ETV Bharat / city

জিম প্রশিক্ষণ কেন্দ্র খুললে দিতে হতে পারে বিনোদন কর, ভাবনাচিন্তা পৌরনিগমের - Kolkata Municipal Corporation

এবার জিম প্রশিক্ষণ কেন্দ্র খুললে দিতে হতে পারে বিনোদন কর ৷ আগামী কাল পৌর অধিবেশনে প্রস্তাব পেশ করা হবে ৷ জানালেন পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Sep 18, 2019, 8:15 PM IST

Updated : Sep 18, 2019, 9:33 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : জিমের উপর চালু হতে চলেছে বিনোদন কর ৷ কলকাতা পৌরনিগমের পদক্ষেপ ৷ শহরের অলি-গলিতে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা AC ও নন AC জিমগুলিকে এবার থেকে দিতে হবে কর ৷

পৌর নিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, কর সংক্রান্ত একটি প্রস্তাব তৈরি করা হয়েছে ৷ সেটা মেয়রকে দেখানো হয়েছিল ৷ তিনি কিছু সংশোধন করতে বলেছিলেন ৷ বলেন, "মাল্টি জিমের একটা জনকল্যাণ মূলক দৃষ্টিভঙ্গি রয়েছে ৷ মানুষের স্বাস্থ্য ভালোর কাজ করে ৷ তাই করের পরিমাণ যাতে খুব বেশি না হয় তাই মেয়র সংশোধনী প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছিলেন ৷"

তিনি আরও জানান, এক্ষেত্রে কর ছাড়ের কোনও ব্যপার নেই ৷ অনেক ক্লাবের মাল্টি জিম রয়েছে ৷ যেগুলি খুব সামান্য টাকার বিনিময়ে চলে ৷ সে ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করে দেখা হবে ৷ কিন্তু যে ক্লাবগুলি ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসার জন্য জিম চালাচ্ছে তাদের ক্ষেত্রে কর পরিকাঠামো অন্য রকম হবে ৷ সামাজিক স্বার্থে জিম চালাচ্ছে তাঁদের ক্ষেত্রে করে বিশেষ ছাড় দেওয়া হবে । এছাড়া AC ও নন AC জিমের ক্ষেত্রে করের পরিমাণ আলাদা হবে ৷ বর্গ ফুটের উপর নির্ভর করবে করের পরিমাণ ৷ তবে যে সমস্ত ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নিয়ে জিমের ব্যবসা করছেন তাঁদের ক্ষেত্রে বিনোদন কর বাধ্যতামূলক করা হচ্ছে ৷

দেখুন ভিডিয়ো...

2000 বর্গ ফুটের বেশি জায়গায় নন AC জিমের ক্ষেত্রে প্রস্তাবিত কর 5000 টাকা । 1000 থেকে 2000 বর্গ ফুটের নন AC জিমের ক্ষেত্রে প্রস্তাবিত কর 4000 টাকা । 500 বর্গ ফুটের ক্ষেত্রে 3000 টাকা । AC জিমের ক্ষেত্রে করের পরিমাণ বেশি হবে ৷

কলকাতা, 18 সেপ্টেম্বর : জিমের উপর চালু হতে চলেছে বিনোদন কর ৷ কলকাতা পৌরনিগমের পদক্ষেপ ৷ শহরের অলি-গলিতে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা AC ও নন AC জিমগুলিকে এবার থেকে দিতে হবে কর ৷

পৌর নিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, কর সংক্রান্ত একটি প্রস্তাব তৈরি করা হয়েছে ৷ সেটা মেয়রকে দেখানো হয়েছিল ৷ তিনি কিছু সংশোধন করতে বলেছিলেন ৷ বলেন, "মাল্টি জিমের একটা জনকল্যাণ মূলক দৃষ্টিভঙ্গি রয়েছে ৷ মানুষের স্বাস্থ্য ভালোর কাজ করে ৷ তাই করের পরিমাণ যাতে খুব বেশি না হয় তাই মেয়র সংশোধনী প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছিলেন ৷"

তিনি আরও জানান, এক্ষেত্রে কর ছাড়ের কোনও ব্যপার নেই ৷ অনেক ক্লাবের মাল্টি জিম রয়েছে ৷ যেগুলি খুব সামান্য টাকার বিনিময়ে চলে ৷ সে ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করে দেখা হবে ৷ কিন্তু যে ক্লাবগুলি ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসার জন্য জিম চালাচ্ছে তাদের ক্ষেত্রে কর পরিকাঠামো অন্য রকম হবে ৷ সামাজিক স্বার্থে জিম চালাচ্ছে তাঁদের ক্ষেত্রে করে বিশেষ ছাড় দেওয়া হবে । এছাড়া AC ও নন AC জিমের ক্ষেত্রে করের পরিমাণ আলাদা হবে ৷ বর্গ ফুটের উপর নির্ভর করবে করের পরিমাণ ৷ তবে যে সমস্ত ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নিয়ে জিমের ব্যবসা করছেন তাঁদের ক্ষেত্রে বিনোদন কর বাধ্যতামূলক করা হচ্ছে ৷

দেখুন ভিডিয়ো...

2000 বর্গ ফুটের বেশি জায়গায় নন AC জিমের ক্ষেত্রে প্রস্তাবিত কর 5000 টাকা । 1000 থেকে 2000 বর্গ ফুটের নন AC জিমের ক্ষেত্রে প্রস্তাবিত কর 4000 টাকা । 500 বর্গ ফুটের ক্ষেত্রে 3000 টাকা । AC জিমের ক্ষেত্রে করের পরিমাণ বেশি হবে ৷

Intro:কলকাতা পৌরনিগমের ভাড়ার ভরতে নয়া উদ্যোগ নিচ্ছে কলকাতা পৌরনিগম। জিমের ওপর চালু হতে চলেছে বিনোদন। এতদিন পর্যন্ত জিমের ওপর কোন ট্যাক্স আদায় করত না কলকাতা পৌরনিগম ।এবার থেকে কলকাতা পৌরনিগম জিমগুলি থেকে টেক্স নেওয়ার পরিকল্পনা নিয়েছে। কলকাতা শহরের অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এসি ও নন এসি জিম। এবার থেকে এই দিনগুলি থেকে বিনোদন কর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরো নিগম যা আগামীকাল পুরঅধিবেশনে প্রস্তাবিত হতে চলেছে।


Body:অতীন ঘোষ জানিয়েছেন ব্যবসায়ী গত কারণে জিম ও বিভিন্ন ক্লাব রয়েছে তা নয়। যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স নিয়ে জিম চালাচ্ছেন তাদের ট্যাক্স এর আওতায় আনা হচ্ছে। সেইখানে বিভিন্ন পাড়ার ক্লাব গুলি যে সামাজিক উদ্দেশ্যের জন্য জিম চালাচ্ছে তাদের ক্ষেত্রে ট্যাক্সে ছাড় দেওয়া হবে। তবে কি পরিমাণে কর নেওয়া হবে তা এখনো নির্দিষ্ট কোনো রূপরেখা তৈরি করা হয়নি। অনেক আবাসন এর মধ্যে জিম রয়েছে, অনেক পাড়ার ক্লাবে সামাজিক কারণে জিম রয়েছে। এগুলির ক্ষেত্রে টেক্সের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন ডেপুটি মেয়র অতিন ঘোষ।


Conclusion:এসি ও নন এসি জিমের ক্ষেত্রে ট্যাক্স এর পরিমাণ পৃথক করা হচ্ছে। স্কয়ার ফিটের ওপরেও নির্ভর করবে জিমের সেক্সের পরিমান। ডেপুটি মেয়র জানিয়েছেন যেসব ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নিয়ে জিমের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে বিনোদন ডেস্ক বাধ্যতামূলক করা হচ্ছে। 2000 স্কয়ার ফিটের বেশি জায়গায় নন এসি জিমের ক্ষেত্রে প্রস্তাব করা হচ্ছে 5000 টাকা। 1000 স্কয়ার ফিট থেকে 2000 স্কয়ার ফিটে নাসিমের ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে চার হাজার টাকা। 500 স্কয়ারফীটের থেকে হাজার স্কয়ারফীট নন এসি জিমের ক্ষেত্রে দিতে হবে 3000 টাকা। অপসো স্কয়ার ফিট জিমের ক্ষেত্রে অর দিতে হবে 2000 টাকা। এসি জিমের ক্ষেত্রে ট্যাক্স এর পরিমাণ আরো বাড়বে।
Last Updated : Sep 18, 2019, 9:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.