ETV Bharat / city

Kolkata Flyover: রাত 12 টার পর উড়ালপুলে যান চলাচলে সবুজ সংকেত লালবাজারের

বারোটার পর যান চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে রাতের শহরে উড়ালপুলের এন্ট্রি-এক্সিট পয়েন্টে বিশেষভাবে নজরদারি চালানোর কথা বলা হয়েছে । উড়ালপুলের ওঠার সময় এবং নামার সময় রাস্তায় বসানো হচ্ছে বেশি করে ব্যারিকেট (Kolkata Flyover)।

Flyovers to stay open after midnight in Kolkata
Flyover
author img

By

Published : Jul 12, 2022, 10:13 PM IST

কলকাতা, 12 জুলাই: শহরের পথ দুর্ঘটনা কমানোর জন্য রাত বারোটার পর থেকে বেশ কিছু নির্দিষ্ট উড়ালপুলের উপর যান চলাচল ছিল নিষিদ্ধ । এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিল কলকাতা পুলিশ । তবে যান চলাচল বলতে এই নির্দেশিকায় চার চাকা গাড়ির কথা বলা হয়েছে । বাইকের ক্ষেত্রে আগের নিয়মই বলবৎ রয়েছে বলে লালবাজার ট্রাফিক বিভাগ সূত্রের খবর(Flyovers to stay open after midnight in Kolkata) ।

বারোটার পর যান চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে রাতের শহরে উড়ালপুলের এন্ট্রি-এক্সিট পয়েন্টে বিশেষভাবে নজরদারি চালানোর কথা বলা হয়েছে । উড়ালপুলের ওঠার সময় এবং নামার সময় রাস্তায় বসানো হচ্ছে বেশি করে ব্যারিকেট । শুধু তাই নয়, সেখানে নজরদারির জন্য বাড়ানো হচ্ছে পুলিশি ব্যবস্থাও । পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে আগের বছর পার্কস্ট্রিট, চিৎপুর, লকগেট, চিংড়িঘাটা-সহ বেশ কয়েকটি উড়ালপুলে রাত বারোটার পর যান চলাচল ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছিল লালবাজারের তরফে ।

আরও পড়ুন: কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে পৃথক কন্ট্রোল রুম খোলার ভাবনা লালবাজারের

বিধাননগর কমিশনারেটর আওতাধীন লেকটাউন, বাগুইআটি এবং নাগেরবাজার উড়ালপুলেও ওই একই ব্যবস্থা বলবৎ ছিল । কিন্তু এজেসি বোস উড়ালপুল এবং গড়িয়াহাট উড়ালপুলে রাত বারোটার পরেও যান চলাচল করত । তবে এখন থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল বলে জানা গিয়েছে । বাগুইআটি, লেকটাউন এবং নাগেরবাজার-এর উড়ালপুলগুলি বিধাননগর এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আওতাধীন হলেও এবার রাত বারোটার পর এই সকল উড়ালপুলেও চলাচল করতে পারবে গাড়ি । কিন্তু পুলিশ কর্মীদের অভিযোগ, কলকাতা পুলিশের মতো এত সংখ্যক বাহিনী ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং বিধাননগর কমিশনারেটগুলিতে নেই । ফলে উড়ালপুলের এন্ট্রি ও এক্সিট পয়েন্টে বিশেষভাবে রাতের সময় নজরদারি করার জন্য বহাল থাকতে হবে পুলিশ কর্মীদের বলে লালবাজারের নির্দেশ ।

কলকাতা, 12 জুলাই: শহরের পথ দুর্ঘটনা কমানোর জন্য রাত বারোটার পর থেকে বেশ কিছু নির্দিষ্ট উড়ালপুলের উপর যান চলাচল ছিল নিষিদ্ধ । এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিল কলকাতা পুলিশ । তবে যান চলাচল বলতে এই নির্দেশিকায় চার চাকা গাড়ির কথা বলা হয়েছে । বাইকের ক্ষেত্রে আগের নিয়মই বলবৎ রয়েছে বলে লালবাজার ট্রাফিক বিভাগ সূত্রের খবর(Flyovers to stay open after midnight in Kolkata) ।

বারোটার পর যান চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে রাতের শহরে উড়ালপুলের এন্ট্রি-এক্সিট পয়েন্টে বিশেষভাবে নজরদারি চালানোর কথা বলা হয়েছে । উড়ালপুলের ওঠার সময় এবং নামার সময় রাস্তায় বসানো হচ্ছে বেশি করে ব্যারিকেট । শুধু তাই নয়, সেখানে নজরদারির জন্য বাড়ানো হচ্ছে পুলিশি ব্যবস্থাও । পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে আগের বছর পার্কস্ট্রিট, চিৎপুর, লকগেট, চিংড়িঘাটা-সহ বেশ কয়েকটি উড়ালপুলে রাত বারোটার পর যান চলাচল ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছিল লালবাজারের তরফে ।

আরও পড়ুন: কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে পৃথক কন্ট্রোল রুম খোলার ভাবনা লালবাজারের

বিধাননগর কমিশনারেটর আওতাধীন লেকটাউন, বাগুইআটি এবং নাগেরবাজার উড়ালপুলেও ওই একই ব্যবস্থা বলবৎ ছিল । কিন্তু এজেসি বোস উড়ালপুল এবং গড়িয়াহাট উড়ালপুলে রাত বারোটার পরেও যান চলাচল করত । তবে এখন থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল বলে জানা গিয়েছে । বাগুইআটি, লেকটাউন এবং নাগেরবাজার-এর উড়ালপুলগুলি বিধাননগর এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আওতাধীন হলেও এবার রাত বারোটার পর এই সকল উড়ালপুলেও চলাচল করতে পারবে গাড়ি । কিন্তু পুলিশ কর্মীদের অভিযোগ, কলকাতা পুলিশের মতো এত সংখ্যক বাহিনী ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং বিধাননগর কমিশনারেটগুলিতে নেই । ফলে উড়ালপুলের এন্ট্রি ও এক্সিট পয়েন্টে বিশেষভাবে রাতের সময় নজরদারি করার জন্য বহাল থাকতে হবে পুলিশ কর্মীদের বলে লালবাজারের নির্দেশ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.