ETV Bharat / city

বৈশাখির অভিযোগে আমার কাছে দুঃখজনক : পার্থ

author img

By

Published : Aug 7, 2019, 7:45 PM IST

Updated : Aug 7, 2019, 10:35 PM IST

"বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ আমার কাছে দুঃখজনক ৷ 23 জুলাই শোভনের বাড়িতে যাওয়ার সঙ্গে সোশাল মিডিয়ায় বৈশাখিকে হেনস্থার কোনও সম্পর্ক নেই ৷" সাংবাদিক বৈঠকে বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

পার্থ চট্টোপাধ্যায়- ফাইল ছবি

কলকাতা, 7 অগাস্ট : "বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ আমার কাছে দুঃখজনক । 23 জুলাই শোভনের বাড়িতে যাওয়ার সঙ্গে সোশাল মিডিয়ায় বৈশাখিকে হেনস্থার কোনও সম্পর্ক নেই ৷" নাকতলার বাড়িতে সাংবাদিক বৈঠক করে একথা বললেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ সেইসঙ্গে তিনি জানান, ওঁর বিরুদ্ধে কোনও ষড়ষন্ত্র-চক্রান্ত হলে লিখিত অভিযোগ দিন । আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।

আজ মিল্লি-আল-আমিন কলেজের অধ্যক্ষ পদ ও চাকরি থেকে বৈশাখির ইস্তফা প্রসঙ্গে শিক্ষমন্ত্রী বলেন, "ওর মন্তব্য অত্যন্ত দুঃখজনক । ২৩ জুলাই শোভনের বাড়ি যাওয়া, শোভনের সঙ্গে কথা বলা, এই বিষয়টিকে এক করে দেখার কোনও মানে নেই । আমার কোনও শর্ত নেই । তিনি সসম্মানে কাজ করবেন । উনি যদি কলেজের আইন মেনে কাজ করেন, তাতে শিক্ষা দপ্তর কেন হস্তক্ষেপ করবে?" তিনি বৈশাখির উদ্দেশে আরও বলেন, "উত্তেজনার বশে, আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না । "

আরও পড়ুন : হেনস্থার অভিযোগ তুলে পদত্যাগ বৈশাখির, কেঁদে ফেললেন সাংবাদিক বৈঠকে

শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়া প্রসঙ্গে পার্থবাবু বলেন, "দাদা হিসেবে ভাইকে বলেছিলাম সক্রিয় হতে ৷ শোভন অনেকদিন ধরেই নিষ্ক্রিয় রয়েছেন । উনি তো এখনও দলীয় বিধায়ক । " "বন্ধু" শোভন চট্টোপাধ্যায়কে পাশে বসিয়ে বৈশাখি বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন ।

কলকাতা, 7 অগাস্ট : "বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ আমার কাছে দুঃখজনক । 23 জুলাই শোভনের বাড়িতে যাওয়ার সঙ্গে সোশাল মিডিয়ায় বৈশাখিকে হেনস্থার কোনও সম্পর্ক নেই ৷" নাকতলার বাড়িতে সাংবাদিক বৈঠক করে একথা বললেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ সেইসঙ্গে তিনি জানান, ওঁর বিরুদ্ধে কোনও ষড়ষন্ত্র-চক্রান্ত হলে লিখিত অভিযোগ দিন । আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।

আজ মিল্লি-আল-আমিন কলেজের অধ্যক্ষ পদ ও চাকরি থেকে বৈশাখির ইস্তফা প্রসঙ্গে শিক্ষমন্ত্রী বলেন, "ওর মন্তব্য অত্যন্ত দুঃখজনক । ২৩ জুলাই শোভনের বাড়ি যাওয়া, শোভনের সঙ্গে কথা বলা, এই বিষয়টিকে এক করে দেখার কোনও মানে নেই । আমার কোনও শর্ত নেই । তিনি সসম্মানে কাজ করবেন । উনি যদি কলেজের আইন মেনে কাজ করেন, তাতে শিক্ষা দপ্তর কেন হস্তক্ষেপ করবে?" তিনি বৈশাখির উদ্দেশে আরও বলেন, "উত্তেজনার বশে, আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না । "

আরও পড়ুন : হেনস্থার অভিযোগ তুলে পদত্যাগ বৈশাখির, কেঁদে ফেললেন সাংবাদিক বৈঠকে

শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়া প্রসঙ্গে পার্থবাবু বলেন, "দাদা হিসেবে ভাইকে বলেছিলাম সক্রিয় হতে ৷ শোভন অনেকদিন ধরেই নিষ্ক্রিয় রয়েছেন । উনি তো এখনও দলীয় বিধায়ক । " "বন্ধু" শোভন চট্টোপাধ্যায়কে পাশে বসিয়ে বৈশাখি বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন ।

Intro:শোভনকে পাশে বসিয়ে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে একযোগে তোপ দাগল বৈশাখী


কলকাতা, ৭ অগাষ্ট : বন্ধু শোভন চট্টোপাধ্যায়কে পাশে বসিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একযোগে তোপ দাগলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি অভিযোগ তুলে বলেন, 'আমার কাছে রিপোর্ট রয়েছে শিক্ষা মন্ত্রীর নির্দেশে গত দুদিন ধরে আমাকে হেনস্থা করা হচ্ছে। শিক্ষা মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। গোটা বিষয়টি আমার কাছে বিস্ময়কর এবং অত্যন্ত বেদনার। একটা শিক্ষিত মানুষকে কমিউন্যাল ট্যাগ দেওয়া যায়, এটার সঙ্গে পরিচিত হলাম প্রথম।' পাশাপাশি মিল্লি আল আমিন কলেজ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি

Body:

দলের সঙ্গে শোভন ও বৈশাখীর দূরত্ব তৈরি হওয়ার পর থেকেই অব্যাহত ঠান্ডা লড়াইয়ের আবহ। এবার তা প্রকট হল। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শোভনকে পাশে নিয়ে আজ সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন বৈশাখী। শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়ি থেকে সোশ্যাল মিডিয়ায় হেনস্তার দায় নিয়ে কার্যত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দূষলেন তিনি। বৈশাখী বললেন, 'গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করা হচ্ছে। একজনের নেতৃত্বে গুটি কতক ও অশুভবুদ্ধি সম্পন্ন মানুষ কমিউনাল ট্যাগ দেওয়া শুরু করেছেন। একটা শিক্ষিত মানুষকে এভাবে কমিউনাল ট্যাগ দেওয়া যায় এর সঙ্গে কখনও পরিচিত ছিলাম না। সভ্য সমাজে আজকের দিনেও এমনটা হয় বলে অবাক লাগছে। আমার কাছে রিপোর্ট রয়েছে শিক্ষা মন্ত্রীর নির্দেশে এমনটা হচ্ছে। আর শিক্ষামন্ত্রীর ওপরে নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আগামীকাল কলেজ অধ্যক্ষের সঙ্গে দেখা করবেন বৈশাখী। সিদ্ধান্ত নিয়েছেন মিল্লি আল আমিন কলেজ থেকে ইস্তফা দেওয়ার। সকালে উচ্চশিক্ষা দপ্তর থেকে ফোন এসেছিল বৈশাখীর কাছে। পথ থেকে সরিয়ে দেওয়ার আগেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রত্যয়ের সঙ্গে বৈশাখী বললেন, আমার অস্ত্র ও আমার শক্তি হলেও সত্য।

Conclusion:
Last Updated : Aug 7, 2019, 10:35 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.