ETV Bharat / city

Mayor Firhad Hakim শহরের জলাশয়ের কচুরিপানা দিয়ে তৈরি হবে সামগ্রী, পরিকল্পনার কথা জানালেন ফিরহাদ - Mayor Firhad Hakim

কচুরিপানা দিয়ে তৈরি হবে শিল্প সামগ্রী, শনিবার এই পরিকল্পনার কথা জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Mayor of Kolkata Firhad Hakim) ৷ এ বিষয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের সঙ্গে কথা হচ্ছে বলেও তিনি জানান (Firhad Hakim on Kolkata Waterbody) ৷

Kolkata Mayor Firhad Hakim
ETV Bharat
author img

By

Published : Aug 27, 2022, 11:02 PM IST

কলকাতা, 27 অগস্ট: কচুরিপানা দিয়ে তৈরি হবে সামগ্রী ৷ এই বিষয়ে কথা হচ্ছে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের সঙ্গে ৷ এমনটাই জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Mayor of Kolkata Firhad Hakim) ৷

শনিবার ফিরহাদ বলেন, "শহরের জলাশয়গুলি বারবার পরিষ্কার করা হলেও জমেছে কচুরিপানা । আর তা পরিষ্কার করাও প্রচুর খরচ সাপেক্ষ । সম্প্রতি ক্ষুদ্র ও মাঝি শিল্প বিভাগের সহায়তায় কচুরিপানা থেকে ঝুড়ি-সহ নানা ধরনের জিনিস তৈরি হচ্ছে । সেই কাজ যারা করছে তারা যাতে এই কচুরিপানা নেয় সে বিষয়ে এমএসএমই দফতরের সঙ্গে কথা বলবে কলকাতা পৌরনিগম ।" তিনি আরও জানান, রাজ্যের মৎস্য দফতরের কাছেও এই জলাশয়গুলিতে মাছ চাষ করার প্রস্তাব দেওয়া হয়েছে (Firhad Hakim on Kolkata Waterbody) ।

এদিন ছিল 'টক টু মেয়র' অনুষ্ঠান ৷ বেহালার 127 নম্বর ওয়ার্ড থেকে এক নাগরিক এদিন টক টু মেয়রে ফোন করেন । অভিযোগ করেন, তাঁর বাড়ির সামনে যে জলাশয় আছে তাতে রক্ষণাবেক্ষনর অভাবে জল নষ্ট হয়ে কচুরিপানায় ভরে গিয়েছে । জলাশয়টি পরিষ্কার করার আবেদন তিনি মেয়রকে জানান । এর উত্তরে মেয়র বলেন, সোমবার পৌরনিগমের লোক সেখানে যাবে ৷

আরও পড়ুন: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে আসতে পারেন অমিত শাহ

এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম জানান, শহরে জলাশয় রক্ষায় পদক্ষেপ গ্রহণ করছে কলকাতা পৌরনিগম । সমস্ত জলাশয় যাতে ভরাট না হয় । কচুরিপানার জন্য যাতে ডেঙ্গু, মেলারিয়া মতো মশাবাহিত রোগ না ছড়িয়ে পড়ে সেদিকে নজর দিতে বলা হয়েছে পৌরকর্মীদের ।

কলকাতা, 27 অগস্ট: কচুরিপানা দিয়ে তৈরি হবে সামগ্রী ৷ এই বিষয়ে কথা হচ্ছে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের সঙ্গে ৷ এমনটাই জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Mayor of Kolkata Firhad Hakim) ৷

শনিবার ফিরহাদ বলেন, "শহরের জলাশয়গুলি বারবার পরিষ্কার করা হলেও জমেছে কচুরিপানা । আর তা পরিষ্কার করাও প্রচুর খরচ সাপেক্ষ । সম্প্রতি ক্ষুদ্র ও মাঝি শিল্প বিভাগের সহায়তায় কচুরিপানা থেকে ঝুড়ি-সহ নানা ধরনের জিনিস তৈরি হচ্ছে । সেই কাজ যারা করছে তারা যাতে এই কচুরিপানা নেয় সে বিষয়ে এমএসএমই দফতরের সঙ্গে কথা বলবে কলকাতা পৌরনিগম ।" তিনি আরও জানান, রাজ্যের মৎস্য দফতরের কাছেও এই জলাশয়গুলিতে মাছ চাষ করার প্রস্তাব দেওয়া হয়েছে (Firhad Hakim on Kolkata Waterbody) ।

এদিন ছিল 'টক টু মেয়র' অনুষ্ঠান ৷ বেহালার 127 নম্বর ওয়ার্ড থেকে এক নাগরিক এদিন টক টু মেয়রে ফোন করেন । অভিযোগ করেন, তাঁর বাড়ির সামনে যে জলাশয় আছে তাতে রক্ষণাবেক্ষনর অভাবে জল নষ্ট হয়ে কচুরিপানায় ভরে গিয়েছে । জলাশয়টি পরিষ্কার করার আবেদন তিনি মেয়রকে জানান । এর উত্তরে মেয়র বলেন, সোমবার পৌরনিগমের লোক সেখানে যাবে ৷

আরও পড়ুন: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে আসতে পারেন অমিত শাহ

এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম জানান, শহরে জলাশয় রক্ষায় পদক্ষেপ গ্রহণ করছে কলকাতা পৌরনিগম । সমস্ত জলাশয় যাতে ভরাট না হয় । কচুরিপানার জন্য যাতে ডেঙ্গু, মেলারিয়া মতো মশাবাহিত রোগ না ছড়িয়ে পড়ে সেদিকে নজর দিতে বলা হয়েছে পৌরকর্মীদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.