ETV Bharat / city

Golf Green Fire : গল্ফগ্রিনের আবাসনে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী - Fire breaks out in an Apartment

গল্ফগ্রিনের নব নালন্দা স্কুলের পাশে একটি আবাসনের পাঁচতলায় লাগল আগুন লাগে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন । দ্রুত বাড়ির সমস্ত বাসিন্দাদের নামিয়ে এনে বিল্ডিংটি খালি করে দেওয়া হয় (Fire breaks out in an Apartment) ।

Fire breaks out in Golf Green
গল্ফগ্রিনের আবাসনে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী
author img

By

Published : Mar 8, 2022, 8:51 PM IST

Updated : Mar 8, 2022, 9:30 PM IST

গল্ফগ্রিন, 8 মার্চ : ফের শহরে আগুন । গল্ফগ্রিনের নব নালন্দা স্কুলের পাশে একটি আবাসনের পাঁচতলায় আগুন লাগে ৷ এদিন বিকেল পাঁচটা ওই নাগাদ ওই আবাসনে আগুন লাগে ৷ এর ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় (Fire breaks out in an Apartment) ৷

তড়িঘড়ি দমকল বিভাগকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পোঁছয় দমকলের 4টি ইঞ্জিন । ঘটনাস্থলে আসে গল্ফগ্রিন থানার পুলিশও । দ্রুত বাড়ির সমস্ত বাসিন্দাদের নামিয়ে এনে বিল্ডিংটি খালি করে দেওয়া হয় ।

গল্ফগ্রিনের আবাসনে আগুন

আরও পড়ুন : কাঁকসায় হার্ডওয়ারের গোডাউনে ভয়াবহ আগুন

তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি । দমকল সূত্রে জানানো হয়ে, ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । দমকল বাহিনীর প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ৷ বেআইনিভাবে বহুতলের ছাদে কিচেন ছিল। সেখান থেকেই এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে।

গল্ফগ্রিন, 8 মার্চ : ফের শহরে আগুন । গল্ফগ্রিনের নব নালন্দা স্কুলের পাশে একটি আবাসনের পাঁচতলায় আগুন লাগে ৷ এদিন বিকেল পাঁচটা ওই নাগাদ ওই আবাসনে আগুন লাগে ৷ এর ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় (Fire breaks out in an Apartment) ৷

তড়িঘড়ি দমকল বিভাগকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পোঁছয় দমকলের 4টি ইঞ্জিন । ঘটনাস্থলে আসে গল্ফগ্রিন থানার পুলিশও । দ্রুত বাড়ির সমস্ত বাসিন্দাদের নামিয়ে এনে বিল্ডিংটি খালি করে দেওয়া হয় ।

গল্ফগ্রিনের আবাসনে আগুন

আরও পড়ুন : কাঁকসায় হার্ডওয়ারের গোডাউনে ভয়াবহ আগুন

তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি । দমকল সূত্রে জানানো হয়ে, ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । দমকল বাহিনীর প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ৷ বেআইনিভাবে বহুতলের ছাদে কিচেন ছিল। সেখান থেকেই এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে।

Last Updated : Mar 8, 2022, 9:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.