ETV Bharat / city

সায়েন্সের পর ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সশরীরে নথি যাচাইয়ের জন্য ডাকল যাদবপুর বিশ্ববিদ্যালয়

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নয়া শিক্ষাবর্ষে ভর্তি হওয়া পড়ুয়াদের সশরীরে নথি যাচাই শুরু হল ৷ অনলাইনে নথি যাচাইয়ে সমস্যা হওয়ায় করোনা আবহের মধ্যেই সশরীরে নথি যাচাই করা হচ্ছে ৷ আগামী 3 এপ্রিল থেকে শুরু হবে ইঞ্জিনিয়ারিং-র নথি যাচাই ৷ চলবে আগামী 20 এপ্রিল পর্যন্ত ৷

engineering students will go to Jadavpur university for examination of documents
সায়েন্সের পর ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সশরীরে নথি যাচাই যাদবপুরে
author img

By

Published : Mar 31, 2021, 8:07 PM IST

কলকাতা, 31 মার্চ: ইঞ্জিনিয়ারিংয়ের নয়া বর্ষে বিভিন্ন বিষয়ে ভরতি হওয়া পড়ুয়াদের সশরীরে নথি যাচাইয়ের জন্য ক্যাম্পাসে ডাকল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আগামী 3 এপ্রিল থেকে শুরু হবে সশরীরে নথি যাচাই। চলবে আগামী 20 এপ্রিল পর্যন্ত।

করোনা আবহে এখনও পড়ুয়াদের জন্য বন্ধ কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পঠন-পাঠন, পরীক্ষা সবই হচ্ছে অনলাইনে । ভরতি প্রক্রিয়াও হয়েছিল সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। কিন্তু, অনলাইনে নথি যাচাই করার ক্ষেত্রে দেখা দেয় একাধিক সমস্যা। পড়ুয়ারা অনলাইনে নথি দেখালেও, তা আসল কি না তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছিল । যা নথি যাচাইয়ের মূল উদ্দেশ্যকেই ব্যর্থ করছিল। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় ৷ নতুন ভরতি হওয়া পড়ুয়াদের সশরীরে নথি যাচাই করা হবে ক্যাম্পাসে ডেকে।

সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রথমেই ডাকা হয়েছিল বিজ্ঞান শাখার স্নাতকে ভরতি হওয়া পড়ুয়াদের। 15 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত চলে সেই প্রক্রিয়া। তখনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, ‘‘শুধু বিজ্ঞান শাখা নয়, একে একে প্রতিটি শাখাতেই হবে সশরীরে নথি যাচাই। সেই অনুযায়ী এবার ইঞ্জিনিয়ারিং স্নাতক ও স্নাতকোত্তরের সকল কোর্সে ভরতি হওয়া পড়ুয়াদের ক্যাম্পাসে ডাকল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : বিজ্ঞানে স্নাতকের প্রথম বর্ষের পড়ুয়াদের ক্যাম্পাসে হাজিরার নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

সশরীরে নথি যাচাইয়ের বিষয়টি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে ৷ কোনও কোর্সে ভরতি হওয়া পড়ুয়াদের কোন কোন নথি আনতে হবে তাও সেখানে উল্লেখ করা হয়েছে । পাশাপাশি, করোনার যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই নথি যাচাই প্রক্রিয়া চলবে। পড়ুয়াদের স্যানিটাইজ়ার নিয়ে ও ফেস মাস্ক পরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। এছাড়া, সামাজিক দূরত্ব বজায় রাখতে একসঙ্গে সব পড়ুয়াকে ডাকা হচ্ছে না ৷ প্রতিদিন দু’ভাগে নির্দিষ্ট সংখ্যক পড়ুয়াকে ডাকা হচ্ছে নথি যাচাইয়ের জন্য। তাঁদের নথি যাচাইয়ের জন্য স্থানও অনেকগুলি করা হয়েছে ৷ কোনদিন, কখন, কোথায়, কার নথি যাচাই হবে, সেই সম্পর্কিত বিস্তারিত সূচি দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটে।

কলকাতা, 31 মার্চ: ইঞ্জিনিয়ারিংয়ের নয়া বর্ষে বিভিন্ন বিষয়ে ভরতি হওয়া পড়ুয়াদের সশরীরে নথি যাচাইয়ের জন্য ক্যাম্পাসে ডাকল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আগামী 3 এপ্রিল থেকে শুরু হবে সশরীরে নথি যাচাই। চলবে আগামী 20 এপ্রিল পর্যন্ত।

করোনা আবহে এখনও পড়ুয়াদের জন্য বন্ধ কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পঠন-পাঠন, পরীক্ষা সবই হচ্ছে অনলাইনে । ভরতি প্রক্রিয়াও হয়েছিল সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। কিন্তু, অনলাইনে নথি যাচাই করার ক্ষেত্রে দেখা দেয় একাধিক সমস্যা। পড়ুয়ারা অনলাইনে নথি দেখালেও, তা আসল কি না তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছিল । যা নথি যাচাইয়ের মূল উদ্দেশ্যকেই ব্যর্থ করছিল। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় ৷ নতুন ভরতি হওয়া পড়ুয়াদের সশরীরে নথি যাচাই করা হবে ক্যাম্পাসে ডেকে।

সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রথমেই ডাকা হয়েছিল বিজ্ঞান শাখার স্নাতকে ভরতি হওয়া পড়ুয়াদের। 15 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত চলে সেই প্রক্রিয়া। তখনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, ‘‘শুধু বিজ্ঞান শাখা নয়, একে একে প্রতিটি শাখাতেই হবে সশরীরে নথি যাচাই। সেই অনুযায়ী এবার ইঞ্জিনিয়ারিং স্নাতক ও স্নাতকোত্তরের সকল কোর্সে ভরতি হওয়া পড়ুয়াদের ক্যাম্পাসে ডাকল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : বিজ্ঞানে স্নাতকের প্রথম বর্ষের পড়ুয়াদের ক্যাম্পাসে হাজিরার নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

সশরীরে নথি যাচাইয়ের বিষয়টি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে ৷ কোনও কোর্সে ভরতি হওয়া পড়ুয়াদের কোন কোন নথি আনতে হবে তাও সেখানে উল্লেখ করা হয়েছে । পাশাপাশি, করোনার যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই নথি যাচাই প্রক্রিয়া চলবে। পড়ুয়াদের স্যানিটাইজ়ার নিয়ে ও ফেস মাস্ক পরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। এছাড়া, সামাজিক দূরত্ব বজায় রাখতে একসঙ্গে সব পড়ুয়াকে ডাকা হচ্ছে না ৷ প্রতিদিন দু’ভাগে নির্দিষ্ট সংখ্যক পড়ুয়াকে ডাকা হচ্ছে নথি যাচাইয়ের জন্য। তাঁদের নথি যাচাইয়ের জন্য স্থানও অনেকগুলি করা হয়েছে ৷ কোনদিন, কখন, কোথায়, কার নথি যাচাই হবে, সেই সম্পর্কিত বিস্তারিত সূচি দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.