ETV Bharat / city

Firhad Hakim on Media Trial মিডিয়া ট্রায়াল নিয়ে মমতার সুরেই সুর মেলালেন ফিরহাদ

author img

By

Published : Aug 26, 2022, 3:57 PM IST

মিডিয়া ট্রায়ালের নামে সম্মানহানি করা হচ্ছে ৷ অপরাধ করলে গ্রেফতার করুক, এভাবে সম্মানহানি অপমানজনক ৷ শুক্রবার এভাবেই এই বিষয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই এদিন সুর মিলিয়েছেন ফিরহাদ (Firhad Hakim) ৷

tmc leader firhad hakim
ETV Bharat

কলকাতা, 26 অগস্ট: দুর্নীতি ইস্যুতে বৃহস্পতিবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar Criticises Firhad Hakim) । তাঁর দাবি ছিল, পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের পরে এবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদের জেলে যাওয়ার পালা । শুক্রবার তারই পালটা হিসাবে বিজেপির বিরুদ্ধে সরব হলেন এই তৃণমূল নেতা (Firhad Hakim slams Sukanta Majumdar) ৷

ফিরহাদ প্রশ্ন তুললেন, বেছে বেছে কেন তৃণমূল নেতাদেরই নিশানা করা হচ্ছে! তাঁর কথায়, "উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা প্রচার চলছে । ববি (ফিরহাদ) হাকিম তৃণমূল কংগ্রেস করে মানে সে চোর । আর বাকিরা বিজেপি করে বলে অপরাধ করেও তারা সাধু । যারা সুকান্ত বাবুদের গেরুয়া পার্টিতে চলে যাবেন তারা সকলেই সাধু হয়ে যাবেন । তৃণমূলে থাকলে চোর, আর বিজেপিতে গেলেই সাধু । একটি মামলায় সিবিআই আমাকে গ্রেফতার করেছিল, যদিও সেই মামলার বিষয় নিয়ে কিছু বলছি না, কারণ সেটি বিচারাধীন । তবে সেসময় আমি জেলে ছিলাম । আদালতের রায় জামিনে বাইরে রয়েছি । তবে এভাবে সামাজিকভাবে অসম্মান করবেন না ।"

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য প্রসঙ্গে কলকাতার মেয়র এদিন বলেন, "জেলে যেতে ভয় লাগে না । কিন্তু সম্মানহানিতে নিশ্চিতভাবে ভয় লাগে । সেই সম্মানহানিটা দীর্ঘদিন ধরে চলছে । এটা অন্যায় । আমি সুকান্তবাবুকে বলব, এজেন্সি নিয়ে এসে আমাকে ঢুকিয়ে দিন । কিন্তু সম্মানহানি করবেন না । আপনিও কোনও মায়ের সন্তান, আমিও কোনও মায়ের সন্তান । কেসই হল না, তার আগেই মিডিয়া ট্রায়াল হয়ে যাচ্ছে ? কেন কী অন্যায় করেছি আমি ? কী পাপ করেছি ?"

আরও পড়ুন: মমতার হাতে হিংসার রক্ত লেগে, টুইট তোপ বিজেপি নেতার

একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এদিন তাঁকেও মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে সরব হতে শোনা গিয়েছে (Firhad Hakim speaks on media trial) । এদিন ফিরহাদ হাকিম বলেন, "দোষী হলে আদালত বিচার করবে, তার আগে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সম্মানহানি কেন !" এদিন তাঁর আরও সংযোজন, "বিজেপি করলেই ওয়াশিং মেশিনে সাফ আর তৃণমূল করলেই চোর ! এমনটা চলতে পারে না । রাজশক্তি শেষ কথা বলে না । শেষ কথা বলে মানুষ । আমি যদি অন্যায় করে থাকি তাহলে গ্রেফতার করুন । তবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সম্মানহানি বন্ধ করুন ।" বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে সরব হয়েছিলেন । এদিন ফিরহাদ হাকিমের (Firhad Hakim) মুখেও শোনা গেল সেই একই সুর ৷

আরও পড়ুন: লুকআউট নোটিশ জারি হতেই তৃণমূল বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য

মিডিয়া ট্রায়াল প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে ফিরহাদ হাকিম এদিন বলেন, "অপরাধ করলে গ্রেফতার করুন । তবে এভাবে সম্মানহানি কেন ? কি এমন অন্যায় করেছি, রাজনীতিবিদদের কি কোনও আত্মসম্মান নেই ? সব সময় একটা হেনস্থা ।" ফিরহাদ এদিন আরও বলেন, "ভারতে আইন, সংবিধান, বিচারব্যবস্থা আছে । যা ইচ্ছা তাই করা যায় না । যা ইচ্ছা তাই বলা যায় না । সবার একটা আত্মসম্মান আছে । এই কাজের জন্য আমার ব্যক্তিগত ক্ষতি হয়েছে । কেন শুধু অবিজেপি দলের নেতাদের বাড়ি তল্লাশি চলবে? পৃথিবীর সব থেকে বড় পার্টিতে কি কেউ অসাধু নেই ? তার মিডিয়া ট্রায়াল হবে না কেন?"

কলকাতা, 26 অগস্ট: দুর্নীতি ইস্যুতে বৃহস্পতিবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar Criticises Firhad Hakim) । তাঁর দাবি ছিল, পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের পরে এবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদের জেলে যাওয়ার পালা । শুক্রবার তারই পালটা হিসাবে বিজেপির বিরুদ্ধে সরব হলেন এই তৃণমূল নেতা (Firhad Hakim slams Sukanta Majumdar) ৷

ফিরহাদ প্রশ্ন তুললেন, বেছে বেছে কেন তৃণমূল নেতাদেরই নিশানা করা হচ্ছে! তাঁর কথায়, "উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা প্রচার চলছে । ববি (ফিরহাদ) হাকিম তৃণমূল কংগ্রেস করে মানে সে চোর । আর বাকিরা বিজেপি করে বলে অপরাধ করেও তারা সাধু । যারা সুকান্ত বাবুদের গেরুয়া পার্টিতে চলে যাবেন তারা সকলেই সাধু হয়ে যাবেন । তৃণমূলে থাকলে চোর, আর বিজেপিতে গেলেই সাধু । একটি মামলায় সিবিআই আমাকে গ্রেফতার করেছিল, যদিও সেই মামলার বিষয় নিয়ে কিছু বলছি না, কারণ সেটি বিচারাধীন । তবে সেসময় আমি জেলে ছিলাম । আদালতের রায় জামিনে বাইরে রয়েছি । তবে এভাবে সামাজিকভাবে অসম্মান করবেন না ।"

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য প্রসঙ্গে কলকাতার মেয়র এদিন বলেন, "জেলে যেতে ভয় লাগে না । কিন্তু সম্মানহানিতে নিশ্চিতভাবে ভয় লাগে । সেই সম্মানহানিটা দীর্ঘদিন ধরে চলছে । এটা অন্যায় । আমি সুকান্তবাবুকে বলব, এজেন্সি নিয়ে এসে আমাকে ঢুকিয়ে দিন । কিন্তু সম্মানহানি করবেন না । আপনিও কোনও মায়ের সন্তান, আমিও কোনও মায়ের সন্তান । কেসই হল না, তার আগেই মিডিয়া ট্রায়াল হয়ে যাচ্ছে ? কেন কী অন্যায় করেছি আমি ? কী পাপ করেছি ?"

আরও পড়ুন: মমতার হাতে হিংসার রক্ত লেগে, টুইট তোপ বিজেপি নেতার

একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এদিন তাঁকেও মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে সরব হতে শোনা গিয়েছে (Firhad Hakim speaks on media trial) । এদিন ফিরহাদ হাকিম বলেন, "দোষী হলে আদালত বিচার করবে, তার আগে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সম্মানহানি কেন !" এদিন তাঁর আরও সংযোজন, "বিজেপি করলেই ওয়াশিং মেশিনে সাফ আর তৃণমূল করলেই চোর ! এমনটা চলতে পারে না । রাজশক্তি শেষ কথা বলে না । শেষ কথা বলে মানুষ । আমি যদি অন্যায় করে থাকি তাহলে গ্রেফতার করুন । তবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সম্মানহানি বন্ধ করুন ।" বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে সরব হয়েছিলেন । এদিন ফিরহাদ হাকিমের (Firhad Hakim) মুখেও শোনা গেল সেই একই সুর ৷

আরও পড়ুন: লুকআউট নোটিশ জারি হতেই তৃণমূল বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য

মিডিয়া ট্রায়াল প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে ফিরহাদ হাকিম এদিন বলেন, "অপরাধ করলে গ্রেফতার করুন । তবে এভাবে সম্মানহানি কেন ? কি এমন অন্যায় করেছি, রাজনীতিবিদদের কি কোনও আত্মসম্মান নেই ? সব সময় একটা হেনস্থা ।" ফিরহাদ এদিন আরও বলেন, "ভারতে আইন, সংবিধান, বিচারব্যবস্থা আছে । যা ইচ্ছা তাই করা যায় না । যা ইচ্ছা তাই বলা যায় না । সবার একটা আত্মসম্মান আছে । এই কাজের জন্য আমার ব্যক্তিগত ক্ষতি হয়েছে । কেন শুধু অবিজেপি দলের নেতাদের বাড়ি তল্লাশি চলবে? পৃথিবীর সব থেকে বড় পার্টিতে কি কেউ অসাধু নেই ? তার মিডিয়া ট্রায়াল হবে না কেন?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.