ETV Bharat / city

Firhad on Tax Arrears স্থানীয় কোনও নেতাকে পাত্তা দেবেন না, পৌর আধিকারিকদের কড়া বার্তা ফিরহাদের - কর আদায়

কর আদায়ের (Tax Collection) ক্ষেত্রে স্থানীয় কোনও নেতাকে পাত্তা না দেওয়ার নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) ৷ মহানগরের কিছু কিছু অঞ্চল থেকে আশানুরূপ কর আদায় না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷

Firhad on Tax Arrears
Firhad Hakim
author img

By

Published : Aug 30, 2022, 1:25 PM IST

কলকাতা, 30 অগস্ট: শহরের বুকে একে একে মাথা তুলছে আকাশচুম্বী বহুতল । কিন্তু সেসব জায়গায় থেকে আশানুরূপ কর আসছে কোথায় ! সম্পত্তি কর মূল্যায়ন বিভাগের এক বৈঠকে খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) নিজেই এই প্রশ্ন তোলেন । শুধু প্রশ্ন তুলেই থেমে যাননি । পাশাপাশি পৌর কমিশনার বিনোদকুমার এবং বিশেষ কমিশনার সোমনাথ দে'কে অ্যাসেসমেন্ট বিভাগের প্রতিটি ডিভিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছেন তিনি । বৈঠকেই মিউটেশন থেকে শুরু করে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত করে দিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পৌরনিগমের (Kolkata Municipal Corporation) বিভিন্ন ডিভিশনের সমস্ত স্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক হয় । কোন অঞ্চলে কত রাজস্ব আদায় হয়েছে বা কর্মী-আধিকারিকদের কর আদায়ে কোনও সমস্যার মুখে পড়তে হচ্ছে কি না, সেসব বিষয় নিয়ে আলোচনা হয় ।

শহরে টানা অভিযান চালিয়ে বেশ কিছু নতুন সম্পত্তি মূল্যায়নের আওতায় আনা হয়েছে । করদাতার সংখ্যাও আগে সাড়ে আট লক্ষ ছিল । গত কয়েক মাসের প্রায় 9 লক্ষ ছুঁতে চলেছে । পৌরনিগম (KMC) সূত্রে জানা গিয়েছে, শহরের কয়েকটি অঞ্চলে সম্পত্তি কর আদায়ের ঢিলেমি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন ফিরহাদ হাকিম ।

মূলত গার্ডেনরিচ ভিভিশন নিয়ে আলোচনার সময় এই ঘটনা ঘটে । তিনি ক্ষোভ প্রকাশ করে কর্মী-আধিকারিকদের বলেন, "গার্ডেনরিচ সার্কুলার রোড, পাহাড়পুর রোডে একাধিক বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে । কিন্তু সেখান থেকে কেন বেশি কর আদায় হচ্ছে না ? বাইপাস, বেহালা এত বহুতল কিন্তু কোথায় কর আসছে ?" এরপর তিনি সংশ্লিষ্ট কর্মী-অধিকারিকদের উদ্দেশ্য করে বলেন, "স্থানীয় কোনও নেতাকে পাত্তা দেবেন না । আইন মাফিক কাজ করবেন । কোথাও কাজ করতে সমস্যা হলে কর্তৃপক্ষকে জানান ।"

'দুয়ারে পৌরসভা' ক্যাম্প করার কথা বেশ কয়েক মাস আগেই বলেছিলেন মেয়র (Mayor) । তবে বাস্তবে হাতে গোনা দু'একটি জায়গা ছাড়া কোথাও এই শিবির হয়নি । কেন হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি । বলেন, "নিয়মিত ক্যাম্প করে মাসিক রিপোর্ট দিন । আগামী কয়েক মাসেরে টার্গেট নিয়ে সমস্ত মিউটেশন শেষ করতে হবে (Firhad Hakim instructs to KMC officers about tax collection) ।"

আরও পড়ুন: আদায় হয়নি 2 কোটির কর, জমি সিল করল পৌরনিগম

প্রসঙ্গত, আগের থেকে প্রায় 25-30 হাজার করদাতা বেড়েছে মহানগরে (Kolkata) । চলতি আর্থিক বর্ষে এখনও পর্যন্ত গতবারের তুলনায় 80 কোটি বেশি কর আদায় হয়েছে বলে খবর ।

কলকাতা, 30 অগস্ট: শহরের বুকে একে একে মাথা তুলছে আকাশচুম্বী বহুতল । কিন্তু সেসব জায়গায় থেকে আশানুরূপ কর আসছে কোথায় ! সম্পত্তি কর মূল্যায়ন বিভাগের এক বৈঠকে খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) নিজেই এই প্রশ্ন তোলেন । শুধু প্রশ্ন তুলেই থেমে যাননি । পাশাপাশি পৌর কমিশনার বিনোদকুমার এবং বিশেষ কমিশনার সোমনাথ দে'কে অ্যাসেসমেন্ট বিভাগের প্রতিটি ডিভিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছেন তিনি । বৈঠকেই মিউটেশন থেকে শুরু করে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত করে দিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পৌরনিগমের (Kolkata Municipal Corporation) বিভিন্ন ডিভিশনের সমস্ত স্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক হয় । কোন অঞ্চলে কত রাজস্ব আদায় হয়েছে বা কর্মী-আধিকারিকদের কর আদায়ে কোনও সমস্যার মুখে পড়তে হচ্ছে কি না, সেসব বিষয় নিয়ে আলোচনা হয় ।

শহরে টানা অভিযান চালিয়ে বেশ কিছু নতুন সম্পত্তি মূল্যায়নের আওতায় আনা হয়েছে । করদাতার সংখ্যাও আগে সাড়ে আট লক্ষ ছিল । গত কয়েক মাসের প্রায় 9 লক্ষ ছুঁতে চলেছে । পৌরনিগম (KMC) সূত্রে জানা গিয়েছে, শহরের কয়েকটি অঞ্চলে সম্পত্তি কর আদায়ের ঢিলেমি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন ফিরহাদ হাকিম ।

মূলত গার্ডেনরিচ ভিভিশন নিয়ে আলোচনার সময় এই ঘটনা ঘটে । তিনি ক্ষোভ প্রকাশ করে কর্মী-আধিকারিকদের বলেন, "গার্ডেনরিচ সার্কুলার রোড, পাহাড়পুর রোডে একাধিক বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে । কিন্তু সেখান থেকে কেন বেশি কর আদায় হচ্ছে না ? বাইপাস, বেহালা এত বহুতল কিন্তু কোথায় কর আসছে ?" এরপর তিনি সংশ্লিষ্ট কর্মী-অধিকারিকদের উদ্দেশ্য করে বলেন, "স্থানীয় কোনও নেতাকে পাত্তা দেবেন না । আইন মাফিক কাজ করবেন । কোথাও কাজ করতে সমস্যা হলে কর্তৃপক্ষকে জানান ।"

'দুয়ারে পৌরসভা' ক্যাম্প করার কথা বেশ কয়েক মাস আগেই বলেছিলেন মেয়র (Mayor) । তবে বাস্তবে হাতে গোনা দু'একটি জায়গা ছাড়া কোথাও এই শিবির হয়নি । কেন হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি । বলেন, "নিয়মিত ক্যাম্প করে মাসিক রিপোর্ট দিন । আগামী কয়েক মাসেরে টার্গেট নিয়ে সমস্ত মিউটেশন শেষ করতে হবে (Firhad Hakim instructs to KMC officers about tax collection) ।"

আরও পড়ুন: আদায় হয়নি 2 কোটির কর, জমি সিল করল পৌরনিগম

প্রসঙ্গত, আগের থেকে প্রায় 25-30 হাজার করদাতা বেড়েছে মহানগরে (Kolkata) । চলতি আর্থিক বর্ষে এখনও পর্যন্ত গতবারের তুলনায় 80 কোটি বেশি কর আদায় হয়েছে বলে খবর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.