ETV Bharat / city

Kolkata Fire : কলুটোলা স্ট্রিটে আগুন, ঘটনাস্থলে দমকল

উত্তর কলকাতার কলুটোলা স্ট্রিটে আগুন ৷ ঘটনাস্থলে দমকলের 15টি ইঞ্জিন ৷ সোমবার পুরনো একটি বহুতলে আগুন লাগে ৷

author img

By

Published : Oct 4, 2021, 12:18 PM IST

Updated : Oct 4, 2021, 5:11 PM IST

fire in colootola street, fire brigade on the spot
Kolkata Fire : কলুটোলা স্ট্রিটে আগুন, ঘটনাস্থলে দমকল

কলকাতা, 4 অক্টোবর : পুজোর মুখে ফের অগ্নিকাণ্ড ৷ সপ্তাহের প্রথম কাজের দিনেই আগুন লাগল কলকাতার কলুটোলা স্ট্রিটে ৷ সব শেষ পাওয়া খবর অনুসারে, আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 15টি ইঞ্জিন ৷

আরও পড়ুন : Garden Reach Fire : দমকলবাহিনীর রাতভর চেষ্টায় নিভল গার্ডেনরিচের আগুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার এলাকার একটি পুরনো বহুতলে আগুন লাগে ৷ এলাকাবাসীই প্রথম আগুন দেখতে পান ৷ ঘিঞ্জি অঞ্চল হওয়ায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন ৷ খবর পাঠানো হয় দমকলে ৷ প্রাথমিকভাবে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ পরে আরও সাতটি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হয় ৷ জোরকদমে শুরু হয় আগুন নেভানোর কাজ ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশও ৷ ইতিমধ্যেই বাড়িটি খালি করে দেওয়া হয়েছে ৷ আশপাশের বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে ৷ আগুন যাতে পাশের কোনও বাড়িতে ছড়িয়ে না পড়ে, সেদিকে নজর রেখেছেন দমকলকর্মীরা ৷ তবে কীভাবে আগুন লাগল, সেটা এখনও স্পষ্ট নয় ৷ তদন্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব নয় ৷

কলুটোলা স্ট্রিটে আগুন

আরও পড়ুন : Fire : পুড়ে ছাই বেনাচিতির তালতলা বস্তির 15টি বাড়ি

এদিকে, ঘটনার জেরে কলুটোলা স্ট্রিট দিয়ে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ৷ গাড়ি চলছে ঘুরপথে ৷ ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা ৷ তবে আগুন নিভে গেলেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে পুলিশ ৷

কলকাতা, 4 অক্টোবর : পুজোর মুখে ফের অগ্নিকাণ্ড ৷ সপ্তাহের প্রথম কাজের দিনেই আগুন লাগল কলকাতার কলুটোলা স্ট্রিটে ৷ সব শেষ পাওয়া খবর অনুসারে, আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 15টি ইঞ্জিন ৷

আরও পড়ুন : Garden Reach Fire : দমকলবাহিনীর রাতভর চেষ্টায় নিভল গার্ডেনরিচের আগুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার এলাকার একটি পুরনো বহুতলে আগুন লাগে ৷ এলাকাবাসীই প্রথম আগুন দেখতে পান ৷ ঘিঞ্জি অঞ্চল হওয়ায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন ৷ খবর পাঠানো হয় দমকলে ৷ প্রাথমিকভাবে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ পরে আরও সাতটি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হয় ৷ জোরকদমে শুরু হয় আগুন নেভানোর কাজ ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশও ৷ ইতিমধ্যেই বাড়িটি খালি করে দেওয়া হয়েছে ৷ আশপাশের বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে ৷ আগুন যাতে পাশের কোনও বাড়িতে ছড়িয়ে না পড়ে, সেদিকে নজর রেখেছেন দমকলকর্মীরা ৷ তবে কীভাবে আগুন লাগল, সেটা এখনও স্পষ্ট নয় ৷ তদন্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব নয় ৷

কলুটোলা স্ট্রিটে আগুন

আরও পড়ুন : Fire : পুড়ে ছাই বেনাচিতির তালতলা বস্তির 15টি বাড়ি

এদিকে, ঘটনার জেরে কলুটোলা স্ট্রিট দিয়ে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ৷ গাড়ি চলছে ঘুরপথে ৷ ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা ৷ তবে আগুন নিভে গেলেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে পুলিশ ৷

Last Updated : Oct 4, 2021, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.