অভিজ্ঞ ও দক্ষ শিপ ডিজা়ইনার ও সিস্টেম ম্যান নিয়োগ করছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস লিমিটেড। অনলাইন আবেদনের মাধ্যমে মোট 8 টি আসনে কর্মী নেওয়া হবে । কেবলমাত্র গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস লিমিটেডের সাইটের (www.grse.in) মাধ্যমে আবেদন করা যাবে (নিচে লিঙ্ক প্রদত্ত)। নারী-পুরুষ নির্বিশেষে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন ।
কোন পদের জন্য কী যোগ্যতার প্রয়োজন :
এক্সপার্ট (ডিজা়ইনিং)-র জন্য
1. আসন সংখ্যা : এই পদে মোট 7 জনকে নেওয়া হবে।
2. শিক্ষাগত যোগ্যতা : চার বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিউটি থাকতে হবে (BE/B.Tech/B.Sc (Engg))।
অথবা
মেকানিকাল/ ইলেক্ট্রিকাল/ ইলেক্ট্রনিক্সে 60 শতাংশ থাকতে হবে।
3. অভিজ্ঞতা : নূন্যতম 20 বছর শিপবিল্ডিং-এ অভিজ্ঞতা থাকতে হবে। অথবা 10 বছরের শিপ ডিজ়াইনিং-এর দক্ষতা থাকতে হবে।
ক্লাসিফিকেশন সোসাইটি রুসের উপর অভিজ্ঞতা থাকতে হবে।
যুদ্ধজাহাজের নকশার পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে।
OEM বিল্ডিং-এর উপর অভিজ্ঞতা থাকতে হবে।
3. বয়সসীমা : 2020 সালের ১লা জানুয়ারির আগে সর্বোচ্চ 65 বছর বয়সের মধ্যে থাকতে হবে ।
এক্সপার্ট (সিস্টেম)-এর জন্য
1. আসন সংখ্যা : এই পদে মোট 1 জনকে নেওয়া হবে।
২. শিক্ষাগত যোগ্যতা : চার বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিউটি থাকতে হবে (BE/B.Tech/B.Sc (Engg))।
মেকানিকাল/ মেরিন ইঞ্জিনিয়ারিং-এ 60 শতাংশ থাকতে হবে।
3. অভিজ্ঞতা : কমপক্ষে 20 বছর শিপিং শিল্পে অভিজ্ঞতা থাকতে হবে।
PSI-র ফোরকাস্ট, প্ল্যান, ওর্গানাইজেশ়নের উপর অভিজ্ঞতা থাকতে হবে।
3. বয়সসীমা : 2020 সালের 1লা জানুয়ারির আগে সর্বোচ্চ 65 বছর বয়সের মধ্যে থাকতে হবে ।
আরও তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইট বা অফিশিয়াল বিজ্ঞপ্তিতে চোখ রাখুন ।
অ্যাপ্লিকেশন ফি : অ্যাপ্লিকেশন ফি 571 টাকা। ফি দেওয়া যাবে ব্যাঙ্ক চালানের মাধ্যমে। SC/STPWD প্রার্থীদের কোনও টাকা লাগবে না। আরও তথ্য জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে চোখ রাখুন ।
আবেদন করার প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস লিমিটেডের সাইট www.grse.in-এর মাধ্য়মে আবেদন জানাতে পারেন । 10.06.2020 থেকে 24.06.2020-এর মধ্যে করা আবেদনগুলি গ্রহণ করা হবে ।
অ্যাপ্লিকেশন ফি দিয়ে অনলাইন আবেদন করলে একটি রেজিস্ট্রেশন / অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখা যাবে কম্পিউটারের পরদায় । সেটির প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে । প্রক্রিয়ার মাধ্যমেই সমস্ত ভেরিফিকেশন হয়ে যাবে ।
এই প্রসঙ্গে আরও জানতে চোখ রাখুন অফিশিয়াল বিজ্ঞপ্তিতে ।
গুরুত্বপূর্ণ তারিখ :
অনলাইনে আবেদন দেওয়া শুরু হয়েছে - 10.06.2020
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ - 24.06.2020
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ইটিভি ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, আরও বিস্তারিত জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।