ETV Bharat / city

Fake IPS : সুপারি কিলারের টাকা মেটাতে বাবার পিএফ অ্য়াকাউন্টেও হাত দিয়েছিল রাজর্ষি - কলকাতা পুলিশ

সুপারি কিলারের টাকা মেটাতে বাবার পিএফ অ্য়াকাউন্টেও হাত দিয়েছিল রাজর্ষি ভট্টাচার্য ৷ প্রেমিকার হবু স্বামীকে খুনের ছক কষেছিল ভুয়ো আইপিএস কাণ্ডে ধৃত রাজর্ষি ৷ নিয়োগ করেছিল সুপারি কিলার ৷ সেই সুপারি কিলারকে টাকা দেওয়ার জন্যই বাবার পিএফ অ্য়াকাউন্ট থেকে বেশ কয়েক দফায় লক্ষাধিক টাকা তুলে নিয়েছিল সে ৷

Fake IPS : Rajarshi Bhattacharya withdrawn money from his father PF account to pay Supari Killer
Fake IPS : সুপারি কিলারের টাকা মেটাতে বাবার পিএফ অ্য়াকাউন্টেও হাত দিয়েছিল রাজর্ষি
author img

By

Published : Jul 31, 2021, 4:33 PM IST

কলকাতা, 31 জুলাই : লোক ঠকানোর কারবার চালাতে গিয়ে নিজের বাবাকেও ছাড়েনি ভুয়ো আইপিএস (Fake IPS) কাণ্ডে ধৃত রাজর্ষি ভট্টাচার্য (Rajarshi Bhattacharya) ৷ তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন, বাবার পিএফ অ্য়াকাউন্ট থেকে বেশ কয়েক দফায় লক্ষাধিক টাকা তুলে নিয়েছিল সে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, সুপারি কিলারকে টাকা দেওয়ার জন্যই এই কাণ্ড ঘটিয়েছিল রাজর্ষি ৷

আরও পড়ুন : ips: ভুয়ো আইপিএস রাজর্ষির সঙ্গে এএসআইয়ের যোগের সন্ধান পেল পুলিশ

ভুয়ো আইপিএস কাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই রাজর্ষির বাড়িতে তল্লাশি চালিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ উদ্ধার হয়েছে কার্তুজ ও আগ্নেয়াস্ত্র ৷ পুলিশের হাতে আসা তথ্য বলছে, এক ব্যক্তিকে খুনের ষড়যন্ত্র করেছিল রাজর্ষি ৷ সেই কারণেই সুপারি কিলার নিয়োগ বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু সেই পেশাদার খুনিকে দেওয়ার মতো টাকা রাজর্ষির কাছে ছিল না ৷

পাশাপাশি, এই ঘটনায় ইতিমধ্যেই পার্ক স্ট্রিট থানার একজন এএসআই-এর নাম জড়িয়েছে ৷ সূত্রের খবর, আইপিএসের পরিচয় ভাঁড়িয়ে ওই পুলিশ আধিকারিকের সঙ্গে বন্ধুত্ব করেছিল রাজর্ষি ৷ এই তথ্য আদৌ সঠিক, নাকি এর পিছনে অন্য রহস্য রয়েছে, তা জানতে ওই এএসআই-এর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে পার্ক স্ট্রিট থানা ৷ তদন্ত করছে লালবাজারও ৷ লালবাজার সূত্রে জানা গিয়েছে, ভুয়ো আইপিএস কাণ্ডে শুক্রবার রাত পর্যন্ত অন্তত সাতজনকে ডেকে এনে জেরা করা হয়েছে ৷ পার্ক স্ট্রিট থানার সংশ্লিষ্ট এএসআই ছাড়া আর কেউ রাজর্ষির সঙ্গে কোনওভাবে কোনও ঘটনায় জড়িত ছিলেন কিনা, তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা ৷

আরও পড়ুন : ভুয়ো মানবাধিকার সংগঠককে হেফাজতে নিল চন্দননগর কমিশনারেটের পুলিশ

এসবেরই মধ্যেই রহস্য দানা বাঁধছে এক তরণীকে নিয়ে ৷ সূত্রের দাবি, ওই তরণী রাজর্ষির প্রেমিকা হলেও অন্য ছেলের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল ৷ রাজর্ষি এটা মেনে নিতে পারেনি ৷ যে কোনও মূল্যে প্রেমিকার বিয়ে আটকাতে মরিয়া ছিল সে ৷ আর সেই কারণেই যে পাত্রের সঙ্গে ওই তরুণীর বিয়ে ঠিক হয়েছিল, তাঁকে খুনের ছক কষে রাজর্ষি ৷ খুনের বরাত দেয় সুপারি কিলারকে ৷ সেই বরাতের টাকা মেটাতেই বাবার পিএফ অ্য়াকাউন্টের দিকে হাত বাড়ায় ভুয়ো আইপিএস কাণ্ডে ধৃত রাজর্ষি ভট্টাচার্য ৷

কলকাতা, 31 জুলাই : লোক ঠকানোর কারবার চালাতে গিয়ে নিজের বাবাকেও ছাড়েনি ভুয়ো আইপিএস (Fake IPS) কাণ্ডে ধৃত রাজর্ষি ভট্টাচার্য (Rajarshi Bhattacharya) ৷ তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন, বাবার পিএফ অ্য়াকাউন্ট থেকে বেশ কয়েক দফায় লক্ষাধিক টাকা তুলে নিয়েছিল সে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, সুপারি কিলারকে টাকা দেওয়ার জন্যই এই কাণ্ড ঘটিয়েছিল রাজর্ষি ৷

আরও পড়ুন : ips: ভুয়ো আইপিএস রাজর্ষির সঙ্গে এএসআইয়ের যোগের সন্ধান পেল পুলিশ

ভুয়ো আইপিএস কাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই রাজর্ষির বাড়িতে তল্লাশি চালিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ উদ্ধার হয়েছে কার্তুজ ও আগ্নেয়াস্ত্র ৷ পুলিশের হাতে আসা তথ্য বলছে, এক ব্যক্তিকে খুনের ষড়যন্ত্র করেছিল রাজর্ষি ৷ সেই কারণেই সুপারি কিলার নিয়োগ বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু সেই পেশাদার খুনিকে দেওয়ার মতো টাকা রাজর্ষির কাছে ছিল না ৷

পাশাপাশি, এই ঘটনায় ইতিমধ্যেই পার্ক স্ট্রিট থানার একজন এএসআই-এর নাম জড়িয়েছে ৷ সূত্রের খবর, আইপিএসের পরিচয় ভাঁড়িয়ে ওই পুলিশ আধিকারিকের সঙ্গে বন্ধুত্ব করেছিল রাজর্ষি ৷ এই তথ্য আদৌ সঠিক, নাকি এর পিছনে অন্য রহস্য রয়েছে, তা জানতে ওই এএসআই-এর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে পার্ক স্ট্রিট থানা ৷ তদন্ত করছে লালবাজারও ৷ লালবাজার সূত্রে জানা গিয়েছে, ভুয়ো আইপিএস কাণ্ডে শুক্রবার রাত পর্যন্ত অন্তত সাতজনকে ডেকে এনে জেরা করা হয়েছে ৷ পার্ক স্ট্রিট থানার সংশ্লিষ্ট এএসআই ছাড়া আর কেউ রাজর্ষির সঙ্গে কোনওভাবে কোনও ঘটনায় জড়িত ছিলেন কিনা, তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা ৷

আরও পড়ুন : ভুয়ো মানবাধিকার সংগঠককে হেফাজতে নিল চন্দননগর কমিশনারেটের পুলিশ

এসবেরই মধ্যেই রহস্য দানা বাঁধছে এক তরণীকে নিয়ে ৷ সূত্রের দাবি, ওই তরণী রাজর্ষির প্রেমিকা হলেও অন্য ছেলের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল ৷ রাজর্ষি এটা মেনে নিতে পারেনি ৷ যে কোনও মূল্যে প্রেমিকার বিয়ে আটকাতে মরিয়া ছিল সে ৷ আর সেই কারণেই যে পাত্রের সঙ্গে ওই তরুণীর বিয়ে ঠিক হয়েছিল, তাঁকে খুনের ছক কষে রাজর্ষি ৷ খুনের বরাত দেয় সুপারি কিলারকে ৷ সেই বরাতের টাকা মেটাতেই বাবার পিএফ অ্য়াকাউন্টের দিকে হাত বাড়ায় ভুয়ো আইপিএস কাণ্ডে ধৃত রাজর্ষি ভট্টাচার্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.