান তিনি ৷ তবে, সবার আগে নাগরিকদের এ নিয়ে সচেতন করা হবে বলে জানান মেয়র পারিষদ ৷ এ নিয়ে পৌরনিগমেরর তরফে টাউন হলে একটি কর্মশালারও আয়োজন করা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.