ETV Bharat / city

Mid Day Meal: মিড ডে মিল-এর খাবার চাখতে হবে শিক্ষকদেরও, জানালেন ফিরহাদ - ফিরহাদ হাকিম

'মিড ডে মিল' (Mid Day Meal)-এর গুণগত মান নিয়ে নাগরিকের অভিযোগ ৷ পড়ুয়াদের খাবার সরবরাহের আগে চেখে দেখতে হবে শিক্ষকদেরই ৷ শিক্ষা বিভাগের মেয়র পারিষদকে নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ৷

Firhad Hakim says teachers will taste mid day meal before serving to students
Mid Day Meal: মিড ডে মিল-এর খাবার চাখতে হবে শিক্ষকদেরও, জানালেন ফিরহাদ
author img

By

Published : Jul 16, 2022, 8:46 PM IST

কলকাতা, 16 জুলাই: 'মিড ডে মিল' (Mid Day Meal)-এর গুণগত মান নিয়ে 'টক টু মেয়র'-এ ফোন করে উষ্মা প্রকাশ করলেন এক নাগরিক ৷ তাঁর দাবি, ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ ওই খাবারের মান যাচাই করে দেখা হোক ৷ এরপরই মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, মিড ডে মিল রান্না হলে শিক্ষকরাই প্রথম সেই খাবার চেখে দেখবেন ৷ তারপর সেই খাবার পড়ুয়াদের পরিবেশন করা হবে ৷

শনিবার 'টক টু মেয়র'-এ একটি ফোন আসে কলকাতার 61 নম্বর ওয়ার্ড থেকে ৷ এলিয়ট রোডের বাসিন্দা এক মহিলা মেয়রকে ফোন করেন ৷ তিনি বলেন, 'মিড ডে মিল'-এর খাবারের মান যাচাই করতে তা পরীক্ষা করে দেখা দরকার ৷ তাঁর এই পরামর্শ রাজ্য শিক্ষা দফতরের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র ৷ এদিকে, সেই সময়ে মেয়রের সামনেই বসেছিলেন কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা ৷ তাঁকে উদ্দেশ করে ফিরহাদ বলেন, পৌরনিগমের অধীনে থাকা স্কুলগুলিতে এবার থেকে পড়ুয়াদের মিড ডে মিল দেওয়ার আগে তা সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের খেয়ে দেখতে হবে ৷ তাঁরা যদি সেই খাবার খেয়ে সন্তুষ্ট হন, তাহলে নির্দিষ্ট খাতায় সেকথা লিখে স্বাক্ষর করতে হবে ৷ তারপরই সেই খাবার পড়ুয়াদের পরিবেশন করা হবে ৷

আরও পড়ুন: Firhad Slams BJP: 21 জুলাই বিজেপির মিছিলে অনুমতি না দেওয়ার পুলিশি সিদ্ধান্ত সঠিক, মত ফিরহাদের

উল্লেখ্য, সরকারি ও পৌর স্কুলগুলিতে মিড ডে মিল-এর গুণগত মান নিয়ে বহুবার বহু অভিযোগ উঠেছে ৷ এমনকী, মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার ৷ খাবার তৈরি করতে যে কাঁচামাল ব্যবহার করা হয়, তাও বহু জায়গায় নিম্নমানের বলে অভিযোগ উঠেছে ৷ এবার 'টক টু মেয়র'-এ ফোন করে সেই একই অভিযোগ করলেন এক নাগরিক ৷ তাই এই বিষয়ে কড়া পদক্ষেপের কথা ভাবছে প্রশাসন ৷ ফিরহাদের মন্তব্যেও তেমনই বার্তা মিলেছে ৷

কলকাতা, 16 জুলাই: 'মিড ডে মিল' (Mid Day Meal)-এর গুণগত মান নিয়ে 'টক টু মেয়র'-এ ফোন করে উষ্মা প্রকাশ করলেন এক নাগরিক ৷ তাঁর দাবি, ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ ওই খাবারের মান যাচাই করে দেখা হোক ৷ এরপরই মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, মিড ডে মিল রান্না হলে শিক্ষকরাই প্রথম সেই খাবার চেখে দেখবেন ৷ তারপর সেই খাবার পড়ুয়াদের পরিবেশন করা হবে ৷

শনিবার 'টক টু মেয়র'-এ একটি ফোন আসে কলকাতার 61 নম্বর ওয়ার্ড থেকে ৷ এলিয়ট রোডের বাসিন্দা এক মহিলা মেয়রকে ফোন করেন ৷ তিনি বলেন, 'মিড ডে মিল'-এর খাবারের মান যাচাই করতে তা পরীক্ষা করে দেখা দরকার ৷ তাঁর এই পরামর্শ রাজ্য শিক্ষা দফতরের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র ৷ এদিকে, সেই সময়ে মেয়রের সামনেই বসেছিলেন কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা ৷ তাঁকে উদ্দেশ করে ফিরহাদ বলেন, পৌরনিগমের অধীনে থাকা স্কুলগুলিতে এবার থেকে পড়ুয়াদের মিড ডে মিল দেওয়ার আগে তা সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের খেয়ে দেখতে হবে ৷ তাঁরা যদি সেই খাবার খেয়ে সন্তুষ্ট হন, তাহলে নির্দিষ্ট খাতায় সেকথা লিখে স্বাক্ষর করতে হবে ৷ তারপরই সেই খাবার পড়ুয়াদের পরিবেশন করা হবে ৷

আরও পড়ুন: Firhad Slams BJP: 21 জুলাই বিজেপির মিছিলে অনুমতি না দেওয়ার পুলিশি সিদ্ধান্ত সঠিক, মত ফিরহাদের

উল্লেখ্য, সরকারি ও পৌর স্কুলগুলিতে মিড ডে মিল-এর গুণগত মান নিয়ে বহুবার বহু অভিযোগ উঠেছে ৷ এমনকী, মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার ৷ খাবার তৈরি করতে যে কাঁচামাল ব্যবহার করা হয়, তাও বহু জায়গায় নিম্নমানের বলে অভিযোগ উঠেছে ৷ এবার 'টক টু মেয়র'-এ ফোন করে সেই একই অভিযোগ করলেন এক নাগরিক ৷ তাই এই বিষয়ে কড়া পদক্ষেপের কথা ভাবছে প্রশাসন ৷ ফিরহাদের মন্তব্যেও তেমনই বার্তা মিলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.