ETV Bharat / city

APDR : সংগঠনের 50তম বর্ষপূর্তিতে দ্বিখণ্ডিত এপিডিআর !

শনিবার ছিল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এপিডিআর-এর 50তম প্রতিষ্ঠা দিবস ছিল (APDR 50th Foundation Day) । সেই দিনে সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল বলে অভিযোগ ৷

factionalism-in-apdr-on-organisation-50th-foundation-day
APDR : সংগঠনের 50তম বর্ষপূর্তিতে দ্বিখণ্ডিত এপিডিআর !
author img

By

Published : Jun 25, 2022, 4:40 PM IST

Updated : Jun 25, 2022, 5:08 PM IST

কলকাতা, 25 জুন : আদি-নব্যের দ্বন্দ্বে জর্জরিত মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করা সংগঠন এপিডিআর (APDR) । সংগঠনের 50তম বর্ষপূর্তি অনুষ্ঠানেও সেই দ্বন্দ্বের ছাপ স্পষ্ট হল । অভিযোগ, নীতিগত ও ভোটাভুটি সংক্রান্ত বিষয় নিয়ে আদি-নব্যের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে । এক পক্ষ আরেক পক্ষকে পারস্পরিক রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলেছেন । একদলকে শাসক দল তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলা হচ্ছে । পালটা অপর গোষ্ঠীকে অতিবাম ঘনিষ্ঠ বলা হচ্ছে । ফলে মানুষের গণতান্ত্রিক অধিকার (Human Rights) রক্ষার লড়াই করা সংগঠনের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, তা এখনই বলা সম্ভব নয় বলে মনে করছেন অনেকে ।

সংগঠনের সদস্যরা জানিয়েছেন, 1972 সালের 25 জুন সমাজকে পাল্টানোর স্বপ্ন নিয়ে একদল মানুষ গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এপিডিআর গঠন করে । তারপর থেকে প্রায় 50 বছর ধরে গণতান্ত্রিক পদ্ধতিতে বহুত্বের স্বরকে বজায় রেখে নানা ইস্যুতে লড়াই করা হয়েছে । রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে সরব হওয়া, রাজনৈতিক বন্দিদের মুক্তি থেকে জেলের ভেতরে থাকা সমস্ত বন্দির মর্যাদা রক্ষার জন্য লড়াই করে যাচ্ছে এই সংগঠন । মানুষের জীবন-জীবিকা থেকে শুরু করে পরিবেশ আন্দোলন ও সংগঠন করে থাকে । কিন্তু দীর্ঘ পথ চলার পরে সেই সংগঠনেই এখন ফাটল দেখা দিয়েছে । অভিযোগ উঠছে, রাজনৈতিক মদতেই দলের অন্তরে ফাটল দেখা দিয়েছে ।

factionalism-in-apdr-on-organisation-50th-foundation-day
এপিডিআর-এর মিছিল

25 জুন শনিবার এপিডিআর-এর 50তম প্রতিষ্ঠা দিবস ছিল (APDR 50th Foundation Day) । শুক্রবার থেকেই কলকাতা-সহ জেলার বিভিন্ন জায়গায় সংগঠনের বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে । দুই গোষ্ঠীর দু’রকম ভাবে উদযাপন করছে । শনিবার বিকেল 3টে থেকে কলেজ স্কোয়ার সংলগ্ন মহাবোধি সোসাইটি হলে কথায়-গানে সমিতির পাঁচ দশকের পথচলার পর্যালোচনার সঙ্গেই সম-সময়ের বিপন্নতা থেকে উত্তরণের পথ-সন্ধান করে এপিডিআরের সুজাত ভদ্র গোষ্ঠী । যদিও দেশের বাইরে থাকার কারণে এদিনের অনুষ্ঠানে সুজাত ভদ্র অনুপস্থিত ছিলেন । তাঁকে ফোনে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি ।

25 জুন শনিবার এপিডিআর-এর 50তম প্রতিষ্ঠা দিবস

অন্যদিকে এপিডিআরের রঞ্জিত শূর গোষ্ঠী শুক্রবার কলকাতার হিন্দ সিনেমার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার পর একাধিক জায়গায় সভা-সমাবেশ করে । শনিবার সকাল 11টা থেকে মুসলিম ইনস্টিটিউটে দেশের একাধিক মানবাধিকার সংগঠনের নেতৃত্বের উপস্থিতিতে সমাবেশ করে ।

তারপরও এই গোষ্ঠীদ্বন্দ্বের তথ্য মানতে নারাজ এপিডিআর কর্মী তথা অন্যতম সংগঠক রঞ্জিত শূর । শনিবার তিনি ইটিভি ভারতকে বলেন, ‘‘এপিডিআর-এ কোনও ফাটল ধরেনি। তবে কিছু মানুষ এপিডিআর এর নাম ভাঁড়িয়ে শাসক দলের হয়ে কাজ করছেন । তাঁরা কোথায় কৃষকসভা সমাবেশ করছে, আমার তা জানা নেই । আর আমাদের বিরুদ্ধে যে অভিযোগ খাড়া করা হচ্ছে, তা সর্বৈব মিথ্যা ।’’

আরও পড়ুন : Mamata Banerjee : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও লোকায়ুক্ত পদে নাম সুপারিশ মমতার

কলকাতা, 25 জুন : আদি-নব্যের দ্বন্দ্বে জর্জরিত মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করা সংগঠন এপিডিআর (APDR) । সংগঠনের 50তম বর্ষপূর্তি অনুষ্ঠানেও সেই দ্বন্দ্বের ছাপ স্পষ্ট হল । অভিযোগ, নীতিগত ও ভোটাভুটি সংক্রান্ত বিষয় নিয়ে আদি-নব্যের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে । এক পক্ষ আরেক পক্ষকে পারস্পরিক রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলেছেন । একদলকে শাসক দল তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলা হচ্ছে । পালটা অপর গোষ্ঠীকে অতিবাম ঘনিষ্ঠ বলা হচ্ছে । ফলে মানুষের গণতান্ত্রিক অধিকার (Human Rights) রক্ষার লড়াই করা সংগঠনের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, তা এখনই বলা সম্ভব নয় বলে মনে করছেন অনেকে ।

সংগঠনের সদস্যরা জানিয়েছেন, 1972 সালের 25 জুন সমাজকে পাল্টানোর স্বপ্ন নিয়ে একদল মানুষ গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এপিডিআর গঠন করে । তারপর থেকে প্রায় 50 বছর ধরে গণতান্ত্রিক পদ্ধতিতে বহুত্বের স্বরকে বজায় রেখে নানা ইস্যুতে লড়াই করা হয়েছে । রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে সরব হওয়া, রাজনৈতিক বন্দিদের মুক্তি থেকে জেলের ভেতরে থাকা সমস্ত বন্দির মর্যাদা রক্ষার জন্য লড়াই করে যাচ্ছে এই সংগঠন । মানুষের জীবন-জীবিকা থেকে শুরু করে পরিবেশ আন্দোলন ও সংগঠন করে থাকে । কিন্তু দীর্ঘ পথ চলার পরে সেই সংগঠনেই এখন ফাটল দেখা দিয়েছে । অভিযোগ উঠছে, রাজনৈতিক মদতেই দলের অন্তরে ফাটল দেখা দিয়েছে ।

factionalism-in-apdr-on-organisation-50th-foundation-day
এপিডিআর-এর মিছিল

25 জুন শনিবার এপিডিআর-এর 50তম প্রতিষ্ঠা দিবস ছিল (APDR 50th Foundation Day) । শুক্রবার থেকেই কলকাতা-সহ জেলার বিভিন্ন জায়গায় সংগঠনের বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে । দুই গোষ্ঠীর দু’রকম ভাবে উদযাপন করছে । শনিবার বিকেল 3টে থেকে কলেজ স্কোয়ার সংলগ্ন মহাবোধি সোসাইটি হলে কথায়-গানে সমিতির পাঁচ দশকের পথচলার পর্যালোচনার সঙ্গেই সম-সময়ের বিপন্নতা থেকে উত্তরণের পথ-সন্ধান করে এপিডিআরের সুজাত ভদ্র গোষ্ঠী । যদিও দেশের বাইরে থাকার কারণে এদিনের অনুষ্ঠানে সুজাত ভদ্র অনুপস্থিত ছিলেন । তাঁকে ফোনে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি ।

25 জুন শনিবার এপিডিআর-এর 50তম প্রতিষ্ঠা দিবস

অন্যদিকে এপিডিআরের রঞ্জিত শূর গোষ্ঠী শুক্রবার কলকাতার হিন্দ সিনেমার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার পর একাধিক জায়গায় সভা-সমাবেশ করে । শনিবার সকাল 11টা থেকে মুসলিম ইনস্টিটিউটে দেশের একাধিক মানবাধিকার সংগঠনের নেতৃত্বের উপস্থিতিতে সমাবেশ করে ।

তারপরও এই গোষ্ঠীদ্বন্দ্বের তথ্য মানতে নারাজ এপিডিআর কর্মী তথা অন্যতম সংগঠক রঞ্জিত শূর । শনিবার তিনি ইটিভি ভারতকে বলেন, ‘‘এপিডিআর-এ কোনও ফাটল ধরেনি। তবে কিছু মানুষ এপিডিআর এর নাম ভাঁড়িয়ে শাসক দলের হয়ে কাজ করছেন । তাঁরা কোথায় কৃষকসভা সমাবেশ করছে, আমার তা জানা নেই । আর আমাদের বিরুদ্ধে যে অভিযোগ খাড়া করা হচ্ছে, তা সর্বৈব মিথ্যা ।’’

আরও পড়ুন : Mamata Banerjee : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও লোকায়ুক্ত পদে নাম সুপারিশ মমতার

Last Updated : Jun 25, 2022, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.