কলকাতা, 3 জুন : কোনও উপসর্গ না থাকায় COVID ১৯ পজেটিভ হয়েও বাড়িতেই আইসোলোশনে ছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। অবশেষে তিনি ভরতি হলেন হাসপাতলে। চিকিৎসকদের পরামর্শে EM বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি ভরতি হয়েছেন বলে খবর।
বেশ কিছুদিন আগে প্রথমে তাঁর বাড়ির এক পরিচারিকা কোরোনায় আক্রান্ত হন । এরপরই কোরোনায় আক্রান্ত হন দমকলমন্ত্রী সুজিত বসু এবং তাঁর স্ত্রী ও পুত্র। তাঁর আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন মহল। বহু মানুষ ফোন করে তাঁর শারীরিক খোঁজ খবর নেন। এমনকী প্রবাদপ্রতিম শিল্পী আশা ভোঁসলে সহ বিশিষ্টজনেরা তাঁর আরোগ্য কামনা করেন। তবে শরীরে কোনও উপসর্গ না থাকার কারণে প্রায় এক সপ্তাহ যাবৎ বাড়িতেই আইসোলেশনে ছিলেন মন্ত্রী।
জানা গেছে, বাড়িতে থাকলেও তাঁর স্বাস্থ্যের কোনও অবনতি হয়নি। মন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, স্বাস্থ্য খারাপ না হলেও কোনও প্রকার ঝুঁকি নিতে চাইছে না মন্ত্রী। অসুস্থ হয়ে বাড়ি থাকার কারণে প্রশাসনিক কাজকর্ম চালাতে কিছুটা সমস্যা হচ্ছে। যাতে দ্রুত সুস্থ হতে পারেন তার জন্যই তিনি ভরতি হলেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। আপাতত সেখানেই বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকবেন তিনি। দ্রুত সুস্থ হয়ে ফিরে যোগ দেবেন কাজে ।