কলকাতা, 16 সেপ্টেম্বর: দুর্গাপুজোর (Durga Puja 2022) আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ (Tala Bridge) ৷ শুক্রবার এই বিষয়ে একটি বৈঠক সারার পর একথা জানালেন কলকাতার মেয়র তথা রাজ্য়ের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ তবে, এই বিষয়ে নির্দিষ্ট করে কোনও তারিখ উল্লেখ করেননি তিনি ৷ যদিও সংশ্লিষ্ট সূত্রের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 29 সেপ্টেম্বরই খুলে যাবে টালা ব্রিজ ৷
এদিন বিধানসভার অন্দরে মন্ত্রী ফিরহাদের ঘরেই টালা ব্রিজ সংক্রান্ত বৈঠকটি হয় ৷ সেখানে ফিরহাদ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়, কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ, পিডব্লিউডি-এর সচিব অন্তরা আচার্য-সহ অন্যরা ৷ সেই বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ জানান, যে সংস্থা সেতু নির্মাণের কাজ করেছে, তাদের প্রতিনিধিরা জানিয়েছেন, পুজোর আগেই টালা ব্রিজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া সম্ভব ৷ তাই আপাতত সেই মতোই এগোচ্ছে রাজ্য প্রশাসন ৷
আরও পড়ুন: সুখবর ! পুজোর আগেই খুলছে নতুন 6 লেনের টালা ব্রিজ
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ জানান, নবনির্মিত টালা ব্রিজের লোড টেস্টের (ভারবহন ক্ষমতা সংক্রান্ত পরীক্ষা) রিপোর্ট পাওয়া এখনও বাকি রয়েছে ৷ তবে, কিছুদিনের মধ্যেই সেই রিপোর্ট হাতে চলে আসবে ৷ তারপরই আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সময় চাওয়া হবে ৷ কারণ, সংশ্লিষ্ট প্রশাসন মুখ্যমন্ত্রীর হাতেই নতুন সেতুর উদ্বোধন করাতে চাইছে ৷
এছাড়াও, কয়েকটি সিঁড়ি নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল, এলাকাবাসী এবং পথচলতি মানুষের স্বার্থে নীচের রাস্তা থেকে সরাসরি ব্রিজে ওঠার কয়েকটি সিঁড়ি তৈরি করে দেওয়া হোক ৷ প্রশাসন সেই দাবিও মেনে নিয়েছে ৷ স্থির হয়েছে, সব মিলিয়ে মোট চারটি সিঁড়ি তৈরি করা হবে ৷ তার মধ্যে একটি সিঁড়ি থাকবে স্থানীয় একটি স্কুলের ঠিক সামনেই ৷ এই কাজ শেষ করতে আরও প্রায় তিনমাস সময় লাগবে ৷ তবে, তার জন্য ব্রিজের উদ্বোধন আটকে রাখা হবে না বলেই বার্তা দিয়েছেন ফিরহাদ ৷ তিনি জানান, ব্রিজ চালু হওয়ার পর প্রথম এক সপ্তাহ শুধুমাত্র ছোট ও হালকা গাড়ি চালানো হবে ৷ তারপর ভারী গাড়ি চলবে ৷
প্রসঙ্গত, টালা ব্রিজের সমান্তরালে অবস্থিত চিৎপুর ব্রিজের অবস্থাও শোচনীয় ৷ ইতিমধ্যেই সেটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা ৷ এই বিষয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ জানান, টালা ব্রিজ খুলে গেলেই চিৎপুর ব্রিজ ভেঙে ফেলা হবে ৷ সেই ব্রিজটিও তৈরি করবে কেএমডিএ ৷