ETV Bharat / city

প্রযুক্তির উন্নতি ও বাণিজ্যিকীকরণের স্বার্থে TDAC সেন্টার গঠন রাজ্যের - প্রযুক্তির উন্নতি ও বাণিজ্যিকীকরণের স্বার্থে TDAC সেন্টার গঠন

যৌথভাবে টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডপটেশন সেন্টার (TDAC) স্থাপনের জন্য আজ রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি বিভাগ জোকায় অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) কলকাতা পরিচালিত এন্ট্রেপ্রেনিউরশিপ অ্যান্ড ইনোভেশন পার্কের সঙ্গে MoU সাক্ষর করেছে ।

Establishment of TDAC for the advancement and commercialization of technology
Establishment of TDAC for the advancement and commercialization of technology
author img

By

Published : Oct 6, 2020, 12:28 AM IST

কলকাতা, 5 অক্টোবর : টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডপটেশন সেন্টার (TDAC) গড়তে চলেছে রাজ্যের বিজ্ঞান-প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি বিভাগ (DSTBT) । বিজ্ঞানমূলক গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি নেতৃত্বাধীন উদ্যোক্তাদের সাহায্য করার জন্য একটি বাস্তুতন্ত্র তৈরি ও লালন-পালন করার উদ্দেশ্যেই এই সেন্টারটি তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ।

যৌথভাবে টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডপটেশন সেন্টার (TDAC) স্থাপনের জন্য আজ রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি বিভাগ জোকায় অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) কলকাতা পরিচালিত এন্ট্রেপ্রেনিউরশিপ অ্যান্ড ইনোভেশন পার্কের সঙ্গে MoU সাক্ষর করেছে । আজ মৌ-স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি বিভাগের মন্ত্রী ব্রাত্য বসু এবং বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব অনিল ভার্মা ।

আজ এ বিষয়ে রাজ্য সরকারের জারি করা প্রেস বিবৃতিতে বলা হয়েছে, পণ্যের বিকাশ, যুব সমাজকে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্যোক্তা হতে উৎসাহ দেওয়া এবং কর্মসংস্থান তৈরিতে সাহায্য করবে এটি । রাজ্যে বিজ্ঞান ও প্রযুক্তিগত সলিউশন অথবা গবেষণাগুলি, যেগুলির ভবিষ্যতে উন্নতির লক্ষণ থাকবে, সেগুলি টেকসই উদ্যোগ, ব্যবসা এবং গবেষণা আউটপুট বাণিজ্যিকীকরণের সুযোগ করে দিতে পারবে । TDAC প্রথম ধাপ থেকে ধীরে ধীরে উন্নত করার লক্ষ্যে প্রযুক্তি উদ্ভাবন করবে । যা অর্থনৈতিকভাবে ও পরিবেশগতভাবে টেকসই এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য বিকাশের জন্য প্রয়োজনের ভিত্তিতে ও অবস্থান ভিত্তিক নির্দিষ্ট সমস্যাগুলির সমাধান করবে উপযুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মধ্যস্থতার মাধ্যমে।

কলকাতা, 5 অক্টোবর : টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডপটেশন সেন্টার (TDAC) গড়তে চলেছে রাজ্যের বিজ্ঞান-প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি বিভাগ (DSTBT) । বিজ্ঞানমূলক গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি নেতৃত্বাধীন উদ্যোক্তাদের সাহায্য করার জন্য একটি বাস্তুতন্ত্র তৈরি ও লালন-পালন করার উদ্দেশ্যেই এই সেন্টারটি তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ।

যৌথভাবে টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডপটেশন সেন্টার (TDAC) স্থাপনের জন্য আজ রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি বিভাগ জোকায় অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) কলকাতা পরিচালিত এন্ট্রেপ্রেনিউরশিপ অ্যান্ড ইনোভেশন পার্কের সঙ্গে MoU সাক্ষর করেছে । আজ মৌ-স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি বিভাগের মন্ত্রী ব্রাত্য বসু এবং বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব অনিল ভার্মা ।

আজ এ বিষয়ে রাজ্য সরকারের জারি করা প্রেস বিবৃতিতে বলা হয়েছে, পণ্যের বিকাশ, যুব সমাজকে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্যোক্তা হতে উৎসাহ দেওয়া এবং কর্মসংস্থান তৈরিতে সাহায্য করবে এটি । রাজ্যে বিজ্ঞান ও প্রযুক্তিগত সলিউশন অথবা গবেষণাগুলি, যেগুলির ভবিষ্যতে উন্নতির লক্ষণ থাকবে, সেগুলি টেকসই উদ্যোগ, ব্যবসা এবং গবেষণা আউটপুট বাণিজ্যিকীকরণের সুযোগ করে দিতে পারবে । TDAC প্রথম ধাপ থেকে ধীরে ধীরে উন্নত করার লক্ষ্যে প্রযুক্তি উদ্ভাবন করবে । যা অর্থনৈতিকভাবে ও পরিবেশগতভাবে টেকসই এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য বিকাশের জন্য প্রয়োজনের ভিত্তিতে ও অবস্থান ভিত্তিক নির্দিষ্ট সমস্যাগুলির সমাধান করবে উপযুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মধ্যস্থতার মাধ্যমে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.