ETV Bharat / city

Skeleton Donation: বাংলায় প্রথম কঙ্কাল দানের নজির, ইতিহাসের সাক্ষী আরজি কর হাসপাতাল - বাংলায় প্রথম কঙ্কাল দানের নজির

বাইক দুর্ঘটনায় আহত হাবড়ার মঞ্জুবালা ভক্তের ব্রেন ডেথ হয় ৷ তার পর তাঁর অঙ্গদান (Organ Donation) করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে ৷ তার পর আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কঙ্কাল দান করা হয় (First Skeleton Donation at RG Kar Medical College and Hospital) ৷

first-skeleton-donation-at-rg-kar-medical-college-and-hospital
Skeleton Donation: বাংলায় প্রথম কঙ্কাল দানের নজির, ইতিহাসের সাক্ষী আরজি কর হাসপাতাল
author img

By

Published : Jul 12, 2022, 5:02 PM IST

Updated : Jul 13, 2022, 1:21 PM IST

কলকাতা, 12 জুলাই : ব্রেন ডেথের (Brain Death) পর অঙ্গদানের ঘটনা বিরল নয় ৷ এবার কঙ্কাল দানের (Skeleton Donation) ঘটনাও ঘটল ৷ সোমবার এই কঙ্কাল দান করা হয়েছে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ৷ এই প্রথম এই ধরনের ঘটনা ঘটল বাংলায় ৷

উত্তর 24 পরগনার হাবড়ার বাসিন্দা মঞ্জুবালা ভক্ত (58) ও রমেশ ভক্ত । গত 2 জুলাই মঞ্জুবালা দেবী এক আত্মীয়ের বাইকে চেপে স্কুলের উদ্দেশে রওনা দিয়েছিলেন । আচমকাই রাস্তায় তিনি অজ্ঞান হয়ে পড়ে যান । এরপর তাঁকে হাবড়ার স্টেট জেনারেল হাসপাতালে (Habra State General Hospital) প্রথমে নিয়ে যাওয়া হয় ।

অবস্থার কোনও উন্নতি না দেখে তারপর মঞ্জুবালাদেবীকে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ সেখানে 8 জুলাই চিকিৎসক তাঁর বাড়ির লোককে জানান মঞ্জুবালাদেবীর ব্রেন ডেথ হয়েছে । ভক্ত দম্পতি 1994 সালেই দেহদানের অঙ্গীকার করে রেখেছিলেন ৷ তাই রমেশ ভক্ত সরাসরি গণদর্পণের সঙ্গে যোগাযোগ করেন ৷

ওই সংগঠনের সহযোগিতায় গত 10 জুলাই এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) মঞ্জুবালাদেবীর লিভার, কিডনি, হার্ট, কর্নিয়া ও ত্বক দান করা হয় । তার পর কঙ্কাল দানের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই মতো আরজি কর হাসপাতালে কঙ্কাল দান করা হয় ৷

রমেশ ভক্ত বলেন, ‘‘আমাদের অনেকদিনের ইচ্ছা ছিল দেহদান করার । সেই ইচ্ছা অনুযায়ী আমি কাজ করেছি । ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানে যে পড়ুয়ারা রয়েছে, তাদের যাতে সুবিধা হয় পড়াশোনার ক্ষেত্রে তাই এই কঙ্কাল দান করলাম ।"

গণদর্পণের অন্যতম সদস্য শ্যামল চট্টোপাধ্যায় বলেন, "সুকুমার হোমচৌধুরী মৃত্যুর পর প্রথম দেহদান করেন । 2021 সালে করোনায় মৃত্যু হয়ে ব্রজ রায়ের দেহ প্যাথলজিক্যাল অটোপসির জন্য দান করা হয়েছিল । অঙ্গদানের পর কঙ্কাল দানের নজির তৈরি হল ।"

আরও পড়ুন : Intra Uterine Fetal Death: গর্ভস্থ সন্তানের মৃত্যুর কারণ জানতে অটোপসি, রাজ্যে এই প্রথম

কলকাতা, 12 জুলাই : ব্রেন ডেথের (Brain Death) পর অঙ্গদানের ঘটনা বিরল নয় ৷ এবার কঙ্কাল দানের (Skeleton Donation) ঘটনাও ঘটল ৷ সোমবার এই কঙ্কাল দান করা হয়েছে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ৷ এই প্রথম এই ধরনের ঘটনা ঘটল বাংলায় ৷

উত্তর 24 পরগনার হাবড়ার বাসিন্দা মঞ্জুবালা ভক্ত (58) ও রমেশ ভক্ত । গত 2 জুলাই মঞ্জুবালা দেবী এক আত্মীয়ের বাইকে চেপে স্কুলের উদ্দেশে রওনা দিয়েছিলেন । আচমকাই রাস্তায় তিনি অজ্ঞান হয়ে পড়ে যান । এরপর তাঁকে হাবড়ার স্টেট জেনারেল হাসপাতালে (Habra State General Hospital) প্রথমে নিয়ে যাওয়া হয় ।

অবস্থার কোনও উন্নতি না দেখে তারপর মঞ্জুবালাদেবীকে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ সেখানে 8 জুলাই চিকিৎসক তাঁর বাড়ির লোককে জানান মঞ্জুবালাদেবীর ব্রেন ডেথ হয়েছে । ভক্ত দম্পতি 1994 সালেই দেহদানের অঙ্গীকার করে রেখেছিলেন ৷ তাই রমেশ ভক্ত সরাসরি গণদর্পণের সঙ্গে যোগাযোগ করেন ৷

ওই সংগঠনের সহযোগিতায় গত 10 জুলাই এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) মঞ্জুবালাদেবীর লিভার, কিডনি, হার্ট, কর্নিয়া ও ত্বক দান করা হয় । তার পর কঙ্কাল দানের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই মতো আরজি কর হাসপাতালে কঙ্কাল দান করা হয় ৷

রমেশ ভক্ত বলেন, ‘‘আমাদের অনেকদিনের ইচ্ছা ছিল দেহদান করার । সেই ইচ্ছা অনুযায়ী আমি কাজ করেছি । ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানে যে পড়ুয়ারা রয়েছে, তাদের যাতে সুবিধা হয় পড়াশোনার ক্ষেত্রে তাই এই কঙ্কাল দান করলাম ।"

গণদর্পণের অন্যতম সদস্য শ্যামল চট্টোপাধ্যায় বলেন, "সুকুমার হোমচৌধুরী মৃত্যুর পর প্রথম দেহদান করেন । 2021 সালে করোনায় মৃত্যু হয়ে ব্রজ রায়ের দেহ প্যাথলজিক্যাল অটোপসির জন্য দান করা হয়েছিল । অঙ্গদানের পর কঙ্কাল দানের নজির তৈরি হল ।"

আরও পড়ুন : Intra Uterine Fetal Death: গর্ভস্থ সন্তানের মৃত্যুর কারণ জানতে অটোপসি, রাজ্যে এই প্রথম

Last Updated : Jul 13, 2022, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.