ETV Bharat / city

Buddhadeb Rejects Padma Bhushan : বুদ্ধের পদ্মভূষণ প্রত্যাখ্যানকে সমর্থন ফিরহাদের

author img

By

Published : Jan 26, 2022, 2:03 PM IST

পদ্মভূষণ প্রত্যাখান করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সমর্থন করলেন কলকাতা শহরের মহানাগরিক (Firhad Hakim on Buddhadeb Bhattacharjee Rejects Padma Bhushan) ৷

Padma Awards 2022
বুদ্ধের পদ্মভূষণ প্রত্যাখ্যানকে সমর্থন ফিরহাদের

কলকাতা, 26 জানুয়ারি : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল কেন্দ্র । তার কিছুক্ষণের মধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্যের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তিনি পদ্মভূষণ নেবেন না । কেন্দ্রের সম্মান প্রত্যাখান করেন তিনি ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে এবার প্রকাশ্যে সমর্থন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim on Buddhadeb Bhattacharjee Rejects Padma Bhushan) । পাশাপাশি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মশ্রী প্রত্যাখ্যান করা প্রসঙ্গে তিনি বলেন, "এই বয়সে পুরস্কার দিয়ে কেন্দ্র তাঁকে অপমান করেছে ।"

বুধবার কলকাতা পৌরসভার তরফে 73তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় । সেখানে পতাকা তোলেন মেয়র ফিরহাদ হাকিম । এরপর সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় । অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মেয়র । সেখানেই ফিরহাদ হাকিম বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্মভূষণ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়ে বলেন, "কেন্দ্র বাংলাকে বঞ্চনা করছে । যেভাবে বাংলাকে অপমান করছে, তাতে বাংলাকে ভারতবর্ষের মধ্যে একটা ঘৃণার বস্তু হিসাবে দাঁড় করিয়েছে । বাংলার যা দাবি-দাওয়া তা দিচ্ছে না ৷ বাংলা থেকে জবরদস্তি আমলাদের তুলে নিচ্ছে । যাঁরা অবসরপ্রাপ্ত হচ্ছেন তাঁদের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে ৷ এই সমস্তটার নিশ্চিতভাবে প্রতিবাদ করেছেন গুণীজনরা । কেন্দ্রীয় সরকার বিদ্বেষের রাজনীতি তৈরি করেছে, বিভাজন করছে । যাঁরা বাংলাকে ভালবাসেন তাঁরা প্রত্যাখ্যান করেছেন এই পুরস্কার ।"

বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্মভূষণ প্রত্যাখ্যানকে সমর্থন করে ফিরহাদের প্রতিক্রিয়া

ফিরহাদ আরও বলেন, "সন্ধ্যা মুখোপাধ্যায় একটা বড় মানুষ । তাঁকে এই বয়সে পদ্মশ্রী দিয়ে অপমান করা হচ্ছে । তাঁকে রাজ্য সরকারের তরফে বঙ্গবিভূষণ দিয়ে সম্মানিত করা হয়েছে । ওনাকে আরও বড় সম্মান দেওয়া উচিত ছিল ।"

আরও পড়ুন : Buddhadeb rejects Padma award : পদ্ম-প্রত্যাখ্যান বুদ্ধের, বিবৃতিতে জানালেন নিজেই

কলকাতা, 26 জানুয়ারি : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল কেন্দ্র । তার কিছুক্ষণের মধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্যের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তিনি পদ্মভূষণ নেবেন না । কেন্দ্রের সম্মান প্রত্যাখান করেন তিনি ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে এবার প্রকাশ্যে সমর্থন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim on Buddhadeb Bhattacharjee Rejects Padma Bhushan) । পাশাপাশি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মশ্রী প্রত্যাখ্যান করা প্রসঙ্গে তিনি বলেন, "এই বয়সে পুরস্কার দিয়ে কেন্দ্র তাঁকে অপমান করেছে ।"

বুধবার কলকাতা পৌরসভার তরফে 73তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় । সেখানে পতাকা তোলেন মেয়র ফিরহাদ হাকিম । এরপর সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় । অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মেয়র । সেখানেই ফিরহাদ হাকিম বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্মভূষণ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়ে বলেন, "কেন্দ্র বাংলাকে বঞ্চনা করছে । যেভাবে বাংলাকে অপমান করছে, তাতে বাংলাকে ভারতবর্ষের মধ্যে একটা ঘৃণার বস্তু হিসাবে দাঁড় করিয়েছে । বাংলার যা দাবি-দাওয়া তা দিচ্ছে না ৷ বাংলা থেকে জবরদস্তি আমলাদের তুলে নিচ্ছে । যাঁরা অবসরপ্রাপ্ত হচ্ছেন তাঁদের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে ৷ এই সমস্তটার নিশ্চিতভাবে প্রতিবাদ করেছেন গুণীজনরা । কেন্দ্রীয় সরকার বিদ্বেষের রাজনীতি তৈরি করেছে, বিভাজন করছে । যাঁরা বাংলাকে ভালবাসেন তাঁরা প্রত্যাখ্যান করেছেন এই পুরস্কার ।"

বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্মভূষণ প্রত্যাখ্যানকে সমর্থন করে ফিরহাদের প্রতিক্রিয়া

ফিরহাদ আরও বলেন, "সন্ধ্যা মুখোপাধ্যায় একটা বড় মানুষ । তাঁকে এই বয়সে পদ্মশ্রী দিয়ে অপমান করা হচ্ছে । তাঁকে রাজ্য সরকারের তরফে বঙ্গবিভূষণ দিয়ে সম্মানিত করা হয়েছে । ওনাকে আরও বড় সম্মান দেওয়া উচিত ছিল ।"

আরও পড়ুন : Buddhadeb rejects Padma award : পদ্ম-প্রত্যাখ্যান বুদ্ধের, বিবৃতিতে জানালেন নিজেই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.