ETV Bharat / city

বিজেপির কথা না শুনে রাজীবকে মন দিয়ে কাজের উপদেশ ফিরহাদের - বিজেপির কথা না শুনে রাজীব বন্দ্যোপাধ্যায় মন দিয়ে কাজ করুন, বললেন ফিরহাদ হাকিম

আজ ফেসবুক লাইভ থেকে নিজের ভবিষ্যত নিয়ে স্পষ্ট কিছু বলেননি রাজীব বন্দ্যোপাধ্যায় । তবে আগামীদিনে মানুষের স্বার্থে কাজ করে যেতে চান বলে তিনি জানিয়েছেন ।

firhad hakim advised rajib banerjee about BJP
বিজেপির কথা না শুনে রাজীব বন্দ্যোপাধ্যায় মন দিয়ে কাজ করুন, বললেন ফিরহাদ হাকিম
author img

By

Published : Jan 16, 2021, 7:32 PM IST

Updated : Jan 16, 2021, 9:01 PM IST

কলকাতা, 16 জানুয়ারি : রাজীব বন্দ্যোপাধ্যায়কে মন দিয়ে কাজ করার পরামর্শ ফিরহাদ হাকিমের । তাঁর মতে, বিজেপির কথায় ওঠাবসা করছেন রাজীব । তাঁর সমস্যার কথা ক্যাবিনেটে বলার পরামর্শ দিলেন ফিরহাদ ।

আরও পড়ুন : মানুষের স্বার্থে রাজনীতি করি, মানুষই আমার অনুপ্রেরণা : রাজীব

আজ ফেসবুকে লাইভ করেন রাজীব বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি বলেন, তিনি রাজনীতি করেন মানুষের স্বার্থে । মানুষ তাঁকে যেমন ভাবে চাইবেন, তিনিও সেই ভাবে আগামিদিনে এগিয়ে চলবেন৷ সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "রাজীব মন্ত্রিসভায় আছে । ওর যা সমস্যা তা ক্যাবিনেটে বলুক । ফেসবুক, টুইটার অথবা রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের কথা বলা মানায় না । ওর উচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলা । সেখানে তৃতীয় পক্ষের কথা বলার জায়গা থাকে না । কথা বলতে না দেওয়ার বিষয়ে রাজীবের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ।"

ফিরহাদের অভিযোগ, প্রত্যেকবার নির্বাচনের আগে এই ধরনের একটা বিদ্রোহের হাওয়া ওঠে । আর বিজেপির উসকানিতে অনেকে এই সময় বিদ্রোহী হয়ে ওঠে । এই প্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, "রাজীব আমার ছোটো ভাইয়ের মতো । আমি ওকে নিজে ফোন করে বলেছি চলে আয় । কারওর কথায় প্রভাবিত হতে নিষেধ করেছি । কারওর উপর রাগ হতে পারে । বিরোধ মিটিয়ে ভালোভাবে একসঙ্গে কাজ কাজ করার কথা বলেছি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ কর্মী থেকে নেতা তৈরি করেছেন । তাই একজন অন্য দলে চলে গেলে কিছু হবে না । মুখ্যমন্ত্রী আবার সাধারণ কর্মীদের মধ্যে থেকে একজনকে নেতা তৈরি করে নেবেন ।"

আরও পড়ুন : বিচ্ছেদের পর সব খারাপ হয়ে যায়, শোভনকে কটাক্ষ ফিরহাদের

রাজ্যে বেকারত্ব ও কর্মসংস্থান নিয়ে রাজীবের মন্তব্যের প্রসঙ্গে ফিরহাদ বলেন, "রাজীব একদিকে ঠিকই বলেছে । তার কারণ দেশের বেকারত্ব কমাতে কর্মসংস্থান তৈরি করে কেন্দ্রীয় সরকার । রাজ্য সরকার নয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অনেক কর্মসংস্থান তৈরি করেছেন । ফলে রাজ্যে 40 শতাংশ বেকারত্ব দূর হয়েছে ।"

রাজীব প্রসঙ্গে ফিরহাদ হাকিমের মন্তব্য

কলকাতা, 16 জানুয়ারি : রাজীব বন্দ্যোপাধ্যায়কে মন দিয়ে কাজ করার পরামর্শ ফিরহাদ হাকিমের । তাঁর মতে, বিজেপির কথায় ওঠাবসা করছেন রাজীব । তাঁর সমস্যার কথা ক্যাবিনেটে বলার পরামর্শ দিলেন ফিরহাদ ।

আরও পড়ুন : মানুষের স্বার্থে রাজনীতি করি, মানুষই আমার অনুপ্রেরণা : রাজীব

আজ ফেসবুকে লাইভ করেন রাজীব বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি বলেন, তিনি রাজনীতি করেন মানুষের স্বার্থে । মানুষ তাঁকে যেমন ভাবে চাইবেন, তিনিও সেই ভাবে আগামিদিনে এগিয়ে চলবেন৷ সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "রাজীব মন্ত্রিসভায় আছে । ওর যা সমস্যা তা ক্যাবিনেটে বলুক । ফেসবুক, টুইটার অথবা রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের কথা বলা মানায় না । ওর উচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলা । সেখানে তৃতীয় পক্ষের কথা বলার জায়গা থাকে না । কথা বলতে না দেওয়ার বিষয়ে রাজীবের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ।"

ফিরহাদের অভিযোগ, প্রত্যেকবার নির্বাচনের আগে এই ধরনের একটা বিদ্রোহের হাওয়া ওঠে । আর বিজেপির উসকানিতে অনেকে এই সময় বিদ্রোহী হয়ে ওঠে । এই প্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, "রাজীব আমার ছোটো ভাইয়ের মতো । আমি ওকে নিজে ফোন করে বলেছি চলে আয় । কারওর কথায় প্রভাবিত হতে নিষেধ করেছি । কারওর উপর রাগ হতে পারে । বিরোধ মিটিয়ে ভালোভাবে একসঙ্গে কাজ কাজ করার কথা বলেছি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ কর্মী থেকে নেতা তৈরি করেছেন । তাই একজন অন্য দলে চলে গেলে কিছু হবে না । মুখ্যমন্ত্রী আবার সাধারণ কর্মীদের মধ্যে থেকে একজনকে নেতা তৈরি করে নেবেন ।"

আরও পড়ুন : বিচ্ছেদের পর সব খারাপ হয়ে যায়, শোভনকে কটাক্ষ ফিরহাদের

রাজ্যে বেকারত্ব ও কর্মসংস্থান নিয়ে রাজীবের মন্তব্যের প্রসঙ্গে ফিরহাদ বলেন, "রাজীব একদিকে ঠিকই বলেছে । তার কারণ দেশের বেকারত্ব কমাতে কর্মসংস্থান তৈরি করে কেন্দ্রীয় সরকার । রাজ্য সরকার নয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অনেক কর্মসংস্থান তৈরি করেছেন । ফলে রাজ্যে 40 শতাংশ বেকারত্ব দূর হয়েছে ।"

রাজীব প্রসঙ্গে ফিরহাদ হাকিমের মন্তব্য
Last Updated : Jan 16, 2021, 9:01 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.