ETV Bharat / city

Firhad Hakim on Sukanta Majumdar আঙুর ফল খেতে না পারলেই টক, সুকান্তকে কটাক্ষ ফিরহাদের

গরুপাচার কাণ্ড (Cattle Smuggling Case) নিয়ে শনিবার বিজেপিকে পালটা আক্রমণ করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ যে রাজ্য থেকে গরু আসছে, যেখানে পাচার হচ্ছে সেখানে কেন তদন্ত হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷

Firhad on Sukanta
ETV Bharat
author img

By

Published : Aug 20, 2022, 10:44 PM IST

Updated : Aug 20, 2022, 11:05 PM IST

কলকাতা, 20 অগস্ট: তৃণমূল কংগ্রেসকে বিষাক্ত রাজনৈতিক দল বলায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত ভট্টাচার্যকে (Bengal BJP President Sukanta Majumdar) পালটা জবাব দিলেন কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Mayor of Kolkata Firhad Hakim) ৷ শনিবার কটাক্ষের সুরে ফিরহাদ বলেন, "আঙুর ফল খেতে না পারলেই টক । যতই চেষ্টা করুন বাংলায় ক্ষমতায় আসতে পারবেন না ।"

একই সঙ্গে এদিন ফিরহাদ হাকিমের সংযোজন, "ওনার মনে হচ্ছে এটা । কিন্তু বাংলার মানুষের তা মনে হয়নি ৷ তাই রাজ্যের মানুষ তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় পাঠিয়েছে । সুকান্তর কথায় কি তাহলে বাংলার মানুষ জেনেশুনে বিষ পান করেছেন ? সুকান্তর থেকে বাংলার মানুষের বুদ্ধি অনেক বেশি । ওরা জানে এই দলটা (তৃণমূল কংগ্রেস) মানুষকে সাহায্য করে, মানুষের পাশে দাঁড়ায় । মানুষের হয়ে কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের স্বার্থে লড়াই করেন । তাই তৃতীয়বারের জন্য সেই দলটাকে বাংলায় ক্ষমতায় এনেছে । এত অপপ্রচারের পরেও ।"

আঙুর ফল খেতে না পারলেই টক, সুকান্তকে কটাক্ষ ফিরহাদের

আরও পড়ুন : নিজাম প্যালেসে আনা হল অনুব্রতকে, রবিবার থেকে ফের জেরা

গরুপাচার কাণ্ড (Cattle Smuggling Case) নিয়ে এদিন বিজেপি'কে পালটা আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম ৷ তাঁর প্রশ্ন, "গরু কোথা দিয়ে আসছে, কোন কোন রাজ্য থেকে আসছে, সেইসব রাজ্যে কেন গরুপাচার নিয়ে তদন্ত হচ্ছে না ? যারা গরুটাকে পাচার করছে, আর যেখানে পাচার হচ্ছে সেখানে তদন্ত কেন হচ্ছে না ? ‌মাঝখানের রাস্তা দিয়ে গরু গেল, তার জন্য একে ধরা তাকে ধরা । অথচ যারা গরুটাকে নিয়ে আসছে তাদের কোনও জিজ্ঞাসাবাদ নেই ৷ গরুটাকে নিয়ে যাচ্ছে যারা তাদের কোনও জিজ্ঞাসাবাদ নেই । এটা অদ্ভুত লাগছে মানুষের ।" ‌উল্লেখ্য, গরুপাচার মামলায় ধৃত তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে শনিবার আরও 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত ৷

কলকাতা, 20 অগস্ট: তৃণমূল কংগ্রেসকে বিষাক্ত রাজনৈতিক দল বলায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত ভট্টাচার্যকে (Bengal BJP President Sukanta Majumdar) পালটা জবাব দিলেন কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Mayor of Kolkata Firhad Hakim) ৷ শনিবার কটাক্ষের সুরে ফিরহাদ বলেন, "আঙুর ফল খেতে না পারলেই টক । যতই চেষ্টা করুন বাংলায় ক্ষমতায় আসতে পারবেন না ।"

একই সঙ্গে এদিন ফিরহাদ হাকিমের সংযোজন, "ওনার মনে হচ্ছে এটা । কিন্তু বাংলার মানুষের তা মনে হয়নি ৷ তাই রাজ্যের মানুষ তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় পাঠিয়েছে । সুকান্তর কথায় কি তাহলে বাংলার মানুষ জেনেশুনে বিষ পান করেছেন ? সুকান্তর থেকে বাংলার মানুষের বুদ্ধি অনেক বেশি । ওরা জানে এই দলটা (তৃণমূল কংগ্রেস) মানুষকে সাহায্য করে, মানুষের পাশে দাঁড়ায় । মানুষের হয়ে কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের স্বার্থে লড়াই করেন । তাই তৃতীয়বারের জন্য সেই দলটাকে বাংলায় ক্ষমতায় এনেছে । এত অপপ্রচারের পরেও ।"

আঙুর ফল খেতে না পারলেই টক, সুকান্তকে কটাক্ষ ফিরহাদের

আরও পড়ুন : নিজাম প্যালেসে আনা হল অনুব্রতকে, রবিবার থেকে ফের জেরা

গরুপাচার কাণ্ড (Cattle Smuggling Case) নিয়ে এদিন বিজেপি'কে পালটা আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম ৷ তাঁর প্রশ্ন, "গরু কোথা দিয়ে আসছে, কোন কোন রাজ্য থেকে আসছে, সেইসব রাজ্যে কেন গরুপাচার নিয়ে তদন্ত হচ্ছে না ? যারা গরুটাকে পাচার করছে, আর যেখানে পাচার হচ্ছে সেখানে তদন্ত কেন হচ্ছে না ? ‌মাঝখানের রাস্তা দিয়ে গরু গেল, তার জন্য একে ধরা তাকে ধরা । অথচ যারা গরুটাকে নিয়ে আসছে তাদের কোনও জিজ্ঞাসাবাদ নেই ৷ গরুটাকে নিয়ে যাচ্ছে যারা তাদের কোনও জিজ্ঞাসাবাদ নেই । এটা অদ্ভুত লাগছে মানুষের ।" ‌উল্লেখ্য, গরুপাচার মামলায় ধৃত তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে শনিবার আরও 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত ৷

Last Updated : Aug 20, 2022, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.