ETV Bharat / city

KMC-CESC : পরপর তড়িদাহত হয়ে মৃত্যু, সিইএসসি-র কাছে বাতিস্তম্ভগুলির রিপোর্ট তলব ফিরহাদের - Firhad Hakim warns CESC for Electrocution incidents in the city

শহরে বাড়ছে তড়িদাহতের ঘটনা ৷ গত 14 দিনে এখনও পর্যন্ত মোট 14 জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন ৷ তার মধ্যেই সিইএসসির (CESC) কাছ থেকে শহরের প্রতিটি বাতিস্তম্ভের রিপোর্ট চাইলেন কলকাতা পৌরনিগমের (KMC) মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ বাতিস্তম্ভগুলি মেরামতের কড়া হুঁশিয়ারি দিয়ে আগামী 48 ঘণ্টার মধ্যেই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে ৷

48 ঘণ্টার মধ্যে শহরের প্রতিটি বাতিস্তম্ভেপ রিপোর্ট তলব ফিরহাদের
48 ঘণ্টার মধ্যে শহরের প্রতিটি বাতিস্তম্ভেপ রিপোর্ট তলব ফিরহাদের
author img

By

Published : Sep 25, 2021, 9:12 AM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর : সিইএসসিকে (CESC) কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) । দ্রুত শহরের ল্যাম্পপোস্টগুলির মেরামতি করার নির্দেশ দিয়েছেন তিনি । বাতিস্তম্ভ ও তার বক্সগুলির বেহাল অবস্থা ৷ সেগুলি দ্রুত মেরামত না করা হলে শহরের রাস্তা খুঁড়ে বিদ্যুতের লাইন করতে দেওয়া হবে না, স্পষ্ট জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ৷ পাশাপাশি পৌর কমিশনার বিনোদ কুমারকে নির্দেশ দিয়েছেন, যাতে সিইএসসি-র সঙ্গে বৈঠক করে একটি জয়েন্ট অ্যাকশন টিম গঠন করা হয় ৷

উত্তর কলকাতার সিঁথি থেকে দক্ষিণ কলকাতার জোকা পর্যন্ত, অন্যদিকে মেটিয়াবুরুজ থেকে পূর্ব কলকাতা পর্যন্ত সবক'টি বাতিস্তম্ভের পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন ফিরহাদ হাকিম ৷ কলকাতা পৌরনিগমের বাতিস্তম্ভগুলির কী অবস্থায় রয়েছে ? কোথায় তার খোলা আছে ? কোথায় তার ঝুলছে ? কোন লাইট জ্বলছে না ? সিইএসসি-কে তার সম্পূর্ণ রিপোর্ট দিতে হবে আগামী 48 ঘণ্টার মধ্যেই ।

গত 14 দিনে রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখনও পর্যন্ত 14 জন মারা গিয়েছেন । গত বছরই বর্ষার মরশুম শুরুর আগেই খোলা ফিডার বক্স বা জলে বিদ্যুতের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্য সিইএসসিকে আগাম ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন ফিরহাদ হাকিম । শহরে সবক'টি ল্যাম্পপোস্ট যাতে নিরাপদ থাকে তার ব্যবস্থাও নিতে বলেছিলেন । কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে সিইএসসির বিরুদ্ধে ৷ গাফিলতির অভিযোগে অস্বস্তি বেড়েছে রাজ্য সরকারেরও ।

শহরজুড়ে বহু ফিডার বক্স এবং ল্যাম্পপোস্টগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে । বাতিস্তম্ভগুলির মাথার ওপর বিপজ্জনকভাবে তার ঝুলছে । কিছু ল্যাম্পপোস্টের ফিডার বক্স খোলাও থাকতে দেখা যায় । কিছু ফিডার বক্সের আবার দরজাই নেই । উত্তর থেকে দক্ষিণে শহরে একাধিক বাতিস্তম্ভ বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে । বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগের ফলেও প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হয় শহরবাসীকে । এই ঘটনা পুনরাবৃত্তি রুখতেই এবার শহরের ল্যাম্পপোস্টগুলির হাল-হকিকত রিপোর্ট তলব করেছেন মুখ্য প্রশাসক । সঙ্গে সঙ্গে দ্রুত মেরামতির নির্দেশও দিয়েছেন তিনি ।

কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যেই দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ করা হয়েছে ৷ দুর্ঘটনা এড়াতে পৌরনিগম ও সিইএসসি সমন্বয় রেখে কাজ করছে । তার মধ্যেই সিইএসসিকে এই হুঁশিয়ারি ৷

আরও পড়ুন : Electric Shock Death: শহরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোট 13 জনের মৃত্যু

কলকাতা, 25 সেপ্টেম্বর : সিইএসসিকে (CESC) কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) । দ্রুত শহরের ল্যাম্পপোস্টগুলির মেরামতি করার নির্দেশ দিয়েছেন তিনি । বাতিস্তম্ভ ও তার বক্সগুলির বেহাল অবস্থা ৷ সেগুলি দ্রুত মেরামত না করা হলে শহরের রাস্তা খুঁড়ে বিদ্যুতের লাইন করতে দেওয়া হবে না, স্পষ্ট জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ৷ পাশাপাশি পৌর কমিশনার বিনোদ কুমারকে নির্দেশ দিয়েছেন, যাতে সিইএসসি-র সঙ্গে বৈঠক করে একটি জয়েন্ট অ্যাকশন টিম গঠন করা হয় ৷

উত্তর কলকাতার সিঁথি থেকে দক্ষিণ কলকাতার জোকা পর্যন্ত, অন্যদিকে মেটিয়াবুরুজ থেকে পূর্ব কলকাতা পর্যন্ত সবক'টি বাতিস্তম্ভের পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন ফিরহাদ হাকিম ৷ কলকাতা পৌরনিগমের বাতিস্তম্ভগুলির কী অবস্থায় রয়েছে ? কোথায় তার খোলা আছে ? কোথায় তার ঝুলছে ? কোন লাইট জ্বলছে না ? সিইএসসি-কে তার সম্পূর্ণ রিপোর্ট দিতে হবে আগামী 48 ঘণ্টার মধ্যেই ।

গত 14 দিনে রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখনও পর্যন্ত 14 জন মারা গিয়েছেন । গত বছরই বর্ষার মরশুম শুরুর আগেই খোলা ফিডার বক্স বা জলে বিদ্যুতের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্য সিইএসসিকে আগাম ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন ফিরহাদ হাকিম । শহরে সবক'টি ল্যাম্পপোস্ট যাতে নিরাপদ থাকে তার ব্যবস্থাও নিতে বলেছিলেন । কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে সিইএসসির বিরুদ্ধে ৷ গাফিলতির অভিযোগে অস্বস্তি বেড়েছে রাজ্য সরকারেরও ।

শহরজুড়ে বহু ফিডার বক্স এবং ল্যাম্পপোস্টগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে । বাতিস্তম্ভগুলির মাথার ওপর বিপজ্জনকভাবে তার ঝুলছে । কিছু ল্যাম্পপোস্টের ফিডার বক্স খোলাও থাকতে দেখা যায় । কিছু ফিডার বক্সের আবার দরজাই নেই । উত্তর থেকে দক্ষিণে শহরে একাধিক বাতিস্তম্ভ বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে । বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগের ফলেও প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হয় শহরবাসীকে । এই ঘটনা পুনরাবৃত্তি রুখতেই এবার শহরের ল্যাম্পপোস্টগুলির হাল-হকিকত রিপোর্ট তলব করেছেন মুখ্য প্রশাসক । সঙ্গে সঙ্গে দ্রুত মেরামতির নির্দেশও দিয়েছেন তিনি ।

কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যেই দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ করা হয়েছে ৷ দুর্ঘটনা এড়াতে পৌরনিগম ও সিইএসসি সমন্বয় রেখে কাজ করছে । তার মধ্যেই সিইএসসিকে এই হুঁশিয়ারি ৷

আরও পড়ুন : Electric Shock Death: শহরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোট 13 জনের মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.