কলকাতা, 16 ফেব্রুয়ারি : রাজাবাজারের 2A গ্যাস স্ট্রিটের একটি চারতলা বাড়িতে আগুন ৷ আজ বেলা দু'টো দশ মিনিট নাগাদ আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর ৷ খবর দেওয়া হয় নারকেলডাঙা থানা ও দমকলে ৷ ঘটনাস্থানে যায় দমকলের 12টি ইঞ্জিন, আমহার্স্ট স্ট্রিট থানা ও নারকেলডাঙা থানার পুলিশ । ঘটনাস্থান পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷
পাশাপাশি ঘটনাস্থানে পৌঁছায় লালবাজারের PCR ভ্যান, দুর্যোগ মোকাবিলা দল, স্ট্রাইক রিজ়ার্ভ ফোর্স ও CESC ৷ প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন ৷ তবে এখনও চলছে ঠান্ডা করার কাজ ৷ দমকল সূত্রে খবর, ওই চারতলা বাড়ির তৃতীয় তলায় প্রথমে আগুন লাগে৷ ভেতরে অনেক দাহ্যবস্তু মজুদ ছিল বলে প্রাথমিক অনুমান দমকলের ৷ আর তা থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷
রাজাবাজারের যে এলাকায় আগুন লাগে সেখানে দমকলের ইঞ্জিন ঢোকার রাস্তা না থাকায় পাশের বাড়ির ছাদ থেকে জল দেওয়া হয় ৷ কীভাবে ওই বিল্ডিংয়ে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল ৷