ETV Bharat / city

পঞ্চম দফায় রাজ্যের 7 কেন্দ্রে নির্বাচন ; নজরে ব্যারাকপুর, বনগাঁ

আজ পঞ্চম দফার নির্বাচন । এই পর্বে রাজ্যের 7টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ । লড়াই মূলত চতুর্মুখী । মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস, BJP, CPI(M), কংগ্রেস । মোট 83 জন প্রার্থীর ভোট-ভাগ্য নির্ধারণ করবেন 1 কোটি 16 লাখ 91 হাজার 889 জন ভোটার ।

author img

By

Published : May 6, 2019, 2:39 AM IST

Updated : May 6, 2019, 8:14 AM IST

ভোট

কলকাতা, 6 মে : আজ দেশজুড়ে পঞ্চম দফার নির্বাচন । এই পর্বে রাজ্যের 7টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ । লড়াই মূলত চতুর্মুখী । মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস, BJP, CPI(M), কংগ্রেস । মোট 83 জন প্রার্থীর ভোট-ভাগ্য নির্ধারণ করবেন 1 কোটি 16 লাখ 91 হাজার 889 জন ভোটার ।

আজ ভোট বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ কেন্দ্রে । শান্তিপূর্ণ নির্বাচন করতে 530 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । কমিশন জানিয়েছে, 100 শতাংশ বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী ।

বনগাঁ :

রাজ্যজুড়ে প্রায় 30 লাখ মতুয়া মহাসংঘের সদস্য আছেন । উত্তর ও দক্ষিণ 24 পরগনা মিলিয়ে কমপক্ষে 5টি আসনে ফারাক গড়ে দিতে পারেন তাঁরাই । এতদিন বড়মার আশীর্বাদ ছিল মূলমন্ত্র । 2011 ও 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন মতুয়ারা । এখন বড়মা নেই । তাঁর মৃত্যুর পর মতুয়াদের ভোটব্যাঙ্ক কোন দিকে যায় সেটাই দেখার ।

বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা ঠাকুর । BJP-র হয়ে লড়ছেন শান্তনু ঠাকুর । CPI(M)-এর হয়ে লড়ছেন অলোকেশ দাস । কংগ্রেস প্রার্থী করেছে সৌরভ প্রসাদকে ।

ব্যারাকপুর :

ব্যারাকপুর কেন্দ্রের দিকে নজর থাকছে অনেকেরই । একদিকে রয়েছেন হেভিওয়েট দীনেশ ত্রিবেদী । তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন । বিপক্ষে একদা তৃণমূলেরই সৈনিক অর্জুন সিং । তিনি BJP-র হয়ে লড়ছেন । CPI(M) এই কেন্দ্রে দাঁড় করিয়েছে গার্গী চ্যাটার্জিকে । কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়ছেন মহম্মদ আলম ।

হাওড়া :

হাওড়া লোকসভা কেন্দ্রে প্রসূন ব্যানার্জির উপরই ভরসা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । BJP-র হয়ে এই কেন্দ্রে লড়াই করছেন রন্তিদেব সেনগুপ্ত । হাওড়ায় কংগ্রেস প্রার্থী শুভ্র ঘোষ ও CPI(M)-এর হয়ে লড়ছেন সুমিত্র অধিকারী ।

উলুবেড়িয়া :

উলুবেড়িয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রয়াত সাংসদ সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ । তিনি বিদায়ি সাংসদও । এই কেন্দ্রে BJP দাঁড় করিয়েছে জয় ব্যানার্জিকে । কংগ্রেসের হয়ে লড়ছেন শোমা রানিশ্রী রায় । CPI(M) প্রার্থী মাকসুদা খাতুন ।


হুগলি :

তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না দে নাগ । BJP-র হয়ে লড়ছেন লকেট চ্যাটার্জি । হুগলি লোকসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী প্রদীপ সাহা । কংগ্রেস দাঁড় করিয়েছে প্রতুলচন্দ্র সাহাকে ।

শ্রীরামপুর :

শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি । BJP প্রার্থী দেবজিৎ সরকার । CPI(M)-এর হয়ে লড়ছেন তীর্থঙ্কর রায় । কংগ্রেস প্রার্থী দেবব্রত বিশ্বাস ।

আরামবাগ :

আরামবাগ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার । তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন BJP প্রার্থী তপনকুমার রায়, CPI(M) প্রার্থী শক্তিমোহন মালিক ও কংগ্রেস প্রার্থী জ্যোতিকুমার দাসের বিরুদ্ধে ।

আজ সকাল 7টা থেকে শুরু হবে ভোটগ্রহণ । চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত । সাতটি লোকসভা আসনের সঙ্গে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা আসনে হবে উপনির্বাচন । নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে তৎপর কমিশন। 100 শতাংশ বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী । গতকাল সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেন, "11টি রাজনৈতিক দলের মোট 83 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন । এরমধ্যে 12 জন মহিলা ।"

কমিশন সূত্রে খবর, পঞ্চম দফা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে বারাসত পুলিশ জেলায় (PD) 55 কম্পানি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে (PC) 52 কম্পানি, বসিরহাট PD 12 কম্পানি, চন্দননগর PC 52 কোম্পানি, হুগলি রুরাল 154 কম্পানি, হাওড়া PC 48 কোম্পানি, হাওড়া রুরাল 119 কম্পানি, নদিয়া (কল্যাণী ও হরিণঘাটা) 21 কম্পানি, পশ্চিম মেদিনীপুরে 17 কম্পানি।

কোথায় কী থাকছে ?

বনগাঁ - মাইক্রো অবজ়ারভার 105, ভিডিয়ো ক্যামেরা 53, CCTV 125, ওয়েব কাস্টিং ৩০০, মোট ৫৮৩ ।

ব্যারাকপুর - মাইক্রো অবজ়ারভার 112, ভিডিয়ো ক্যামেরা 25, CCTV 157, ওয়েব কাস্টিং 300, মোট 495 ।

হাওড়া - মাইক্রো অবজারভার 420, ভিডিয়ো ক্যামেরা 114, CCTV 638, ওয়েব কাস্টিং 301, মোট 1473 ।

উলুবেড়িয়া - মাইক্রো অবজ়ারভার 330, ভিডিয়ো ক্যামেরা 134, CCTV 817, ওয়েব কাস্টিং 269, মোট 1553।

শ্রীরামপুর - মাইক্রো অবজ়ারভার 391, ভিডিয়ো ক্যামেরা 106, CCTV 318, ওয়েব কাস্টিং 300, মোট 1178 ।

হুগলি - মাইক্রো অবজ়ারভার 310, ভিডিয়ো ক্যামেরা 20, CCTV 100,ওয়েব কাস্টিং 270, মোট 700।

আরামবাগ - মাইক্রো অবজারভার 411, ভিডিয়ো ক্যামেরা 50, CCTV 227, ওয়েব কাস্টিং 214, মোট 953।


নির্বাচন সংক্রান্ত কিছু তথ্য একনজরে

  • ভোটার : 1 কোটি 16 লাখ 91 হাজার 889
  • পুরুষ ভোটার : 60 লাখ 4 হাজার 848
  • মহিলা ভোটার : 56 লাখ 86 হাজার 830
  • তৃতীয় লিঙ্গের ভোটার : 211
  • মোট পোলিং স্টেশন : 13290
  • কন্ট্রোল ইউনিট : 16496
  • ব্যালট ইউনিট : 18720
  • VVPAT : 16825

উলুবেড়িয়া পূর্ব বিধানসভা উপনির্বাচন সংক্রান্ত তথ্য

  • মোট ভোটার : 2 লাখ 20 হাজার 397
  • পুরুষ ভোটার : 1 লাখ 13 হাজার 630
  • মহিলা ভোটার : 1 লাখ 06 হাজার 764
  • তৃতীয় লিঙ্গের ভোটার : 3
  • পোলিং স্টেশন : 241

কলকাতা, 6 মে : আজ দেশজুড়ে পঞ্চম দফার নির্বাচন । এই পর্বে রাজ্যের 7টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ । লড়াই মূলত চতুর্মুখী । মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস, BJP, CPI(M), কংগ্রেস । মোট 83 জন প্রার্থীর ভোট-ভাগ্য নির্ধারণ করবেন 1 কোটি 16 লাখ 91 হাজার 889 জন ভোটার ।

আজ ভোট বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ কেন্দ্রে । শান্তিপূর্ণ নির্বাচন করতে 530 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । কমিশন জানিয়েছে, 100 শতাংশ বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী ।

বনগাঁ :

রাজ্যজুড়ে প্রায় 30 লাখ মতুয়া মহাসংঘের সদস্য আছেন । উত্তর ও দক্ষিণ 24 পরগনা মিলিয়ে কমপক্ষে 5টি আসনে ফারাক গড়ে দিতে পারেন তাঁরাই । এতদিন বড়মার আশীর্বাদ ছিল মূলমন্ত্র । 2011 ও 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন মতুয়ারা । এখন বড়মা নেই । তাঁর মৃত্যুর পর মতুয়াদের ভোটব্যাঙ্ক কোন দিকে যায় সেটাই দেখার ।

বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা ঠাকুর । BJP-র হয়ে লড়ছেন শান্তনু ঠাকুর । CPI(M)-এর হয়ে লড়ছেন অলোকেশ দাস । কংগ্রেস প্রার্থী করেছে সৌরভ প্রসাদকে ।

ব্যারাকপুর :

ব্যারাকপুর কেন্দ্রের দিকে নজর থাকছে অনেকেরই । একদিকে রয়েছেন হেভিওয়েট দীনেশ ত্রিবেদী । তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন । বিপক্ষে একদা তৃণমূলেরই সৈনিক অর্জুন সিং । তিনি BJP-র হয়ে লড়ছেন । CPI(M) এই কেন্দ্রে দাঁড় করিয়েছে গার্গী চ্যাটার্জিকে । কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়ছেন মহম্মদ আলম ।

হাওড়া :

হাওড়া লোকসভা কেন্দ্রে প্রসূন ব্যানার্জির উপরই ভরসা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । BJP-র হয়ে এই কেন্দ্রে লড়াই করছেন রন্তিদেব সেনগুপ্ত । হাওড়ায় কংগ্রেস প্রার্থী শুভ্র ঘোষ ও CPI(M)-এর হয়ে লড়ছেন সুমিত্র অধিকারী ।

উলুবেড়িয়া :

উলুবেড়িয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রয়াত সাংসদ সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ । তিনি বিদায়ি সাংসদও । এই কেন্দ্রে BJP দাঁড় করিয়েছে জয় ব্যানার্জিকে । কংগ্রেসের হয়ে লড়ছেন শোমা রানিশ্রী রায় । CPI(M) প্রার্থী মাকসুদা খাতুন ।


হুগলি :

তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না দে নাগ । BJP-র হয়ে লড়ছেন লকেট চ্যাটার্জি । হুগলি লোকসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী প্রদীপ সাহা । কংগ্রেস দাঁড় করিয়েছে প্রতুলচন্দ্র সাহাকে ।

শ্রীরামপুর :

শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি । BJP প্রার্থী দেবজিৎ সরকার । CPI(M)-এর হয়ে লড়ছেন তীর্থঙ্কর রায় । কংগ্রেস প্রার্থী দেবব্রত বিশ্বাস ।

আরামবাগ :

আরামবাগ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার । তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন BJP প্রার্থী তপনকুমার রায়, CPI(M) প্রার্থী শক্তিমোহন মালিক ও কংগ্রেস প্রার্থী জ্যোতিকুমার দাসের বিরুদ্ধে ।

আজ সকাল 7টা থেকে শুরু হবে ভোটগ্রহণ । চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত । সাতটি লোকসভা আসনের সঙ্গে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা আসনে হবে উপনির্বাচন । নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে তৎপর কমিশন। 100 শতাংশ বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী । গতকাল সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেন, "11টি রাজনৈতিক দলের মোট 83 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন । এরমধ্যে 12 জন মহিলা ।"

কমিশন সূত্রে খবর, পঞ্চম দফা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে বারাসত পুলিশ জেলায় (PD) 55 কম্পানি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে (PC) 52 কম্পানি, বসিরহাট PD 12 কম্পানি, চন্দননগর PC 52 কোম্পানি, হুগলি রুরাল 154 কম্পানি, হাওড়া PC 48 কোম্পানি, হাওড়া রুরাল 119 কম্পানি, নদিয়া (কল্যাণী ও হরিণঘাটা) 21 কম্পানি, পশ্চিম মেদিনীপুরে 17 কম্পানি।

কোথায় কী থাকছে ?

বনগাঁ - মাইক্রো অবজ়ারভার 105, ভিডিয়ো ক্যামেরা 53, CCTV 125, ওয়েব কাস্টিং ৩০০, মোট ৫৮৩ ।

ব্যারাকপুর - মাইক্রো অবজ়ারভার 112, ভিডিয়ো ক্যামেরা 25, CCTV 157, ওয়েব কাস্টিং 300, মোট 495 ।

হাওড়া - মাইক্রো অবজারভার 420, ভিডিয়ো ক্যামেরা 114, CCTV 638, ওয়েব কাস্টিং 301, মোট 1473 ।

উলুবেড়িয়া - মাইক্রো অবজ়ারভার 330, ভিডিয়ো ক্যামেরা 134, CCTV 817, ওয়েব কাস্টিং 269, মোট 1553।

শ্রীরামপুর - মাইক্রো অবজ়ারভার 391, ভিডিয়ো ক্যামেরা 106, CCTV 318, ওয়েব কাস্টিং 300, মোট 1178 ।

হুগলি - মাইক্রো অবজ়ারভার 310, ভিডিয়ো ক্যামেরা 20, CCTV 100,ওয়েব কাস্টিং 270, মোট 700।

আরামবাগ - মাইক্রো অবজারভার 411, ভিডিয়ো ক্যামেরা 50, CCTV 227, ওয়েব কাস্টিং 214, মোট 953।


নির্বাচন সংক্রান্ত কিছু তথ্য একনজরে

  • ভোটার : 1 কোটি 16 লাখ 91 হাজার 889
  • পুরুষ ভোটার : 60 লাখ 4 হাজার 848
  • মহিলা ভোটার : 56 লাখ 86 হাজার 830
  • তৃতীয় লিঙ্গের ভোটার : 211
  • মোট পোলিং স্টেশন : 13290
  • কন্ট্রোল ইউনিট : 16496
  • ব্যালট ইউনিট : 18720
  • VVPAT : 16825

উলুবেড়িয়া পূর্ব বিধানসভা উপনির্বাচন সংক্রান্ত তথ্য

  • মোট ভোটার : 2 লাখ 20 হাজার 397
  • পুরুষ ভোটার : 1 লাখ 13 হাজার 630
  • মহিলা ভোটার : 1 লাখ 06 হাজার 764
  • তৃতীয় লিঙ্গের ভোটার : 3
  • পোলিং স্টেশন : 241
Last Updated : May 6, 2019, 8:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.