ETV Bharat / city

রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি রামকে রাস্তায় নামিয়েছে : ফিরহাদ

author img

By

Published : Jan 24, 2021, 9:53 PM IST

গতকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালে মুখ্যমন্ত্রী ভাষণ দিতে যাওয়ার সময় দর্শক আসন থেকে কয়েকজন "জয় শ্রী রাম "স্লোগান দেয় ৷ এই ঘটনার তীব্র নিন্দা করে আজ ফিরহাদ হাকিম বলেন, "শ্রী রামের নামে কেউ বিরক্ত প্রকাশ করছে না । উদ্দেশ্যপ্রণোদিতভাবে বারবার রামের নাম নিয়ে বিজেপি রাজনীতি করছে । এরা রামের নাম নিয়ে ছেলে-খেলা করছে। সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি অযৌক্তিক । "

ছবি
ছবি

কলকাতা, 24 জানুয়ারি : 23 শে জানুয়ারির ইশু নিয়ে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ শাসক থেকে বিরোধী ক্রমাগত একে অন্যের উপর দোষারোপ করেই চলেছে ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার মুখ খুললেন ফিরহাদ হাকিম ৷ বলেন, "বিজেপি রাজনৈতিক স্বার্থ ফায়দা তুলতে শ্রী রামকে রাস্তায় নামিয়ে এনেছে ৷ " গতকাল ভিক্টোরিয়া মেমোরিয়াল এর মুখ্যমন্ত্রীর অপমান জনক ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক তরজা অব্যাহত রয়েছে। এদিনও গত কালকের ঘটনা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছে।

আরও পড়ুন:মোদির সামনে ভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ শুনে ভাষণ দিলেন না ক্ষুব্ধ মমতা

গতকালের ইশুতে আজ সাক্ষী মহারাজ মন্তব্য করেছেন, শ্রী রামের নাম নিলে কেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যান ? রাম হলেন প্রত্যেকের জন্য আদর্শ । সাক্ষী মহারাজের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফিরহাদ বলেন, "শ্রী রামের নামে কেউ বিরক্ত প্রকাশ করছে না । উদ্দেশ্যপ্রণোদিতভাবে বারবার রামের নাম নিয়ে বিজেপি রাজনীতি করছে । এরা রামের নাম নিয়ে ছেলে-খেলা করছে। সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি অযৌক্তিক । রাস্তাঘাটে যেখানে সেখানে অকারনে রাম নাম নিয়ে যা চলছে তা রামকে অপমান করছে ৷ গতকালের অনুষ্ঠানে জয় হিন্দ বলা উচিত ছিল ।" এখানেই শেষ নয় ৷ আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও ৷ বলেন,"প্রধানমন্ত্রী গতকাল মঞ্চে উঠে এই অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ করেননি । মন্দিরে গিয়ে জয় শ্রীরাম বললে কারও আপত্তি নেই ৷ কিন্তু কোনও সরকারি অনুষ্ঠানে গিয়ে রামের নামের ধ্বনি দেওয়ার কোনও কারণ নেই । তৃণমূলের বহুকর্মী রাম ভক্ত । তাঁরা মন্দিরে গিয়ে শ্রীরামের পুজো করেন । কিন্তু তাঁরা কেউ রাস্তাঘাটে জয় শ্রী রামের ধ্বনি দেয় না ।"

বিজেপি-কে কটাক্ষ ফিরহাদের

আরও পড়ুন:জয় শ্রীরামে অপমানিত মমতা, এ কেমন রাজনীতি : কৈলাস

এই ঘটনার তীব্র নিন্দা করে ফিরাহাদ হাকিম জানান, " বিজেপি এই ধরনের কাজ করে রামের প্রতি ভক্তি নয়, অপমান করছে । রামকে যেভাবে বিজেপি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তার তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস । নেতাজির জন্মবার্ষিকী অনুষ্ঠানে রামের ধ্বনি দেওয়ার কোনও প্রয়োজনীয়তাই ছিল না । গতকালের অনুষ্ঠানের জয় হিন্দ বলা উচিত ছিল সকলের গর্বের সঙ্গে ।"

আরও পড়ুন :জয় শ্রীরাম থেকে পরিবারতন্ত্র, বিজেপি-শুভেন্দুকে তুলোধনা অভিষেকের

প্রসঙ্গত, গতকাল নেতাজির জন্ম-জয়ন্তীর অনুষ্ঠানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপর ভাষণ দিতে পোডিয়ামের মমতা এগোতেই দর্শকাসন থেকে কয়েকজন ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন৷ প্রথম সারিতে থাকা কয়েকজন থামানোর চেষ্টা করলেও বিপত্তি যা ঘটার ততক্ষণে ঘটে গিয়েছে৷ একরাশ ক্ষোভ উগরে ভাষণ দেওয়া থেকে বিরত থাকেন মুখ্যমন্ত্রী । ঘটনার সময় নীরবই ছিলেন প্রধানমন্ত্রী ও রাজ্যপাল । এরপর থেকেই শুরু হয় তরজা ৷

কলকাতা, 24 জানুয়ারি : 23 শে জানুয়ারির ইশু নিয়ে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ শাসক থেকে বিরোধী ক্রমাগত একে অন্যের উপর দোষারোপ করেই চলেছে ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার মুখ খুললেন ফিরহাদ হাকিম ৷ বলেন, "বিজেপি রাজনৈতিক স্বার্থ ফায়দা তুলতে শ্রী রামকে রাস্তায় নামিয়ে এনেছে ৷ " গতকাল ভিক্টোরিয়া মেমোরিয়াল এর মুখ্যমন্ত্রীর অপমান জনক ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক তরজা অব্যাহত রয়েছে। এদিনও গত কালকের ঘটনা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছে।

আরও পড়ুন:মোদির সামনে ভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ শুনে ভাষণ দিলেন না ক্ষুব্ধ মমতা

গতকালের ইশুতে আজ সাক্ষী মহারাজ মন্তব্য করেছেন, শ্রী রামের নাম নিলে কেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যান ? রাম হলেন প্রত্যেকের জন্য আদর্শ । সাক্ষী মহারাজের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফিরহাদ বলেন, "শ্রী রামের নামে কেউ বিরক্ত প্রকাশ করছে না । উদ্দেশ্যপ্রণোদিতভাবে বারবার রামের নাম নিয়ে বিজেপি রাজনীতি করছে । এরা রামের নাম নিয়ে ছেলে-খেলা করছে। সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি অযৌক্তিক । রাস্তাঘাটে যেখানে সেখানে অকারনে রাম নাম নিয়ে যা চলছে তা রামকে অপমান করছে ৷ গতকালের অনুষ্ঠানে জয় হিন্দ বলা উচিত ছিল ।" এখানেই শেষ নয় ৷ আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও ৷ বলেন,"প্রধানমন্ত্রী গতকাল মঞ্চে উঠে এই অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ করেননি । মন্দিরে গিয়ে জয় শ্রীরাম বললে কারও আপত্তি নেই ৷ কিন্তু কোনও সরকারি অনুষ্ঠানে গিয়ে রামের নামের ধ্বনি দেওয়ার কোনও কারণ নেই । তৃণমূলের বহুকর্মী রাম ভক্ত । তাঁরা মন্দিরে গিয়ে শ্রীরামের পুজো করেন । কিন্তু তাঁরা কেউ রাস্তাঘাটে জয় শ্রী রামের ধ্বনি দেয় না ।"

বিজেপি-কে কটাক্ষ ফিরহাদের

আরও পড়ুন:জয় শ্রীরামে অপমানিত মমতা, এ কেমন রাজনীতি : কৈলাস

এই ঘটনার তীব্র নিন্দা করে ফিরাহাদ হাকিম জানান, " বিজেপি এই ধরনের কাজ করে রামের প্রতি ভক্তি নয়, অপমান করছে । রামকে যেভাবে বিজেপি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তার তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস । নেতাজির জন্মবার্ষিকী অনুষ্ঠানে রামের ধ্বনি দেওয়ার কোনও প্রয়োজনীয়তাই ছিল না । গতকালের অনুষ্ঠানের জয় হিন্দ বলা উচিত ছিল সকলের গর্বের সঙ্গে ।"

আরও পড়ুন :জয় শ্রীরাম থেকে পরিবারতন্ত্র, বিজেপি-শুভেন্দুকে তুলোধনা অভিষেকের

প্রসঙ্গত, গতকাল নেতাজির জন্ম-জয়ন্তীর অনুষ্ঠানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপর ভাষণ দিতে পোডিয়ামের মমতা এগোতেই দর্শকাসন থেকে কয়েকজন ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন৷ প্রথম সারিতে থাকা কয়েকজন থামানোর চেষ্টা করলেও বিপত্তি যা ঘটার ততক্ষণে ঘটে গিয়েছে৷ একরাশ ক্ষোভ উগরে ভাষণ দেওয়া থেকে বিরত থাকেন মুখ্যমন্ত্রী । ঘটনার সময় নীরবই ছিলেন প্রধানমন্ত্রী ও রাজ্যপাল । এরপর থেকেই শুরু হয় তরজা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.