ETV Bharat / city

Kolkata Metro: কলকাতা মেট্রোর নন এসি রেককে আলবিদা - ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড

আনুষ্ঠানিকভাবে বিদায় নিল কলকাতা মেট্রোর নন এসি রেক ৷ আজ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে একটি নন এসি রেককে ফুল দিয়ে সাজিয়ে কেক কেটে এবং ফ্ল্যাগ অফ করে চিরবিদায় জানানো হয় ৷ তার আগে আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ওই নন এসি রেকে কলকাতা মেট্রোর ইতিহাস ও বর্তমানের বিভিন্ন মুহূর্তের ছবির প্রদর্শনী করা হয় ৷

Final Good Bye to Non AC Rack of Kolkata Metro
চিরঘুমে কলকাতা মেট্রোর নন এসি রেক
author img

By

Published : Oct 24, 2021, 8:33 PM IST

কলকাতা, 24 অক্টোবর : 1984 সালের 24 অক্টোবর মাটির নিচে সুড়ঙ্গ দিয়ে যাত্রা শুরু হয়েছিল কলকাতা মেট্রো রেলের ৷ সেই সময় ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড সংস্থার তৈরি 9টি নন এসি রেক দিয়ে পরিষেবা শুরু হয়েছিল ৷ সময় যত গড়িয়েছে তিলোত্তমার প্রাণ হয়ে উঠেছে কলকাতা মেট্রো ৷ আজ 37 বছর পর কলকাতার গৌরবের সেই মেট্রোর শুরু দিনের নন এসি রেকগুলিকে চিরবিদায় জানানো হল ৷ তার বদলে এবার ঝাঁ চকচকে এসি রেক দিয়ে পরিষেবা দেওয়া হবে ৷

2019 সালে করোনার প্রথম লক ডাউনের আগে শেষবার চলেছিল কলকাতা মেট্রোর নন এসি রেক ৷ সেই থেকে বন্ধই ছিল পরিষেবা ৷ মাঝে কয়েকটি রেককে নতুন রূপ দিয়ে পরিষেবা দেওয়া হচ্ছিল ৷ তাও যে সময় যাত্রী কম থাকত তখন ৷ এবার নন এসি রেকের সেই পরিষেবাও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হল ৷ তবে, সম্মানের সঙ্গে এই নন এসি রেককে বিদায় জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ আজ মহানায়ক উত্তম কুমার অর্থাৎ, টালিগঞ্জ মেট্রো স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে একটি নন এসি রেককে ফুল দিয়ে সাজানো হয় ৷ সেখানে মেট্রোর শুরুর দিন এবং 37 বছরের ইতিহাসকে চিত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয় ৷ সেখানে কলকাতা মেট্রোর ভবিষ্যতের রূপরেখাও তুলে ধরা হয়েছিল ৷

আরও পড়ুন : Kolkata Metro : চিরতরে ছুটি হল কলকাতা মেট্রোর নন-এসি রেকের, থাকল শুধু নস্ট্যালজিয়া

শেষ বিদায় জানানোর আগে, কেক কাটা হয় ৷ এদিনের অনুষ্ঠানে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী, ডেপুটি জেনারেল ম্যানেজার তথা মুখ্য জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷ নন এসি রেকের বিদায় নিয়ে বলতে গিয়ে, সকলের গলায় এক সুর ৷ কলকাতা মেট্রোর নস্টালজিয়া ৷ যেখানে কীভাবে কলকাতা মেট্রো ধীরে ধীরে শহরের পরিবহণের হৃদয় হয়ে উঠেছে, সেই ইতিহাস জানালেন তাঁরা ৷ পাশাপাশি, নন এসি রেকের বিদায় বেলায় গান শোনালেন কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষ ৷

আরও পড়ুন : Asansol Art Exhibition : পুলিশকর্তার উদ্যোগে প্রকৃতির কোলে বসে ছবি আঁকলেন শিল্পীরা

প্রসঙ্গত, 1984 সালের 24 অক্টোবর ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড সংস্থার (BHEL) তৈরি 9টি নন এসি রেক দিয়ে পথ চলা শুরু হয়েছিল কলকাতা মেট্রোর ৷ দেশের প্রথম মেট্রো দৌড়ায় ‘সিটি অফ জয়’ কলকাতায় ৷ প্রথমে ভবানীপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা শুরু হলেও, পরে নভেম্বর মাসে দমদম থেকে বেলগাছিয়া পর্যন্ত পরিষেবা চালু হয় ৷ তবে, যাত্রীর অভাবে এই দু’টি স্টেশনের মধ্যে পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ 1994 দমদম থেকে টালিগঞ্জ স্টেশন পর্যন্ত শুরু হয় পরিষেবা ৷ আজ এই কলকাতা মেট্রোর একটি অধ্যায়ের সমাপ্তি ঘোষণা হল ৷ বিকেল সাড়ে পাঁচটার সময় টালিগঞ্জ স্টেশন থেকে ফ্ল্যাগ অফ করে নন এসি মেট্রোটিকে নোয়াপাড়ার কারশেডে পাঠিয়ে দেওয়া হয় ৷

কলকাতা, 24 অক্টোবর : 1984 সালের 24 অক্টোবর মাটির নিচে সুড়ঙ্গ দিয়ে যাত্রা শুরু হয়েছিল কলকাতা মেট্রো রেলের ৷ সেই সময় ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড সংস্থার তৈরি 9টি নন এসি রেক দিয়ে পরিষেবা শুরু হয়েছিল ৷ সময় যত গড়িয়েছে তিলোত্তমার প্রাণ হয়ে উঠেছে কলকাতা মেট্রো ৷ আজ 37 বছর পর কলকাতার গৌরবের সেই মেট্রোর শুরু দিনের নন এসি রেকগুলিকে চিরবিদায় জানানো হল ৷ তার বদলে এবার ঝাঁ চকচকে এসি রেক দিয়ে পরিষেবা দেওয়া হবে ৷

2019 সালে করোনার প্রথম লক ডাউনের আগে শেষবার চলেছিল কলকাতা মেট্রোর নন এসি রেক ৷ সেই থেকে বন্ধই ছিল পরিষেবা ৷ মাঝে কয়েকটি রেককে নতুন রূপ দিয়ে পরিষেবা দেওয়া হচ্ছিল ৷ তাও যে সময় যাত্রী কম থাকত তখন ৷ এবার নন এসি রেকের সেই পরিষেবাও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হল ৷ তবে, সম্মানের সঙ্গে এই নন এসি রেককে বিদায় জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ আজ মহানায়ক উত্তম কুমার অর্থাৎ, টালিগঞ্জ মেট্রো স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে একটি নন এসি রেককে ফুল দিয়ে সাজানো হয় ৷ সেখানে মেট্রোর শুরুর দিন এবং 37 বছরের ইতিহাসকে চিত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয় ৷ সেখানে কলকাতা মেট্রোর ভবিষ্যতের রূপরেখাও তুলে ধরা হয়েছিল ৷

আরও পড়ুন : Kolkata Metro : চিরতরে ছুটি হল কলকাতা মেট্রোর নন-এসি রেকের, থাকল শুধু নস্ট্যালজিয়া

শেষ বিদায় জানানোর আগে, কেক কাটা হয় ৷ এদিনের অনুষ্ঠানে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী, ডেপুটি জেনারেল ম্যানেজার তথা মুখ্য জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷ নন এসি রেকের বিদায় নিয়ে বলতে গিয়ে, সকলের গলায় এক সুর ৷ কলকাতা মেট্রোর নস্টালজিয়া ৷ যেখানে কীভাবে কলকাতা মেট্রো ধীরে ধীরে শহরের পরিবহণের হৃদয় হয়ে উঠেছে, সেই ইতিহাস জানালেন তাঁরা ৷ পাশাপাশি, নন এসি রেকের বিদায় বেলায় গান শোনালেন কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষ ৷

আরও পড়ুন : Asansol Art Exhibition : পুলিশকর্তার উদ্যোগে প্রকৃতির কোলে বসে ছবি আঁকলেন শিল্পীরা

প্রসঙ্গত, 1984 সালের 24 অক্টোবর ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড সংস্থার (BHEL) তৈরি 9টি নন এসি রেক দিয়ে পথ চলা শুরু হয়েছিল কলকাতা মেট্রোর ৷ দেশের প্রথম মেট্রো দৌড়ায় ‘সিটি অফ জয়’ কলকাতায় ৷ প্রথমে ভবানীপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা শুরু হলেও, পরে নভেম্বর মাসে দমদম থেকে বেলগাছিয়া পর্যন্ত পরিষেবা চালু হয় ৷ তবে, যাত্রীর অভাবে এই দু’টি স্টেশনের মধ্যে পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ 1994 দমদম থেকে টালিগঞ্জ স্টেশন পর্যন্ত শুরু হয় পরিষেবা ৷ আজ এই কলকাতা মেট্রোর একটি অধ্যায়ের সমাপ্তি ঘোষণা হল ৷ বিকেল সাড়ে পাঁচটার সময় টালিগঞ্জ স্টেশন থেকে ফ্ল্যাগ অফ করে নন এসি মেট্রোটিকে নোয়াপাড়ার কারশেডে পাঠিয়ে দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.