ETV Bharat / city

Bhabanipore : উপনির্বাচনের আগেই ভবানীপুরে দ্বিতীয় ডোজ়ের টিকাকরণ সম্পূর্ণ হয়ে যাবে, জানালেন ফিরহাদ - কোভিড-19

ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের আগেই দ্বিতীয় ডোজের টিকাকরণ সম্পূর্ণ হয়ে যাবে ৷ জানালেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷ যদিও বিজেপি-র অভিযোগ ছিল, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এখনও পর্যন্ত 100 শতাংশ করোনার টিকাকরণ হয়নি ৷ ফলে উপনির্বাচনের লাইন থেকে সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গেরুয়াশিবির ৷ যা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ফিরহাদ ৷

Firhad Hakim comments on second dose covid vaccination of Bhabanipore
Bhabanipore : উপনির্বাচনের আগেই ভবানীপুরে দ্বিতীয় ডোজের টিকাকরণ সম্পূর্ণ হয়ে যাবে, জানালেন ফিরহাদ
author img

By

Published : Sep 10, 2021, 9:16 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : দক্ষিণ কলকাতার ভবানীপুর (Bhabanipore) বিধানসভা কেন্দ্রে এখনও পর্যন্ত 100 শতাংশ করোনার টিকাকরণ হয়নি বলে অভিযোগ বিজেপি-র ৷ যা ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ তাঁর পাল্টা দাবি, ভবানীপুর কেন্দ্রে 100% বাসিন্দাকেই করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে ৷ অর্ধেকের বেশি মানুষের দ্বিতীয় ডোজের টিকাও পেয়ে গিয়েছেন ৷ আর বিজেপি-র অভিযোগ সম্পর্কে ফিরহাদের মন্তব্য ‘‘বিজেপি অপপ্রচারের যে চাল চালবে, তা আমরা আগেই খেলে বসে আছি ৷’’ তৃণমূলের একটি সূত্রের দাবি, ভবানীপুরের উপনির্বাচনে যাতে মানুষ ভোট দিতে না যান, তার জন্য নাকি অপপ্রচার চালাচ্ছে গেরুয়াশিবির ৷ রটানো হচ্ছে, করোনা টিকার দু’টি ডোজ না দেওয়া থাকলে ভোট দিতে যাওয়া যাবে না ৷ যদিও ফিরহাদ জানিয়েছেন, মুখে মাস্ক থাকলেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া যাবে ৷

আরও পড়ুন : Covid Vaccine Siliguri : কলেজে শিবির করে পড়ুয়াদের টিকাকরণ শিলিগুড়ি পৌরনিগমের

ভবানীপুর কেন্দ্র নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনীতির খেলা ৷ বিজেপি-র যুক্তি, টিকাকরণ সম্পূর্ণ না হলে ভোটের লাইন থেকে সংক্রমণ ছড়াতে পারে ৷ কলকাতা পৌরনিগম গোটা শহরে টিকাকরণ প্রক্রিয়া চালালেও খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) যে কেন্দ্রের প্রার্থী, সেখানেই এখনও 100 শতাংশ মানুষ করোনার টিকা পাননি ৷

বিজেপি-র অভিযোগ উড়িয়ে শুক্রবার ফিরহাদ জানান, ভবানীপুর কেন্দ্র উপনির্বাচনের জন্য একেবারে প্রস্তুত ৷ বহু আগেই স্থির হয়ে গিয়েছিল, মুখ্যমন্ত্রী উপনির্বাচনে এই ভবানীপুর কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ তাই এলাকাবাসীর 100 শতাংশ টিকাকরণের লক্ষ্যমাত্রায় পৌঁছতে গত জুন মাস থেকেই কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ ৷ গত মার্চ মাস থেকেই এলাকার ষাটোর্ধ্ব প্রবীণদের টিকাকরণ শুরু করে দেওয়া হয় ৷ পাশাপাশি, এই কেন্দ্রের আটটি ওয়ার্ডে 18 বছরের উর্ধ্বে টিকাকরণ শুরু করা হয় জুন মাস থেকে ৷ তাই ইতিমধ্য়ে প্রথম ডোজের টিকাকরণ 100 শতাংশ সারা হয়ে গিয়েছে ৷ আগামী কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় ডোজের টিকাকরণের কাজও সম্পূর্ণ হয়ে যাবে ৷ তাই এই এলাকার মানুষ নিশ্চিন্তে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ৷

আরও পড়ুন : Covid Vaccination : সোনারপুরে টিকাকরণ কেন্দ্রে কুপন বিলি ঘিরে বিশৃঙ্খলা

প্রসঙ্গত, শুক্রবার ছিল গণেশ চতুর্থী ৷ তা নিয়েও বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চলছে ৷ বিজেপি-র দাবি, তাদের টেক্কা দিতেই গণেশ পুজো করছে বাংলার শাসকশিবির ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, ‘‘আমরা কেন বিজেপি-কে টেক্কা দিতে যাব ? বাংলার মানুষ, বাংলার মায়েরা তো আগেই এর উত্তর দিয়ে দিয়েছেন ৷ বাংলায় তৃণমূল ছাড়া আর কেউ নেই ৷ মানুষ শুভ কামনায় পুজো করে ৷ বাংলায় সব ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে উৎসব পালন করে ৷ এখানে মানুষ উৎসবের নামে ধর্ম নিয়ে ভেদাভেদ করে না ৷ তা না হলে ফিরহাদ হাকিমের দুর্গাপুজোয় এত ভিড় হবে কেন ?’’

কলকাতা, 10 সেপ্টেম্বর : দক্ষিণ কলকাতার ভবানীপুর (Bhabanipore) বিধানসভা কেন্দ্রে এখনও পর্যন্ত 100 শতাংশ করোনার টিকাকরণ হয়নি বলে অভিযোগ বিজেপি-র ৷ যা ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ তাঁর পাল্টা দাবি, ভবানীপুর কেন্দ্রে 100% বাসিন্দাকেই করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে ৷ অর্ধেকের বেশি মানুষের দ্বিতীয় ডোজের টিকাও পেয়ে গিয়েছেন ৷ আর বিজেপি-র অভিযোগ সম্পর্কে ফিরহাদের মন্তব্য ‘‘বিজেপি অপপ্রচারের যে চাল চালবে, তা আমরা আগেই খেলে বসে আছি ৷’’ তৃণমূলের একটি সূত্রের দাবি, ভবানীপুরের উপনির্বাচনে যাতে মানুষ ভোট দিতে না যান, তার জন্য নাকি অপপ্রচার চালাচ্ছে গেরুয়াশিবির ৷ রটানো হচ্ছে, করোনা টিকার দু’টি ডোজ না দেওয়া থাকলে ভোট দিতে যাওয়া যাবে না ৷ যদিও ফিরহাদ জানিয়েছেন, মুখে মাস্ক থাকলেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া যাবে ৷

আরও পড়ুন : Covid Vaccine Siliguri : কলেজে শিবির করে পড়ুয়াদের টিকাকরণ শিলিগুড়ি পৌরনিগমের

ভবানীপুর কেন্দ্র নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনীতির খেলা ৷ বিজেপি-র যুক্তি, টিকাকরণ সম্পূর্ণ না হলে ভোটের লাইন থেকে সংক্রমণ ছড়াতে পারে ৷ কলকাতা পৌরনিগম গোটা শহরে টিকাকরণ প্রক্রিয়া চালালেও খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) যে কেন্দ্রের প্রার্থী, সেখানেই এখনও 100 শতাংশ মানুষ করোনার টিকা পাননি ৷

বিজেপি-র অভিযোগ উড়িয়ে শুক্রবার ফিরহাদ জানান, ভবানীপুর কেন্দ্র উপনির্বাচনের জন্য একেবারে প্রস্তুত ৷ বহু আগেই স্থির হয়ে গিয়েছিল, মুখ্যমন্ত্রী উপনির্বাচনে এই ভবানীপুর কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ তাই এলাকাবাসীর 100 শতাংশ টিকাকরণের লক্ষ্যমাত্রায় পৌঁছতে গত জুন মাস থেকেই কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ ৷ গত মার্চ মাস থেকেই এলাকার ষাটোর্ধ্ব প্রবীণদের টিকাকরণ শুরু করে দেওয়া হয় ৷ পাশাপাশি, এই কেন্দ্রের আটটি ওয়ার্ডে 18 বছরের উর্ধ্বে টিকাকরণ শুরু করা হয় জুন মাস থেকে ৷ তাই ইতিমধ্য়ে প্রথম ডোজের টিকাকরণ 100 শতাংশ সারা হয়ে গিয়েছে ৷ আগামী কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় ডোজের টিকাকরণের কাজও সম্পূর্ণ হয়ে যাবে ৷ তাই এই এলাকার মানুষ নিশ্চিন্তে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ৷

আরও পড়ুন : Covid Vaccination : সোনারপুরে টিকাকরণ কেন্দ্রে কুপন বিলি ঘিরে বিশৃঙ্খলা

প্রসঙ্গত, শুক্রবার ছিল গণেশ চতুর্থী ৷ তা নিয়েও বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চলছে ৷ বিজেপি-র দাবি, তাদের টেক্কা দিতেই গণেশ পুজো করছে বাংলার শাসকশিবির ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, ‘‘আমরা কেন বিজেপি-কে টেক্কা দিতে যাব ? বাংলার মানুষ, বাংলার মায়েরা তো আগেই এর উত্তর দিয়ে দিয়েছেন ৷ বাংলায় তৃণমূল ছাড়া আর কেউ নেই ৷ মানুষ শুভ কামনায় পুজো করে ৷ বাংলায় সব ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে উৎসব পালন করে ৷ এখানে মানুষ উৎসবের নামে ধর্ম নিয়ে ভেদাভেদ করে না ৷ তা না হলে ফিরহাদ হাকিমের দুর্গাপুজোয় এত ভিড় হবে কেন ?’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.