ETV Bharat / city

ট্রাকচালকদের খাবার বিলি করলেন ডানকুনি টোলপ্লাজার কর্মীরা - Lockdown Extended

ডানকুনি টোল প্লাজ়ার কর্মীরা যাতায়াতকারী ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্স চালকদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজ়ার, গ্লাভস, জলের বোতল ও খাবারের প্যাকেট বিতরণ করেন ।

ছবি
ছবি
author img

By

Published : May 7, 2020, 1:25 PM IST

কলকাতা, 7 মে : জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পুলিশ, হোম গার্ড, সিভিক ভলান্টিয়ার ও পথচলতি ট্রাক, গাড়ি, অ্যাম্বুলেন্স চালকদের পাশে ডানকুনি টোল প্লাজ়ার কর্মীরা ।

লকডাউনের জেরে বন্ধ দোকানপাট । বন্ধ জাতীয় সড়কের ছোট-বড় খাবারের দোকান ও ধাবা । সাধারণত ট্রাক চালক ও হাইওয়েতে কর্মরত পুলিশরা বেশিরভাগ ক্ষেত্রেই এই দোকান ও ধাবাগুলিতেই খাওয়া দাওয়া করেন । তবে লকডাউনের ফলে বন্ধ সব দোকান । খাবার পেতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের ।

এবার এঁদের কথা মাথায় রেখেই গতকাল ডানকুনি টোল প্লাজ়ার কর্মীরা যাতায়াতকারী ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্স চালকদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজ়ার, গ্লাভস, জলের বোতল ও খাবারের প্যাকেট বিতরণ করেন । পাশাপাশি কোরোনা পরিস্থিতিতে 24 ঘণ্টা কর্মরত পুলিশ, ট্রাফিক পুলিশ, সিকিউরিটি গার্ড, সিভিক ভলান্টিয়ার ও হোম গার্ডদেরও অত্যাবশ্যক সরঞ্জাম ও খাবার বিতরণ করা হয়।

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)- এর ডানকুনি-পালসিট টোল প্লাজ়ার প্রজেক্ট হেড প্রীতম চট্টোপাধ্যায় বলেন যে, "যখন থেকে লকডাউনের ঘোষণা হয়েছে তখন থেকে আমরা প্রত্যেক দিনই চালক ও পুলিশকর্মীদের জল, বিস্কুটসহ আরও কিছু শুকনো খাবারদাবার দিয়ে আসছি । তবে আজ আমরা চালক ও পুলিশকর্মীদের হাতে বিরিয়ানির প্যাকেট তুলে দিয়েছি। পাশাপাশি অন্যান্য অত্যাবশ্যক সরঞ্জামও দিয়েছি । সামাজিক দূরত্ব বজায় রেখে ও ট্রাক চালকদের হাত স্যানিটাইজ় করিয়ে তবেই আমরা খাবারের প্যাকেট বিতরণ করেছি ।"

কলকাতা, 7 মে : জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পুলিশ, হোম গার্ড, সিভিক ভলান্টিয়ার ও পথচলতি ট্রাক, গাড়ি, অ্যাম্বুলেন্স চালকদের পাশে ডানকুনি টোল প্লাজ়ার কর্মীরা ।

লকডাউনের জেরে বন্ধ দোকানপাট । বন্ধ জাতীয় সড়কের ছোট-বড় খাবারের দোকান ও ধাবা । সাধারণত ট্রাক চালক ও হাইওয়েতে কর্মরত পুলিশরা বেশিরভাগ ক্ষেত্রেই এই দোকান ও ধাবাগুলিতেই খাওয়া দাওয়া করেন । তবে লকডাউনের ফলে বন্ধ সব দোকান । খাবার পেতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের ।

এবার এঁদের কথা মাথায় রেখেই গতকাল ডানকুনি টোল প্লাজ়ার কর্মীরা যাতায়াতকারী ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্স চালকদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজ়ার, গ্লাভস, জলের বোতল ও খাবারের প্যাকেট বিতরণ করেন । পাশাপাশি কোরোনা পরিস্থিতিতে 24 ঘণ্টা কর্মরত পুলিশ, ট্রাফিক পুলিশ, সিকিউরিটি গার্ড, সিভিক ভলান্টিয়ার ও হোম গার্ডদেরও অত্যাবশ্যক সরঞ্জাম ও খাবার বিতরণ করা হয়।

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)- এর ডানকুনি-পালসিট টোল প্লাজ়ার প্রজেক্ট হেড প্রীতম চট্টোপাধ্যায় বলেন যে, "যখন থেকে লকডাউনের ঘোষণা হয়েছে তখন থেকে আমরা প্রত্যেক দিনই চালক ও পুলিশকর্মীদের জল, বিস্কুটসহ আরও কিছু শুকনো খাবারদাবার দিয়ে আসছি । তবে আজ আমরা চালক ও পুলিশকর্মীদের হাতে বিরিয়ানির প্যাকেট তুলে দিয়েছি। পাশাপাশি অন্যান্য অত্যাবশ্যক সরঞ্জামও দিয়েছি । সামাজিক দূরত্ব বজায় রেখে ও ট্রাক চালকদের হাত স্যানিটাইজ় করিয়ে তবেই আমরা খাবারের প্যাকেট বিতরণ করেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.