ETV Bharat / city

Local Train Service: বাতিল একাধিক লোকাল, জেনে নিন কবে কোন কোন ট্রেন বন্ধ থাকবে - বাতিল হচ্ছে একাধিক লোকাল ট্রেন

শনিবার রাত সাড়ে 11টা থেকে রবিবার সকাল সাড়ে 9টা পর্যন্ত শিয়ালদা ও দমদমের মধ্যে 22 নম্বর সেতুর রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকবে লোকাল ট্রেন চলাচল (Cancellation of Local Train Service) ৷

Sealdah local train service
শায়ালদা থেকে বাতিল লোকাল ট্রেন
author img

By

Published : Jul 2, 2022, 8:38 PM IST

কলকাতা, 2 জুলাই: শিয়ালদা ও দমদমের মধ্যে 22 নম্বর সেতুর রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকতে চলেছে একাধিক লোকাল ট্রেনের চলাচল ৷ আজ, শনিবার রাত সাড়ে 11টা থেকে রবিবার সকাল সাড়ে 9টা পর্যন্ত বন্ধ থাকবে এই ট্রেন চলাচল ৷ এই 10 ঘণ্টার জন্য মোট 38টি লোকাল ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে পূর্ব রেল (Cancellation of Local Train Service) ৷ এছাড়াও যাত্রার সময়সূচি বদল করা হয়েছে 6টি এক্সপ্রেস ট্রেনের ৷

যে লোকাল ট্রেনগুলি বাতিল হচ্ছে সেগুলি হল, 33651 আপ ও 33652 ডাউন হাবড়া লোকাল, 32213 আপ ও 32217 ডাউন ডানকুনি লোকাল, 32214 ডাউন ও 31611 আপ রানাঘাট লোকাল,31615 আপ ও 31616 ডাউন রানাঘাট লোকাল ৷ এছাড়াও বাতিলের তালিকায় রয়েছে এই সময়সীমার মধ্যে চলাচলকারী আপ ও ডাউন কল্যাণী সীমান্ত লোকাল, আপ ও ডাউন দত্তপুকুর লোকাল, আপ ও ডাউন হাসনাবাদ লোকাল, আপ ও ডাউন ব্যারাকপুর লোকাল, আপ ও ডাউন নৈহাটি লোকাল, আপ ও ডাউন বারাসত লোকাল, আপ ও ডাউন শান্তিপুর লোকাল, আপ ও ডাউন বজবজ লোকাল, আপ ও ডাউন গেদে লোকাল ৷

আরও পড়ুন : স্নাতক স্তরে ভর্তির আবেদন শুরু 18 জুলাই থেকে

এছাড়াও কয়েকটি এক্সপ্রেস ট্রেনের যাত্রার সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে । 13154 মালদা টাউন-শিয়ালদা গৌর এক্সপ্রেস শনিবার 5 ঘন্টা দেরিতে অন্য রুট দিয়ে যাত্রা করবে । 12344 নিউ জলপাইগুড়ি-শিয়ালদা দার্জিলিং মেল আজকে 5 ঘন্টা দেরিতে ছাড়বে ও ভিন্ন রুটে যাত্রা করবে । 13150 আলিপুরদুয়ার-শিয়ালদা কাঞ্চন কন্যা এক্সপ্রেস শনিবার 2 ঘন্টা দেরিতে ছাড়বে ও এই ট্রেনের যাত্রাপথও বদল করা হয়েছে । 13106 বালিয়া-শিয়ালদা এক্সপ্রেস 6 ঘন্টা দেরিতে, আড়াই ঘণ্টা দেরিতে ছাড়বে 12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস ৷ 13173 শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রবিবার 3 ঘণ্টা 25 মিনিট দেরিতে ছাড়বে ৷

কলকাতা, 2 জুলাই: শিয়ালদা ও দমদমের মধ্যে 22 নম্বর সেতুর রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকতে চলেছে একাধিক লোকাল ট্রেনের চলাচল ৷ আজ, শনিবার রাত সাড়ে 11টা থেকে রবিবার সকাল সাড়ে 9টা পর্যন্ত বন্ধ থাকবে এই ট্রেন চলাচল ৷ এই 10 ঘণ্টার জন্য মোট 38টি লোকাল ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে পূর্ব রেল (Cancellation of Local Train Service) ৷ এছাড়াও যাত্রার সময়সূচি বদল করা হয়েছে 6টি এক্সপ্রেস ট্রেনের ৷

যে লোকাল ট্রেনগুলি বাতিল হচ্ছে সেগুলি হল, 33651 আপ ও 33652 ডাউন হাবড়া লোকাল, 32213 আপ ও 32217 ডাউন ডানকুনি লোকাল, 32214 ডাউন ও 31611 আপ রানাঘাট লোকাল,31615 আপ ও 31616 ডাউন রানাঘাট লোকাল ৷ এছাড়াও বাতিলের তালিকায় রয়েছে এই সময়সীমার মধ্যে চলাচলকারী আপ ও ডাউন কল্যাণী সীমান্ত লোকাল, আপ ও ডাউন দত্তপুকুর লোকাল, আপ ও ডাউন হাসনাবাদ লোকাল, আপ ও ডাউন ব্যারাকপুর লোকাল, আপ ও ডাউন নৈহাটি লোকাল, আপ ও ডাউন বারাসত লোকাল, আপ ও ডাউন শান্তিপুর লোকাল, আপ ও ডাউন বজবজ লোকাল, আপ ও ডাউন গেদে লোকাল ৷

আরও পড়ুন : স্নাতক স্তরে ভর্তির আবেদন শুরু 18 জুলাই থেকে

এছাড়াও কয়েকটি এক্সপ্রেস ট্রেনের যাত্রার সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে । 13154 মালদা টাউন-শিয়ালদা গৌর এক্সপ্রেস শনিবার 5 ঘন্টা দেরিতে অন্য রুট দিয়ে যাত্রা করবে । 12344 নিউ জলপাইগুড়ি-শিয়ালদা দার্জিলিং মেল আজকে 5 ঘন্টা দেরিতে ছাড়বে ও ভিন্ন রুটে যাত্রা করবে । 13150 আলিপুরদুয়ার-শিয়ালদা কাঞ্চন কন্যা এক্সপ্রেস শনিবার 2 ঘন্টা দেরিতে ছাড়বে ও এই ট্রেনের যাত্রাপথও বদল করা হয়েছে । 13106 বালিয়া-শিয়ালদা এক্সপ্রেস 6 ঘন্টা দেরিতে, আড়াই ঘণ্টা দেরিতে ছাড়বে 12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস ৷ 13173 শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রবিবার 3 ঘণ্টা 25 মিনিট দেরিতে ছাড়বে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.