কলকাতা, 7 মে : দলের নেতার মৃত্যু নিয়ে নাটক করছে বিজেপি ৷ গেরুয়া শিবিরের বিরুদ্ধে শনিবার এমনই অভিযোগ করেছেন তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata's Mayor Firhad Hakim) ৷ তিনি বলেন, ‘‘এটা সম্পূর্ণ ভাবে বিজেপির নাটক । আমার মনে হচ্ছে খুনটাও বোধহয় বিজেপির পরিকল্পিত কি না ! বিজেপি এটা করল কেন ?’’
প্রসঙ্গত, গতকাল সকালে কলকাতার কাশীপুর এলাকায় বিজেপির এক যুবনেতা অর্জুন চৌরাসিয়ার রহস্যজনক মৃত্যু হয় (BJP Leader's Unnatural Death) ৷ ওই ঘটনায় বিজেপির তরফে তৃণমূলকে কাঠগড়ায় তোলা হয় ৷ তৃণমূলই ওই যুবনেতাকে খুন করেছে ৷ গত বৃহস্পতিবার থেকে দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ সেই সময় এই ঘটনা অন্য রাজনৈতিক মাত্রা যোগ করে বাংলায় ৷
গতকাল দুপুরে অমিত শাহ নিজে ঘটনাস্থলে যান ৷ অর্জুনের পরিবারের সঙ্গে কথা বলেন ৷ তিনি এই ঘটনার দায় তৃণমূলের ঘাড়ে চাপান৷ সিবিআই তদন্তের দাবি তোলেন ৷ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই ভূমিকা সমালোচনা করেছেন ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, ‘‘আমি মন্ত্রী হিসেবে কখনও বলতে পারি না, তদন্তকে প্রভাবিত করতে পারি না । ময়নাতদন্তের আগেই আত্মহত্যা না খুন এটা বলে দিতে পারি না । বলা মানে তদন্তকারী সংস্থাকে বলেই দিলাম, এটা খুন প্রমাণিত করো । এই অন্যায়টা কাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করে গিয়েছেন ।’’
এখানেই না থেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য বলেন, ‘‘আদালতকে বলব চোখটা খুলুন দয়া করে ৷ এই অন্যায়টা হচ্ছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন খুন, সেখানে কোন আধিকারিকের সাহস আছে যে বলবে না এটা আত্মহত্যা বা অন্যকিছু । আধিকারিকদের চাপ দেওয়ার জন্য বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যর জন্য আগে থেকে বলে দেওয়া হল ।’’
আরও পড়ুন : Firhad Slams Modi Govt : রান্নাঘরের উজ্জ্বলা এখন আন্ধেরা হয়ে গেল, এলপিজির মূল্যবৃদ্ধিতে কটাক্ষ ফিরহাদের