ETV Bharat / city

Firhad Hakim : পুজোর পরই ফের তৃণমূলে যোগদানের হিড়িক ? ফিরহাদের মন্তব্যে জল্পনা - অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়

পুজো মিটলেই কি আবারও তৃণমূলে যোগদানের হিড়িক শুরু হবে ? ফিরহাদ হাকিমের মন্তব্যে তেমনই আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা ৷ ফিরহাদ জানিয়েছেন, তৃণমূলে যোগ দিতে চেয়ে বহু আবেদন জমা পড়েছে ৷ সেসব রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কাছে ৷ শীর্ষ নেতৃত্বই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷

firhad hakim indicates more leaders from other parties will join tmc after puja
Firhad Hakim : পুজোর পরই ফের তৃণমূলে যোগদানের হিড়িক ? ফিরহাদের মন্তব্যে জল্পনা
author img

By

Published : Oct 9, 2021, 7:17 PM IST

কলকাতা, 9 অক্টোবর : লাইনে অনেকেই রয়েছেন ৷ ধীরে ধীরে আরও বাড়বে তৃণমূলের সংসার ৷ শনিবার এই বার্তাই দিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ এদিন কলকাতা পৌরনিগমে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শহরের মুখ্য পৌরপ্রশাসক ফিরহাদ ৷ সেই সময়েই দল নিয়ে তাঁকে বেশ কিছু প্রশ্ন করা হয় ৷ উঠে আসে নেতা, মন্ত্রী, বিধায়কদের দলবদলের প্রসঙ্গ ৷ তখনই ফিরহাদ জানান, অনেকেই এখনও তৃণমূলে যোগ দেওয়ার জন্য তৈরি হয়ে বসে রয়েছেন ৷

আরও পড়ুন : Sabyasachi Dutta : ‘আবেগ’ ভুলে তৃণমূলে ফিরলেন সব্যসাচী

তবে পৌরনিগমে থাকার কারণে দলীয় বিষয় নিয়ে বিস্তারিত কোনও কথা বলতে চাননি ফিরহাদ হাকিম ৷ তিনি জানান, কে দলে আসবেন, কাকে দলে নেওয়া হবে, সেটা ঠিক করার তিনি কেউ নন ৷ তবে অনেক হেভিওয়েটই যে তৃণমূলে যোগ দেওয়ার আবেদন জানিয়ে হত্যে দিচ্ছেন, ফিরহাদের কথা থেকেই তা একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছে ৷ মনে করা হচ্ছে, এই তালিকায় বিজেপিরও একাধিক নেতার নাম রয়েছে ৷

ফিরহাদ জানিয়েছেন, যাঁরা যাঁরা তৃণমূলের যোগদানের আবেদন জানিয়েছেন, তাঁদের নামের তালিকা তৈরি হয়েছে ৷ সেই আবেদনগুলি ফিরহাদ নিজেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) হাতে তুলে দিয়েছেন ৷ এবার দল যা সিদ্ধান্ত নেবে, তাই হবে ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, খুব সম্ভবত পুজোর পরই আবারও শুরু হবে দলবদলের পালা ৷ সেক্ষেত্রে সবথেকে চিন্তা বেশি গেরুয়াশিবিরেরই ৷

আরও পড়ুন : Kunal Ghosh-Babul Supriyo : মমতার-বৃত্তে কুণালের প্রত্যাবর্তন, বাবুলের উপহারে তৃণমূলে নয়া সমীকরণ

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগেই একের পর এক তৃণমূল নেতা বেসুরো গাইতে শুরু করেন ৷ নানা কারণ দেখিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাঁরা ৷ দলবদলুদের আশা ছিল, ক্ষমতায় আসবে গেরুয়াশিবির ৷ কিন্তু, ভোটের ফল তাঁদের সেই আশায় জল ঢেলে দিয়েছে ৷ ফলে আবারও পুরনো দলে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন তাঁরা ৷ এমনকী, বিজেপির কিছু দাপুটে নেতাও নাম লিখিয়েছেন তৃণমূলে ৷ দলে ফিরেছেন মুকুল রায়, সব্যসাচী দত্ত ৷ নতুন করে তৃণমূলে যোগ দিয়েছেন একদা নরেন্দ্র মোদির প্রিয়পাত্র বাবুল সুপ্রিয় ৷ মনে করা হচ্ছে, আগামী দিনে এমন ঘটনা আরও ঘটবে ৷

কলকাতা, 9 অক্টোবর : লাইনে অনেকেই রয়েছেন ৷ ধীরে ধীরে আরও বাড়বে তৃণমূলের সংসার ৷ শনিবার এই বার্তাই দিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ এদিন কলকাতা পৌরনিগমে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শহরের মুখ্য পৌরপ্রশাসক ফিরহাদ ৷ সেই সময়েই দল নিয়ে তাঁকে বেশ কিছু প্রশ্ন করা হয় ৷ উঠে আসে নেতা, মন্ত্রী, বিধায়কদের দলবদলের প্রসঙ্গ ৷ তখনই ফিরহাদ জানান, অনেকেই এখনও তৃণমূলে যোগ দেওয়ার জন্য তৈরি হয়ে বসে রয়েছেন ৷

আরও পড়ুন : Sabyasachi Dutta : ‘আবেগ’ ভুলে তৃণমূলে ফিরলেন সব্যসাচী

তবে পৌরনিগমে থাকার কারণে দলীয় বিষয় নিয়ে বিস্তারিত কোনও কথা বলতে চাননি ফিরহাদ হাকিম ৷ তিনি জানান, কে দলে আসবেন, কাকে দলে নেওয়া হবে, সেটা ঠিক করার তিনি কেউ নন ৷ তবে অনেক হেভিওয়েটই যে তৃণমূলে যোগ দেওয়ার আবেদন জানিয়ে হত্যে দিচ্ছেন, ফিরহাদের কথা থেকেই তা একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছে ৷ মনে করা হচ্ছে, এই তালিকায় বিজেপিরও একাধিক নেতার নাম রয়েছে ৷

ফিরহাদ জানিয়েছেন, যাঁরা যাঁরা তৃণমূলের যোগদানের আবেদন জানিয়েছেন, তাঁদের নামের তালিকা তৈরি হয়েছে ৷ সেই আবেদনগুলি ফিরহাদ নিজেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) হাতে তুলে দিয়েছেন ৷ এবার দল যা সিদ্ধান্ত নেবে, তাই হবে ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, খুব সম্ভবত পুজোর পরই আবারও শুরু হবে দলবদলের পালা ৷ সেক্ষেত্রে সবথেকে চিন্তা বেশি গেরুয়াশিবিরেরই ৷

আরও পড়ুন : Kunal Ghosh-Babul Supriyo : মমতার-বৃত্তে কুণালের প্রত্যাবর্তন, বাবুলের উপহারে তৃণমূলে নয়া সমীকরণ

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগেই একের পর এক তৃণমূল নেতা বেসুরো গাইতে শুরু করেন ৷ নানা কারণ দেখিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তাঁরা ৷ দলবদলুদের আশা ছিল, ক্ষমতায় আসবে গেরুয়াশিবির ৷ কিন্তু, ভোটের ফল তাঁদের সেই আশায় জল ঢেলে দিয়েছে ৷ ফলে আবারও পুরনো দলে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন তাঁরা ৷ এমনকী, বিজেপির কিছু দাপুটে নেতাও নাম লিখিয়েছেন তৃণমূলে ৷ দলে ফিরেছেন মুকুল রায়, সব্যসাচী দত্ত ৷ নতুন করে তৃণমূলে যোগ দিয়েছেন একদা নরেন্দ্র মোদির প্রিয়পাত্র বাবুল সুপ্রিয় ৷ মনে করা হচ্ছে, আগামী দিনে এমন ঘটনা আরও ঘটবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.