ETV Bharat / city

অগ্নিকাণ্ড নিয়ে গাফিলতির অভিযোগ তুলে রেলকে চিঠি দমকলের

স্ট্র্যান্ড রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক গাফিলতির উল্লেখ করে রেলকে চিঠি পাঠাল দমকল ৷ চিঠিতে রেলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয়েছে ৷

fire brigade sends letter to rail over kolkata building fire
অগ্নিকাণ্ড নিয়ে গাফিলতির অভিযোগ তুলে রেলকে চিঠি দমকলের
author img

By

Published : Mar 10, 2021, 1:52 PM IST

কলকাতা, 10 মার্চ: নিউ কয়লাঘাটা বিল্ডিং-এ আগুন লাগার ঘটনায় এ বার রেলকে চিঠি পাঠাল দমকল । সূত্রের খবর, সংশ্লিষ্ট চিঠিতে একাধিক গাফিলতি ও অভিযোগের কথা তুলে ধরা হয়েছে ।

ওই বহুতলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা বলতে বিশেষ কিছুই ছিল না ৷ চিঠিতে এ কথাই জানানো হয়েছে বলে জানা গিয়েছে৷ পাশাপাশি অভিযোগ, ঘটনার দিন ফায়ার অ্যালার্ম কাজ করেনি ।

ওই বহুতলে একটি বিশাল আকৃতির ওয়াটার রিজ়ার্ভার থাকার কথা । তদন্ত করে দেখা গিয়েছে সেই রিজার্ভার রয়েছে, কিন্তু তাতে জলের কোনও ব্যবস্থা ছিল না । পাশাপাশি অভিযোগ, সংশ্লিষ্ট বহুতলটির ম্যাপ বা নকশা চাওয়া হয়েছিল । সঠিক সময়ে যদি ম্যাপটি দমকলের হাতে দেওয়া হত, তাহলে এত প্রাণহানির ঘটনা ঘটত না ।

আরও পড়ুন: নিউ কয়লাঘাটে মৃত রেল আধিকারিকের দেহ পৌঁছাল বরানগরের বাড়িতে

পাশাপাশি বলা হয়েছে, বহুতলের 12 তলা এবং 13 তলায় একাধিক পরিমাণে দাহ্য পদার্থ একাধিক জায়গায় যত্রতত্র অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে ছিল । তার ফলে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে এবং দমকলের হাতের বাইরে বেরিয়ে যায় বলে অভিযোগ ।

কলকাতা, 10 মার্চ: নিউ কয়লাঘাটা বিল্ডিং-এ আগুন লাগার ঘটনায় এ বার রেলকে চিঠি পাঠাল দমকল । সূত্রের খবর, সংশ্লিষ্ট চিঠিতে একাধিক গাফিলতি ও অভিযোগের কথা তুলে ধরা হয়েছে ।

ওই বহুতলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা বলতে বিশেষ কিছুই ছিল না ৷ চিঠিতে এ কথাই জানানো হয়েছে বলে জানা গিয়েছে৷ পাশাপাশি অভিযোগ, ঘটনার দিন ফায়ার অ্যালার্ম কাজ করেনি ।

ওই বহুতলে একটি বিশাল আকৃতির ওয়াটার রিজ়ার্ভার থাকার কথা । তদন্ত করে দেখা গিয়েছে সেই রিজার্ভার রয়েছে, কিন্তু তাতে জলের কোনও ব্যবস্থা ছিল না । পাশাপাশি অভিযোগ, সংশ্লিষ্ট বহুতলটির ম্যাপ বা নকশা চাওয়া হয়েছিল । সঠিক সময়ে যদি ম্যাপটি দমকলের হাতে দেওয়া হত, তাহলে এত প্রাণহানির ঘটনা ঘটত না ।

আরও পড়ুন: নিউ কয়লাঘাটে মৃত রেল আধিকারিকের দেহ পৌঁছাল বরানগরের বাড়িতে

পাশাপাশি বলা হয়েছে, বহুতলের 12 তলা এবং 13 তলায় একাধিক পরিমাণে দাহ্য পদার্থ একাধিক জায়গায় যত্রতত্র অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে ছিল । তার ফলে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে এবং দমকলের হাতের বাইরে বেরিয়ে যায় বলে অভিযোগ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.