ETV Bharat / city

Price Hike : পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে অগ্নিমূল্য মাছ থেকে সবজি, হাত পুড়ছে মধ্যবিত্ত বাঙালির

author img

By

Published : Jul 11, 2021, 10:11 PM IST

বাড়তেই থেকেছে পেট্রল-ডিজেলের দাম ৷ তার প্রভাব পড়েছে মাছ এবং সবজি বাজারেও ৷ কারণ জ্বালানির দাম বাড়তেই বেড়ে গিয়েছে পরিবহনের খরচ ৷ তাই বেড়ে গিয়েছে মাছ এবং সবজির দামও ৷ এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত বাঙালি ৷

মাছ, সবজির মূল্যবৃদ্ধিতে সমস্যায় পড়েছেন মধ্যবিত্তরা ৷
মাছ, সবজির মূল্যবৃদ্ধিতে সমস্যায় পড়েছেন মধ্যবিত্তরা ৷

কলকাতা, 11 জুলাই : পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির তাপে পুড়ছে মাছ-সবজির বাজারও । বর্তমানে মাছ-সবজি-ডিম সব কিছুরই দাম আকাশছোঁয়া । বাজারে গিয়ে হাত পুড়ছে আম বাঙালির । পেট্রল-ডিজেলের দাম বাড়তেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও বেড়ে গিয়েছে একলাফে অনেকটাই । মাছ থেকে সবজি, ডিম সবই ভিনরাজ্য থেকে এরাজ্যে আসে পণ্যবাহী ট্রাকে করে ৷ পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় পাল্লা দিয়ে বেড়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও । আগামী দিন কীভাবে চলবে সেই নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলেই । প্রশাসনের নজরদারির অভাবে অগ্নিমূল্য বাজার । কেন্দ্রীয় ও রাজ্য সরকারের এবিষয়ে নজর দেওয়া উচিত বলে মনে করছেন তাঁরা ৷

অধিকাংশ ক্ষেত্রেই ভিনরাজ্য থেকে মাছ আসে পশ্চিমবঙ্গে ৷ গড়ে প্রায় সব মাছের দামই কেজি প্রতি বেড়েছে 100 টাকা করে ৷ রুই মাছ ছিল 200 টাকা ৷ এখন হয়েছে 280 টাকা কেজি ৷ কাতলা মাছ হয়েছে 400 টাকা প্রতি কেজি ৷ আগে ছিল 300 টাকা ৷ একই রকম ভাবে দাম বেড়েছে পারশে-পাবদারও ৷ পারশে মাছ হয়েছে 500 টাকা প্রতি কেজি ৷ ছিল 400 টাকা ৷ পাবদা মাছ হয়েছে 600 টাকা প্রতি কেজি ৷ ছিল 500 টাকা ৷ 600 টাকার পমফ্রেট মাছ হয়েছে 700 টাকা ৷ 500 টাকার ট্যাংরা হয়েছে 600 টাকা কেজি ৷ বাগদা চিংড়িও দাঁড়িয়ে আছে 500 টাকায় ৷ ছিল 400 টাকা ৷ 700 টাকার তপসের কেজি হয়েছে 800 টাকা ৷ তবে রুপোলী ফসল ইলিশের দাম সবথেকে বেশি । 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকায় ।

মাছ বিক্রেতারা জানাচ্ছেন, ইলিশের জোগান না থাকাতে দাম অস্বাভাবিক বেড়েছে ৷ পেট্রোপণ্যের দাম বাড়ায় অস্বাভাবিক দাম বেড়েছে মাছের ৷ বিক্রি-বাট্টা হচ্ছে না বললেই চলে । ক্রেতারা জানিয়েছেন, যা প্রয়োজন তার থেকে কম নিয়ে চালাতে হচ্ছে । এত বেশি দাম দিয়ে মাছ কেনার ক্ষমতা অনেকেরই সাধ্যের বাইরে । অনেকেই মাছ বাদ দিয়ে ডিম দিয়ে দুপুরের আর রাতের আহার সারতে চাইছেন ৷ তাঁদের সমস্যাও কম নয় । তার কারণ 6.30 টাকা থেকে 7 টাকায় বিক্রি হচ্ছে পোল্ট্রির ডিম । দেশি মুরগির ডিম ও হাঁসের ডিমের দাম 8-9 টাকা ৷

পিছিয়ে নেই সবজিও ৷ মূল্যবৃদ্ধির আঁচ লেগেছে সবজি বাজারেও ৷ সবজি বিক্রেতারা জানাচ্ছেন, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য বাজার খুবই মন্দা । ক্রেতাদের মুখেও একই কথা, আয় তো সীমিত, এই হারে মূল্যবৃদ্ধি চলতে থাকলে না খেয়ে থাকতে হবে । বাজার করতে এসে হিমশিম খাচ্ছেন বাঙালি ৷ কেন্দ্র বা রাজ্য- দু'জনকেই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে । ভোট চলে গেলে সরকার নিজেদের প্রতিশ্রুতি ভুলে যায় বলেও অভিযোগ তুললেন ক্রেতারা ৷

মাছ, সবজির মূল্যবৃদ্ধিতে সমস্যায় পড়েছেন মধ্যবিত্তরা ৷

এদিন বেগুনের দর ছিল 50 থেকে 60 টাকার মধ্যে ৷ অন্যান্য সব সবজি প্রতি কেজি 10 থেকে 20 টাকা বেশিতে বিক্রি হচ্ছে । পটল, ঢেঁড়স, ওল, ঝিঁঙে 50 টাকা প্রতি কেজি, টমেটো, কুমড়ো, গাজর, উচ্ছে, কাঁকরোল 40 প্রতি কেজি, কাঁচা লঙ্কা 100 টাকা প্রতি কেজি, জ্যোতি আলু 14 টাকা, চন্দ্রমুখি আলু 18 টাকায় বিকোচ্ছে এদিন বাজারে ৷ পাশাপাশি রসুন 160 টাকা এবং আদার দাম প্রতি কেজি 120 টাকা ছিল ৷ সব মিলিয়ে দামের আগুনে পুড়ছে বাজার । বাজারে ক্রেতা নেই বললেই চলে ।

একেই করোনা পরিস্থিতির জন্য দফায় দফায় লকডাউনে আর্থিক মন্দা তৈরি হয়েছে । সাধারণ মানুষের হাতে টাকা নেই । অনেকেই কাজ হারিয়ে বেকার ৷ তার উপরে এই মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল মধ্যবিত্ত বাঙালি ।

আরও পড়ুন : সেঞ্চুরিতে রেহাই নেই, কলকাতায় আরও দামি হল পেট্রল

কলকাতা, 11 জুলাই : পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির তাপে পুড়ছে মাছ-সবজির বাজারও । বর্তমানে মাছ-সবজি-ডিম সব কিছুরই দাম আকাশছোঁয়া । বাজারে গিয়ে হাত পুড়ছে আম বাঙালির । পেট্রল-ডিজেলের দাম বাড়তেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও বেড়ে গিয়েছে একলাফে অনেকটাই । মাছ থেকে সবজি, ডিম সবই ভিনরাজ্য থেকে এরাজ্যে আসে পণ্যবাহী ট্রাকে করে ৷ পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় পাল্লা দিয়ে বেড়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও । আগামী দিন কীভাবে চলবে সেই নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলেই । প্রশাসনের নজরদারির অভাবে অগ্নিমূল্য বাজার । কেন্দ্রীয় ও রাজ্য সরকারের এবিষয়ে নজর দেওয়া উচিত বলে মনে করছেন তাঁরা ৷

অধিকাংশ ক্ষেত্রেই ভিনরাজ্য থেকে মাছ আসে পশ্চিমবঙ্গে ৷ গড়ে প্রায় সব মাছের দামই কেজি প্রতি বেড়েছে 100 টাকা করে ৷ রুই মাছ ছিল 200 টাকা ৷ এখন হয়েছে 280 টাকা কেজি ৷ কাতলা মাছ হয়েছে 400 টাকা প্রতি কেজি ৷ আগে ছিল 300 টাকা ৷ একই রকম ভাবে দাম বেড়েছে পারশে-পাবদারও ৷ পারশে মাছ হয়েছে 500 টাকা প্রতি কেজি ৷ ছিল 400 টাকা ৷ পাবদা মাছ হয়েছে 600 টাকা প্রতি কেজি ৷ ছিল 500 টাকা ৷ 600 টাকার পমফ্রেট মাছ হয়েছে 700 টাকা ৷ 500 টাকার ট্যাংরা হয়েছে 600 টাকা কেজি ৷ বাগদা চিংড়িও দাঁড়িয়ে আছে 500 টাকায় ৷ ছিল 400 টাকা ৷ 700 টাকার তপসের কেজি হয়েছে 800 টাকা ৷ তবে রুপোলী ফসল ইলিশের দাম সবথেকে বেশি । 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকায় ।

মাছ বিক্রেতারা জানাচ্ছেন, ইলিশের জোগান না থাকাতে দাম অস্বাভাবিক বেড়েছে ৷ পেট্রোপণ্যের দাম বাড়ায় অস্বাভাবিক দাম বেড়েছে মাছের ৷ বিক্রি-বাট্টা হচ্ছে না বললেই চলে । ক্রেতারা জানিয়েছেন, যা প্রয়োজন তার থেকে কম নিয়ে চালাতে হচ্ছে । এত বেশি দাম দিয়ে মাছ কেনার ক্ষমতা অনেকেরই সাধ্যের বাইরে । অনেকেই মাছ বাদ দিয়ে ডিম দিয়ে দুপুরের আর রাতের আহার সারতে চাইছেন ৷ তাঁদের সমস্যাও কম নয় । তার কারণ 6.30 টাকা থেকে 7 টাকায় বিক্রি হচ্ছে পোল্ট্রির ডিম । দেশি মুরগির ডিম ও হাঁসের ডিমের দাম 8-9 টাকা ৷

পিছিয়ে নেই সবজিও ৷ মূল্যবৃদ্ধির আঁচ লেগেছে সবজি বাজারেও ৷ সবজি বিক্রেতারা জানাচ্ছেন, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য বাজার খুবই মন্দা । ক্রেতাদের মুখেও একই কথা, আয় তো সীমিত, এই হারে মূল্যবৃদ্ধি চলতে থাকলে না খেয়ে থাকতে হবে । বাজার করতে এসে হিমশিম খাচ্ছেন বাঙালি ৷ কেন্দ্র বা রাজ্য- দু'জনকেই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে । ভোট চলে গেলে সরকার নিজেদের প্রতিশ্রুতি ভুলে যায় বলেও অভিযোগ তুললেন ক্রেতারা ৷

মাছ, সবজির মূল্যবৃদ্ধিতে সমস্যায় পড়েছেন মধ্যবিত্তরা ৷

এদিন বেগুনের দর ছিল 50 থেকে 60 টাকার মধ্যে ৷ অন্যান্য সব সবজি প্রতি কেজি 10 থেকে 20 টাকা বেশিতে বিক্রি হচ্ছে । পটল, ঢেঁড়স, ওল, ঝিঁঙে 50 টাকা প্রতি কেজি, টমেটো, কুমড়ো, গাজর, উচ্ছে, কাঁকরোল 40 প্রতি কেজি, কাঁচা লঙ্কা 100 টাকা প্রতি কেজি, জ্যোতি আলু 14 টাকা, চন্দ্রমুখি আলু 18 টাকায় বিকোচ্ছে এদিন বাজারে ৷ পাশাপাশি রসুন 160 টাকা এবং আদার দাম প্রতি কেজি 120 টাকা ছিল ৷ সব মিলিয়ে দামের আগুনে পুড়ছে বাজার । বাজারে ক্রেতা নেই বললেই চলে ।

একেই করোনা পরিস্থিতির জন্য দফায় দফায় লকডাউনে আর্থিক মন্দা তৈরি হয়েছে । সাধারণ মানুষের হাতে টাকা নেই । অনেকেই কাজ হারিয়ে বেকার ৷ তার উপরে এই মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল মধ্যবিত্ত বাঙালি ।

আরও পড়ুন : সেঞ্চুরিতে রেহাই নেই, কলকাতায় আরও দামি হল পেট্রল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.