ETV Bharat / city

EC Seeks Report on Viral Video : তৃণমূল বিধায়কের হুমকি ভিডিয়ো নিয়ে জেলাশাসকের রিপোর্ট তলব কমিশনের - Threat Video of Pandabeswar MLA Goes Viral

আগামী 12 এপ্রিল আসানসোল লোকসভা আসনে উপনির্বাচন রয়েছে (Bengal Bye Elections 2022) ৷ অভিযোগ, তার প্রচারে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তী (TMC MLA Narendranath Chakraborty) ৷ এই নিয়ে জেলাশাসকের রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন (Election Commission of India) ৷

election commission seeks dm report on tmc mla viral speech
EC Seeks Report on Viral Video : তৃণমূল বিধায়কের হুমকি ভিডিয়ো নিয়ে জেলাশাসক রিপোর্ট তলব কমিশনের
author img

By

Published : Mar 29, 2022, 9:03 PM IST

কলকাতা, 29 মার্চ : তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর (TMC MLA Narendranath Chakraborty) ভাইরাল ভিডিয়ো নিয়ে পদক্ষেপ করল নির্বাচন কমিশন (Election Commission of India) ৷ এই নিয়ে নির্বাচন কমিশনের তরফে জেলাশাসকের রিপোর্ট তলব করা হয়েছে (Election Commission Seeks DM Report on TMC MLA Viral Speech) ৷ তবে এই নিয়ে এখনও কমিশনের তরফে কিছু জানানো হয়নি ৷ যদিও রিপোর্ট তলবের বিষয়টি কমিশনের একটি সূত্র থেকেই পাওয়া গিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী 12 এপ্রিল পশ্চিমবঙ্গে দু’টি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে (Bengal Bye Elections 2022) ৷ তার মধ্যে একটি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ৷ আর দ্বিতীয়টি আসানসোল লোকসভা আসন ৷ আসানসোল লোকসভার মধ্যে যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে, তার অন্যতম হল পাণ্ডবেশ্বর ৷ পশ্চিম বর্ধমানের ওই কেন্দ্রের বিধায়ক তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়৷ ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে দলের লোকেদের নির্দেশ দিচ্ছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী ৷ তিনি বলছেন, ‘‘যাঁরা কট্টর বিজেপি, যাঁদের টলানো যাবে না ৷ তাঁদের চমকাতে হবে ৷ বলবেন আপনি যদি ভোট দিতে যান, তাহলে আমরা ধরে নেব আপনি বিজেপিকে ভোট দেবেন ৷ ভোটের পর আপনি কোথায় থাকবেন, সেটা আপনার রিস্ক ৷ আর যদি ভোট দিতে না যান, তাহলে আমরা ধরে নেব আপনি আমাদের সমর্থন করছেন ৷ আপনি চাকরি করুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন ৷ আমরা আপনার সঙ্গে আছি ৷’’

আরও পড়ুন : Asansol By Election 2022: পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের হুমকি ভিডিয়ো ভাইরাল, পালটা হুমকি জিতেন্দ্রর

এই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে শিল্পাঞ্চলে ৷ স্বাভাবিকভাবেই বিজেপি সরব হয় ৷ নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানানো হয় বিজেপির তরফে (BJP Files Complaint to ECI on TMC MLA Viral Speech) ৷ সূত্রের খবর, সেই অভিযোগের ভিত্তিতেই কমিশন পদক্ষেপ করল ৷

যদিও এই ভিডিয়োর সত্যতা স্বীকার করতে চাননি নরেন্দ্রনাথ ৷ পরে তিনি বলেন, "ভাইরাল বুঝি না । তবে শুনেছি হয়েছে । ওটা পুরানো ভিডিয়ো হতে পারে ।" একই সঙ্গে তিনি গোটা ঘটনার দায় চাপিয়ে দেন তৃণমূল থেকে বিজেপিতে আসা জিতেন্দ্র তিওয়ারির উপর ৷ তিনি বলেন, ‘‘আমাদের জেলা সভাপতি যিনি ছিলেন, বর্তমানে তিনি বিজেপিতে গিয়েছেন, সেই সময় তাঁর নির্দেশে অনেক কিছুই করেছি আমরা । আমরা নিচুতলার কর্মী, যা নির্দেশ আসত তাই করতাম (Threat Video of Pandabeswar MLA Goes Viral) ৷"

অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, "আমি খোঁজ নিয়ে দেখছি । তবে সত্যি যদি এমন ভাষা বলে থাকেন, সেটা উচিত নয় । এটা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না । উচ্চ নেতৃত্ব বিষয়টি দেখে সিদ্ধান্ত নেবে ।"

আরও পড়ুন : MLA Denies Threatening Video : "হুমকি ভিডিয়ো" প্রসঙ্গ অস্বীকার পাণ্ডবেশ্বরের বিধায়কের

কলকাতা, 29 মার্চ : তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর (TMC MLA Narendranath Chakraborty) ভাইরাল ভিডিয়ো নিয়ে পদক্ষেপ করল নির্বাচন কমিশন (Election Commission of India) ৷ এই নিয়ে নির্বাচন কমিশনের তরফে জেলাশাসকের রিপোর্ট তলব করা হয়েছে (Election Commission Seeks DM Report on TMC MLA Viral Speech) ৷ তবে এই নিয়ে এখনও কমিশনের তরফে কিছু জানানো হয়নি ৷ যদিও রিপোর্ট তলবের বিষয়টি কমিশনের একটি সূত্র থেকেই পাওয়া গিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী 12 এপ্রিল পশ্চিমবঙ্গে দু’টি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে (Bengal Bye Elections 2022) ৷ তার মধ্যে একটি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ৷ আর দ্বিতীয়টি আসানসোল লোকসভা আসন ৷ আসানসোল লোকসভার মধ্যে যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে, তার অন্যতম হল পাণ্ডবেশ্বর ৷ পশ্চিম বর্ধমানের ওই কেন্দ্রের বিধায়ক তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়৷ ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে দলের লোকেদের নির্দেশ দিচ্ছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী ৷ তিনি বলছেন, ‘‘যাঁরা কট্টর বিজেপি, যাঁদের টলানো যাবে না ৷ তাঁদের চমকাতে হবে ৷ বলবেন আপনি যদি ভোট দিতে যান, তাহলে আমরা ধরে নেব আপনি বিজেপিকে ভোট দেবেন ৷ ভোটের পর আপনি কোথায় থাকবেন, সেটা আপনার রিস্ক ৷ আর যদি ভোট দিতে না যান, তাহলে আমরা ধরে নেব আপনি আমাদের সমর্থন করছেন ৷ আপনি চাকরি করুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন ৷ আমরা আপনার সঙ্গে আছি ৷’’

আরও পড়ুন : Asansol By Election 2022: পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের হুমকি ভিডিয়ো ভাইরাল, পালটা হুমকি জিতেন্দ্রর

এই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে শিল্পাঞ্চলে ৷ স্বাভাবিকভাবেই বিজেপি সরব হয় ৷ নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানানো হয় বিজেপির তরফে (BJP Files Complaint to ECI on TMC MLA Viral Speech) ৷ সূত্রের খবর, সেই অভিযোগের ভিত্তিতেই কমিশন পদক্ষেপ করল ৷

যদিও এই ভিডিয়োর সত্যতা স্বীকার করতে চাননি নরেন্দ্রনাথ ৷ পরে তিনি বলেন, "ভাইরাল বুঝি না । তবে শুনেছি হয়েছে । ওটা পুরানো ভিডিয়ো হতে পারে ।" একই সঙ্গে তিনি গোটা ঘটনার দায় চাপিয়ে দেন তৃণমূল থেকে বিজেপিতে আসা জিতেন্দ্র তিওয়ারির উপর ৷ তিনি বলেন, ‘‘আমাদের জেলা সভাপতি যিনি ছিলেন, বর্তমানে তিনি বিজেপিতে গিয়েছেন, সেই সময় তাঁর নির্দেশে অনেক কিছুই করেছি আমরা । আমরা নিচুতলার কর্মী, যা নির্দেশ আসত তাই করতাম (Threat Video of Pandabeswar MLA Goes Viral) ৷"

অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, "আমি খোঁজ নিয়ে দেখছি । তবে সত্যি যদি এমন ভাষা বলে থাকেন, সেটা উচিত নয় । এটা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না । উচ্চ নেতৃত্ব বিষয়টি দেখে সিদ্ধান্ত নেবে ।"

আরও পড়ুন : MLA Denies Threatening Video : "হুমকি ভিডিয়ো" প্রসঙ্গ অস্বীকার পাণ্ডবেশ্বরের বিধায়কের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.