কলকাতা, 7 সেপ্টেম্বর : কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর দেবাশিস রায়ের কেষ্টপুরের বাড়িতে বিস্ফোরণ । 90 শতাংশ পুড়ে গিয়েছে তাঁর স্ত্রী সাথি রায়ের শরীর ৷ তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভরতি করা হয়েছে ৷
গতরাতে কেষ্টপুরে ত্রিমূর্তি আবাসনের এক তলার একটি ঘর থেকে বিকট শব্দ শোনা যায় । সেই সময় গৃহকর্তা দেবাশিস রায় ঘরের বাইরে দাঁড়িয়ে ছিলেন । তাঁর স্ত্রী সাথি রান্নাঘরে ছিলেন । আওয়াজ শুনে দেবাশিসবাবু ও তাঁর শ্যালক দু'জনেই ঘরের ভিতরে যান । দেখতে পান, তাঁর স্ত্রীর শরীরের অনেকাংশই পুড়ে গেছে । ঘরের দরজা ভেঙে গেছে । শোওয়ার এবং খাবার ঘরও লন্ডভন্ড ৷ কিন্তু রান্না ঘরে বিস্ফোরণ হলেও সেখানে খুব বেশি ক্ষতি হয়নি । গ্যাস সিলিন্ডার ও চিমনি অবিকৃত ছিল ।
আরও পড়ুন : কপালে বন্দুক ঠেকিয়ে গায়িকাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত তৃণমূল নেতা
দ্রুত সাথি রায়কে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বাগুইআটি থানার পুলিশ রাতেই ঘটনাস্থানে যায় । ওই আবাসনের নিরাপত্তাকর্মী প্রবীরবাবু জানিয়েছেন, "আমাদের আবাসনের সম্পাদক দেবাশিসবাবু । রাতে পাড়ার গণেশ পুজোর নিরঞ্জন সেরে বাড়ি ফিরে এসেছিলেন । পরে আমরা একটা বিকট শব্দ শুনতে পাই । আর তখনই ছুটে গিয়ে দেখি দেবাশিসবাবু তাঁর স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন ।"
বিস্ফোরণের কারণ নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে । প্রাথমিকভাবে পুলিশের বক্তব্য, কোনওভাবে দাহ্য গ্যাসে ভরে গিয়েছিল ঘর । সেই কারণেই আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ হয় ।