ETV Bharat / city

বেলেঘাটায় কলকাতা পুলিশের ডিসি অফিসে আগুন - Kolkata Police

ফের অগ্নিকাণ্ড কলকাতায় ৷ তবে এবার একেবারে কলকাতা পুলিশের (Kolkata Police) ডিসি অফিসে ৷ বেলেঘাটায় এই ডিসি (ইএসডি) অফিসে বুধবার সকাল সাড়ে ছ'টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ'টি ইঞ্জিন ৷

কলকাতা পুলিশের ডিসি অফিসে আগুন
কলকাতা পুলিশের ডিসি অফিসে আগুন
author img

By

Published : Jul 21, 2021, 9:56 AM IST

Updated : Jul 21, 2021, 11:05 AM IST

কলকাতা, 21 জুলাই : সাত সকালে অগ্নিকাণ্ড । এবার ঘটনাস্থল কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) অফিসের দোতলায় । ঘণ্টাখানেকের প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে । সেই সময় কলকাতা পুলিশের (Kolkata Police) ডিসি (ইএসডি) সুদীপ সরকার অফিসে ছিলেন না ৷ হতাহতের কোনও খবর নেই । তবে অগ্নিকাণ্ডের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় । দমকলের ছ'টি ইঞ্জিন এসে পরিস্থিতি সামাল দেয় । জানা গিয়েছে, শর্ট সাকিট থেকেই আগুন লাগে ৷ পরে তা ছড়ায় ।

কলকাতা পুলিশের ডিসি অফিসে আগুন
ঘটনাস্থলে জড়ো হন উদ্বিগ্ন স্থানীয়রা ৷

দমকল সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ছ'টা নাগাদ ফুলবাগান থানা এলাকায় কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) অফিসের দোতলায় আগুন লাগে । দমকলের বাহিনী দ্রুত চলে আসার ফলে আগুন ভয়াবহ মাত্রায় ছড়ায়নি । এদিন সকালে ডিসি অফিসে ডিউটি করছিলেন বেশ কয়েকজন পুলিশ কনস্টেবল । তাঁরাই প্রথমে পোড়া গন্ধ পান । সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে । তারপরই কালো ধোঁয়া দেখা যায় । সঙ্গে সঙ্গে সেখানে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা হয় ।

অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে ৷ ঘটনাস্থলে পৌঁছয় 6টি ইঞ্জিন । প্রথমে ল্যাডারের মাধ্যমে দোতলায় উঠে জানালা ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলবাহিনী । পরে আগুনের উৎসস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় ৷ ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ৷

কলকাতা পুলিশের ডিসি অফিসে আগুন
ল্যাডার দিয়ে দোতলায় উঠে জানালার কাচ ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা ৷

আরও পড়ুন : মহেশতলায় স্যানিটাইজার ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন

কলকাতা, 21 জুলাই : সাত সকালে অগ্নিকাণ্ড । এবার ঘটনাস্থল কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) অফিসের দোতলায় । ঘণ্টাখানেকের প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে । সেই সময় কলকাতা পুলিশের (Kolkata Police) ডিসি (ইএসডি) সুদীপ সরকার অফিসে ছিলেন না ৷ হতাহতের কোনও খবর নেই । তবে অগ্নিকাণ্ডের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় । দমকলের ছ'টি ইঞ্জিন এসে পরিস্থিতি সামাল দেয় । জানা গিয়েছে, শর্ট সাকিট থেকেই আগুন লাগে ৷ পরে তা ছড়ায় ।

কলকাতা পুলিশের ডিসি অফিসে আগুন
ঘটনাস্থলে জড়ো হন উদ্বিগ্ন স্থানীয়রা ৷

দমকল সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ছ'টা নাগাদ ফুলবাগান থানা এলাকায় কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) অফিসের দোতলায় আগুন লাগে । দমকলের বাহিনী দ্রুত চলে আসার ফলে আগুন ভয়াবহ মাত্রায় ছড়ায়নি । এদিন সকালে ডিসি অফিসে ডিউটি করছিলেন বেশ কয়েকজন পুলিশ কনস্টেবল । তাঁরাই প্রথমে পোড়া গন্ধ পান । সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে । তারপরই কালো ধোঁয়া দেখা যায় । সঙ্গে সঙ্গে সেখানে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা হয় ।

অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে ৷ ঘটনাস্থলে পৌঁছয় 6টি ইঞ্জিন । প্রথমে ল্যাডারের মাধ্যমে দোতলায় উঠে জানালা ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলবাহিনী । পরে আগুনের উৎসস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় ৷ ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ৷

কলকাতা পুলিশের ডিসি অফিসে আগুন
ল্যাডার দিয়ে দোতলায় উঠে জানালার কাচ ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা ৷

আরও পড়ুন : মহেশতলায় স্যানিটাইজার ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন

Last Updated : Jul 21, 2021, 11:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.