কলকাতা, 22 সেপ্টেম্বর : কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক পেশ করলেন বাজেট । 2020-2021 সালের কলকাতা পৌরনিগমের বাজেট পেশ করলেন । 177. 66 কোটি টাকার ঘাটতি বাজেট এদিন পেশ করলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । এই বাজেটে কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা খাতে সবথেকে বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে । এছাড়াও স্বাস্থ্য, জল সরবরাহ, প্রয়ঃ প্রণালী, সড়ক উন্নয়ন, বস্তি পরিষেবা, বাণিজ্য প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছে । তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পরেও নির্বাচন না হওয়াতেই কলকাতা পৌরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর গঠন করে রাজ্য সরকার। পৌর আইন মেনে চলতি বছরের মার্চ মাসে ছয় মাসের জন্য পৌর পরিষেবা স্বাভাবিক রাখতে 192.08 কোটি টাকার বাজেট পেশ করেছিলেন ফিরহাদ হাকিম । কিন্তু সেই বাজেটের মেয়াদ 30 সেপ্টেম্বর শেষ হয়ে হবে । তার আগে আজ কলকাতা পৌরনিগমের 2020-21 সালের বাজেট পেশ করলেন পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।
এদিন বাজেট পেশ করার পর সাংবাদিক বৈঠকে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, এ বছর কোরোনা পরিস্থিতির জন্য ঘাটতি বাজেট পেশ করতে হয়েছে । কোরোনা পরিস্থিতিতে দীর্ঘদিন লকডাউন থাকার ফলে পৌর কর আদায় করা যায়নি । পৌরনিগমে দীর্ঘদিন বিভিন্ন কাজ বন্ধ ছিল লকডাউনে । তাছাড়াও কোরোনা পরিস্থিতি মোকাবিলা করতে পৌরনিগমের বিপুল অঙ্কের অর্থ ব্যয় হয়েছে । নিয়মিতভাবে রাস্তাঘাট ,বাড়ি, বাস স্ট্যান্ড, হাসপাতাল চত্বর জীবাণুমুক্ত করণের কাজ করা হচ্ছে । নিয়মিতভাবে এলাকায় স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে । কোরোনার সংক্রমণ প্রতিরোধ করতে নিয়মিতভাবে প্রতিষেধক ওষুধ দেওয়া হচ্ছে । এছাড়াও ঘূর্ণিঝড় আমফানের ক্ষয়ক্ষতি সামাল দিতে কলকাতা পৌরনিগমের অনেক অর্থ ব্যয় হয়েছে । বহু জায়গায় গাছ ভেঙে পড়েছে । বাড়ি ভেঙে পড়েছে । বিদ্যুতের তার ছিড়ে গেছে । বিদ্যুতের খুটি ভেঙে গেছে বহু জায়গায় । এই ক্ষয়ক্ষতি মোকাবিলা করতেও পৌরনিগমের বিপুল অঙ্কের অর্থ ব্যয় হয়েছে ।
আরও পড়ুন : কলকাতা পৌর নিগমের নির্বাচনের জন্য প্রস্তুত তৃণমূল : ফিরহাদ
ফিরহাদ হাকিম জানিয়েছেন, তৃণমূল যেভাবে কাজ করেছে তাতে এ-বছর ঘাটতি বাজেট পেশ করতে হত না । কিন্তু একের পর এক বিপর্যয়ের ফলে আর্থিক ঘাটতি তৈরি হয়েছে কলকাতা পৌরনিগমে । তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘাটতি বাজেট পেশ করতে হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক । বাজেট প্রসঙ্গে তিনি জানিয়েছেন জনসাধারণের কাছে পৌর পরিষেবা যাতে সঠিকভাবে দেওয়া যায় সেই পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে বাজেটে । চলতি প্রকল্পগুলি যাতে সচল থাকে সেই বিষয়ে গুরুত্ব দিয়েই এই বাজেট তৈরি করা হয়েছে ।