কলকাতা, 8 জুন: এ মাসের 12 থেকে 17 তারিখ - পাঁচটি রেল দফতরের তরফে নেওয়া হবে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (NTPC) পরীক্ষা। এই রাজ্য থেকেও বহু পরীক্ষার্থী দেবে NTPC নিয়োগের লেভেল 2, 3 ও 5-এর পরীক্ষা । এ বারে এই রাজ্য থেকে মূলত পরীক্ষা কেন্দ্র পড়েছে অন্ধ্রপ্রদেশে । তাই রাজ্যের পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ট্রেন চালাবার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল (NTPC Exam Special Train)।
80615 হাতিয়া-সেকেন্দ্রাবাদ হাতিয়া এক্সামিনেশন স্পেশাল ট্রেনটি হাতিয়া থেকে 10 জুন রাত 11.55 মিনিটে ছাড়বে । ট্রেনটি 12 জুন বেলা 11.30 মিনিটে সেকেন্দ্রবাদ পৌঁছবে ।
08616 সেকেন্দ্রাবাদ-হাতিয়া এক্সামিনেশন স্পেশাল ট্রেনটি 13 জুন সন্ধে 7.30তে সেকেন্দ্রাবাদ থেকে রওনা হয়ে হাতিয়া পৌঁছবে 15 জুন সকাল 6টায় ।
এই একজোড়া ট্রেনে একটি এসি টু টায়ার, দুটি এসি থ্রি টায়ার, 11টি স্লিপার ক্লাস ও 6 টি জেনারেল ক্লাসের ব্যবস্থা রয়েছে । পাশাপাশি NTPC পরীক্ষার্থীদের জন্য শালিমার থেকেও দেওয়া হচ্ছে ট্রেন ।
আরও পড়ুন: Trains canceled: রেললাইন তৈরির জন্য বাতিল 43 জোড়া ট্রেন, রুট পরিবর্তিত আরও 15টির
08005 শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সামিনেশন স্পেশাল ট্রেনটি শালিমার থেকে 11 জুন সকাল 6টার সময় ছাড়বে ৷ ট্রেনটি সেকেন্দ্রাবাদ পৌছবে 12 জুন বেলা 11 টায় ।
08006 সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সামিনেশন স্পেশাল ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে 14 জুন বেলা 2.30 মিনিটে রওনা হয়ে শালিমার পৌঁছবে 15 জুন রাত 9.20 মিনিটে ।
এই একজোড়া ট্রেনে একটি এসি টু টায়ার, একটি এসি থ্রি টায়ার, 11টি স্লিপার ক্লাস ও 5টি জেনারেল ক্লাসের ব্যবস্থা রয়েছে (examination special trains)। যাতায়াতের পথে আপ ও ডাউন লাইনে এই একজোড়া ট্রেন দাঁড়াবে সাঁতরাগাছি, খড়গপুর, বালাসোর, ভদ্রক, জজপুর, কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড, ব্রহ্মপুর, পালাসা, শ্রীকাকুলাম রোড, বিজয়ানগরাম, বিশাখাপত্তনম, রাজামুন্দ্রি, বিজয়ওয়াড়া ও গুন্টুরে ।