ETV Bharat / city

গার্ডেনরিচে নতুন জলাধারের উদ্বোধনে ফিরহাদ হাকিম - firhad hakim

নতুন জলাধার উদ্বোধন হল গার্ডেনরিচে ৷ উপস্থিত ছিলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷

firhad-hakim-inaugurated-a-drinking-water-reservoir-at-garden-reach-in-kolkata
গার্ডেনরিচে নতুন জলাধারের উদ্বোধনে ফিরহাদ হাকিম
author img

By

Published : Oct 14, 2020, 11:05 PM IST

কলকাতা, 14 অক্টোবর : গার্ডেনরিচ থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় পরিশোধিত পানীয় জল সরবরাহ হয় । কিন্তু সেই গার্ডেনরিচের বাসিন্দারাই পর্যাপ্ত পরিমাণে পরিশোধিত পানীয় জলের অভাবে ভুগছিলেন দীর্ঘদিন ধরে । চাহিদা মেটাতে এবার 10 মিলিয়ন গ্যালনের একটি জলাধার উদ্বোধন করলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ।

বর্তমানে গার্ডেনরিচে 185 মিলিয়ান গ্যালন পরিশোধিত পানীয় জল তৈরি হয় । যার অধিকাংশটাই সরবরাহ হয় দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় । শীঘ্রই 200 মিলিয়ান গ্যালন জল উৎপাদন উৎপাদন করা হবে জানিয়েছেন ফিরহাদ হাকিম । এখনও কলকাতার বেশ কয়েকটি জায়গায় যেমন বাইপাস, যাদবপুর, টালিগঞ্জে পরিশোধিত পানীয় জলের সংকট রয়েছে ।

এদিন গার্ডেনরিচে 10 মিলিয়ন গ্যালন জলাধার উদ্বোধন করে ফিরহাদ হাকিম বলেন, "জলের অভাবে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয় । গার্ডেনরিচ থেকে পরিশোধিত পানীয় জল উৎপাদন হয়, যা চাষাড়া দক্ষিণ কলকাতা জুড়ে সরবরাহ হয় ৷ কিন্তু এলাকার মানুষ পরিশুদ্ধ জল পেত না । দেড় বছরের মধ্যে কলকাতা পৌরনিগম দ্রুততার সঙ্গে একটি জলাধার তৈরি করতে পেরেছে । এই জলাধার থেকেই পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে মানুষের কাছে । এর ফলে পানীয় জলের সংকট কিছুটা কমবে ।"

তিনি আরও বলেন, "এই জলাধারের জন্য পরিশোধিত পানীয় জল উৎপাদন করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা যাবে । প্রয়োজনমতো জল সরবরাহ করা যাবে । প্রতিনিয়ত কলকাতা জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন এলাকায় মানুষের বসতি বাড়ছে । সেই সঙ্গেই বাড়ছে জলের চাহিদা । ফলে জলের সংকট তৈরি হচ্ছে । এই সব এলাকায় পানীয় জল সংকট দূর করতে নতুন নতুন প্রকল্প নেওয়া হয়েছে । ধাপাতে আরও 20 মিলিয়ান গ্যালন পানীয় জলের উৎপাদন বাড়ানো হচ্ছে ।"

উদ্বোধনী অনুষ্ঠানে এসে তাঁর বক্তব্য, "পরিশোধিত পানীয় জল উৎপাদন করতে বিপুল পরিমাণে বিদ্যুতের খরচ হয় । আগামী দিনে যদি সৌরশক্তি ব্যবহার করে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুত সাশ্রয় করা যায় সেই চেষ্টা করা হবে । যদি বিদ্যুৎ সাশ্রয় করা যায় তাহলে সেই টাকা দিয়ে অন্যান্য উন্নয়নমূলক পরিষেবায় ব্যয় করা যাবে ।"

কলকাতা, 14 অক্টোবর : গার্ডেনরিচ থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় পরিশোধিত পানীয় জল সরবরাহ হয় । কিন্তু সেই গার্ডেনরিচের বাসিন্দারাই পর্যাপ্ত পরিমাণে পরিশোধিত পানীয় জলের অভাবে ভুগছিলেন দীর্ঘদিন ধরে । চাহিদা মেটাতে এবার 10 মিলিয়ন গ্যালনের একটি জলাধার উদ্বোধন করলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ।

বর্তমানে গার্ডেনরিচে 185 মিলিয়ান গ্যালন পরিশোধিত পানীয় জল তৈরি হয় । যার অধিকাংশটাই সরবরাহ হয় দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় । শীঘ্রই 200 মিলিয়ান গ্যালন জল উৎপাদন উৎপাদন করা হবে জানিয়েছেন ফিরহাদ হাকিম । এখনও কলকাতার বেশ কয়েকটি জায়গায় যেমন বাইপাস, যাদবপুর, টালিগঞ্জে পরিশোধিত পানীয় জলের সংকট রয়েছে ।

এদিন গার্ডেনরিচে 10 মিলিয়ন গ্যালন জলাধার উদ্বোধন করে ফিরহাদ হাকিম বলেন, "জলের অভাবে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয় । গার্ডেনরিচ থেকে পরিশোধিত পানীয় জল উৎপাদন হয়, যা চাষাড়া দক্ষিণ কলকাতা জুড়ে সরবরাহ হয় ৷ কিন্তু এলাকার মানুষ পরিশুদ্ধ জল পেত না । দেড় বছরের মধ্যে কলকাতা পৌরনিগম দ্রুততার সঙ্গে একটি জলাধার তৈরি করতে পেরেছে । এই জলাধার থেকেই পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে মানুষের কাছে । এর ফলে পানীয় জলের সংকট কিছুটা কমবে ।"

তিনি আরও বলেন, "এই জলাধারের জন্য পরিশোধিত পানীয় জল উৎপাদন করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা যাবে । প্রয়োজনমতো জল সরবরাহ করা যাবে । প্রতিনিয়ত কলকাতা জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন এলাকায় মানুষের বসতি বাড়ছে । সেই সঙ্গেই বাড়ছে জলের চাহিদা । ফলে জলের সংকট তৈরি হচ্ছে । এই সব এলাকায় পানীয় জল সংকট দূর করতে নতুন নতুন প্রকল্প নেওয়া হয়েছে । ধাপাতে আরও 20 মিলিয়ান গ্যালন পানীয় জলের উৎপাদন বাড়ানো হচ্ছে ।"

উদ্বোধনী অনুষ্ঠানে এসে তাঁর বক্তব্য, "পরিশোধিত পানীয় জল উৎপাদন করতে বিপুল পরিমাণে বিদ্যুতের খরচ হয় । আগামী দিনে যদি সৌরশক্তি ব্যবহার করে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুত সাশ্রয় করা যায় সেই চেষ্টা করা হবে । যদি বিদ্যুৎ সাশ্রয় করা যায় তাহলে সেই টাকা দিয়ে অন্যান্য উন্নয়নমূলক পরিষেবায় ব্যয় করা যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.