ETV Bharat / city

ED Interrogates Partha জেলে গিয়ে পার্থকে জেরা ইডির, শান্ত মেজাজেই সব প্রশ্নের উত্তর দিলেন তৃণমূল বিধায়ক

নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ এখন তিনি জেল হেফাজতে রয়েছেন ৷ শুক্রবার তাঁকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে (Presidency Correctional Home) যান গোয়েন্দারা ৷ সূত্রের খবর, ইডিকে শান্ত মেজাজেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷

enforcement-directorate-interrogates-partha-chatterjee-in-presidency-correctional-home
ED Interrogates Partha জেলে গিয়ে পার্থকে জেরা ইডির, শান্ত মেজাজেই সব প্রশ্নের উত্তর দিলেন তৃণমূল বিধায়ক
author img

By

Published : Aug 26, 2022, 8:26 PM IST

কলকাতা, 26 অগস্ট : নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) গ্রেফতার হয়ে এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ আপাতত তাঁর ঠিকানা কলকাতার প্রেসিডেন্সি জেল (Presidency Correctional Home) ৷ শুক্রবার সেখানে গিয়েই পার্থকে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ ইডি সূত্রের খবর, এদিন পার্থ চট্টোপাধ্যায় অনেকটা গল্পের ছলে কথা বলেন তদন্তকারীদের সঙ্গে৷ ঠান্ডা মেজাজে উত্তর দেন সব প্রশ্নের ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গ্রেফতার হওয়ার পর টানা 14 দিন ইডির হেফাজতে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ সেই সময় তাঁর বিরুদ্ধে একাধিকবার তদন্তে অসহযোগিতার অভিযোগ সামনে এসেছিল ৷ ইডি সূত্রের খবর, জেল হেফাজতে কিন্তু অনেকটাই শান্ত মেজাজে এদিন পাওয়া গিয়েছে রাজ্য়ের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ৷

নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যেদিন ইডি (ED) অভিযান চালায় ৷ সেদিনই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Aprita Mukherjee) বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 22 কোটি টাকা ৷ তার পরই পার্থ ও অর্পিতাকে গ্রেফতার করে ইডি ৷ এর পর অর্পিতার অন্য একটি ফ্ল্য়াট থেকে আরও প্রায় 28 কোটি টাকা উদ্ধার হয় ৷ এছাড়া কয়েক কোটি টাকার সোনার গয়না, জমির নথিপত্র, বিমার কাগজও উদ্ধার হয়েছে ৷

এদিন ইডির আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে এই সব প্রশ্নেরই উত্তর চেয়েছেন ৷ তবে তিনি কী উত্তর দিয়েছেন, তা নিয়ে ইডি আধিকারিকরা মুখে কুলুপ এঁটেছেন ৷ একটি সূত্রের খবর, কার নির্দেশে এই নিয়োগ দুর্নীতি হয়েছে, এই প্রশ্নও করা হয় ৷ উত্তরে পার্থ কী জানিয়েছেন, তা জানা যায়নি ৷

একই সঙ্গে এদিন ইডির আধিকারিকরা বেশ কিছু নথি নিয়ে গিয়েছিলেন ৷ সেই নথিতে পার্থ চট্টোপাধ্যায়ের সই রয়েছে ৷ ইডির তরফে জানতে চাওয়া হয় যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ওই নথিতে পার্থ কী নিজেই সই করেছিলেন, নাকি অন্য কারও নির্দেশে তাঁকে এই কাজ করতে হয়েছিল ? যদি সেটা হয়ে থাকে, তাহলে ওই নথিগুলিতে সই করতে কে নির্দেশ দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে ?

আরও পড়ুন : ইডির থেকে পার্থ সংক্রান্ত যাবতীয় ফাইল সংগ্রহ সিবিআইয়ের

কলকাতা, 26 অগস্ট : নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) গ্রেফতার হয়ে এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ আপাতত তাঁর ঠিকানা কলকাতার প্রেসিডেন্সি জেল (Presidency Correctional Home) ৷ শুক্রবার সেখানে গিয়েই পার্থকে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ ইডি সূত্রের খবর, এদিন পার্থ চট্টোপাধ্যায় অনেকটা গল্পের ছলে কথা বলেন তদন্তকারীদের সঙ্গে৷ ঠান্ডা মেজাজে উত্তর দেন সব প্রশ্নের ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গ্রেফতার হওয়ার পর টানা 14 দিন ইডির হেফাজতে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ সেই সময় তাঁর বিরুদ্ধে একাধিকবার তদন্তে অসহযোগিতার অভিযোগ সামনে এসেছিল ৷ ইডি সূত্রের খবর, জেল হেফাজতে কিন্তু অনেকটাই শান্ত মেজাজে এদিন পাওয়া গিয়েছে রাজ্য়ের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ৷

নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যেদিন ইডি (ED) অভিযান চালায় ৷ সেদিনই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Aprita Mukherjee) বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 22 কোটি টাকা ৷ তার পরই পার্থ ও অর্পিতাকে গ্রেফতার করে ইডি ৷ এর পর অর্পিতার অন্য একটি ফ্ল্য়াট থেকে আরও প্রায় 28 কোটি টাকা উদ্ধার হয় ৷ এছাড়া কয়েক কোটি টাকার সোনার গয়না, জমির নথিপত্র, বিমার কাগজও উদ্ধার হয়েছে ৷

এদিন ইডির আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে এই সব প্রশ্নেরই উত্তর চেয়েছেন ৷ তবে তিনি কী উত্তর দিয়েছেন, তা নিয়ে ইডি আধিকারিকরা মুখে কুলুপ এঁটেছেন ৷ একটি সূত্রের খবর, কার নির্দেশে এই নিয়োগ দুর্নীতি হয়েছে, এই প্রশ্নও করা হয় ৷ উত্তরে পার্থ কী জানিয়েছেন, তা জানা যায়নি ৷

একই সঙ্গে এদিন ইডির আধিকারিকরা বেশ কিছু নথি নিয়ে গিয়েছিলেন ৷ সেই নথিতে পার্থ চট্টোপাধ্যায়ের সই রয়েছে ৷ ইডির তরফে জানতে চাওয়া হয় যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ওই নথিতে পার্থ কী নিজেই সই করেছিলেন, নাকি অন্য কারও নির্দেশে তাঁকে এই কাজ করতে হয়েছিল ? যদি সেটা হয়ে থাকে, তাহলে ওই নথিগুলিতে সই করতে কে নির্দেশ দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে ?

আরও পড়ুন : ইডির থেকে পার্থ সংক্রান্ত যাবতীয় ফাইল সংগ্রহ সিবিআইয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.