ETV Bharat / city

কমিশনের নজরে রাজ্যের 6 কেন্দ্র, আসছেন কড়া ধাঁচের পুলিশ অবজ়ারভার - ec

রাজ্যের 42 টি লোকসভা কেন্দ্রের মধ্যে নজরে 6টি। এই ছ'টি কেন্দ্রে পাঠানো হচ্ছে একজন করে পুলিশ অবজ়ারভার। বাকি 36 টি কেন্দ্রের জন্য 18 জন পুলিশ অবজ়ারভার পাঠাচ্ছে দিল্লির নির্বাচন সদন। একজন অবজ়ারভার দেখবেন দু'টি করে কেন্দ্র।

ফাইল ফোটো
author img

By

Published : Mar 29, 2019, 12:47 PM IST

কলকাতা, 29 মার্চ : রাজ্যের 42 টি লোকসভা কেন্দ্রের মধ্যে নজরে 6টি। এই ছ'টি কেন্দ্রে পাঠানো হচ্ছে একজন করে পুলিশ অবজ়ারভার। বাকি 36 টি কেন্দ্রের জন্য 18 জন পুলিশ অবজ়ারভার পাঠাচ্ছে দিল্লির নির্বাচন সদন। একজন অবজ়ারভার দেখবেন দু'টি করে কেন্দ্র। এরমধ্যে প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে থাকা কেন্দ্রগুলির জন্য অবজ়ারভাররা ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গেছেন। সূত্র বলছে, যে ছ'টিতে কেন্দ্রপিছু একজন করে পুলিশ অবজ়ারভার আসছেন, সেগুলি কমিশনের বিশেষ নজরে রয়েছে। শক্ত হাতে ওই কেন্দ্রগুলির ভোট পরিচালনা করতে চায় কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, রানাঘাট, আসানসোল, শ্রীরামপুর এবং উত্তর কলকাতার জন্য একজন করে পুলিশ অবজ়ারভার পাঠাচ্ছে কমিশন। যাঁরা আইনশৃঙ্খলা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, রুটমার্চ ইত্যাদির উপর নজর রাখবেন। সঙ্গে জেলা প্রশাসনকে পরামর্শও দেবেন। তারপর সেই সংক্রান্ত রিপোর্ট সরাসরি দেবেন রাজ্যের স্পেশাল পুলিশ অবজ়ারভার এবং কমিশনকে। রায়গঞ্জে এই দায়িত্ব পেয়েছেন রাজেশকুমার সিং, মুর্শিদাবাদে দীপককুমার সিনহা, রানাঘাটে সঞ্জীবকুমার সিংহল, শ্রীরামপুরে শিমলা প্রসাদ, আসানসোলে কৃষাণকুমার ভি কে, উত্তর কলকাতায় শিব দয়াল। সূত্র জানাচ্ছে, এরা প্রত্যেকেই কড়া ধাঁচের অফিসার হিসেবে পরিচিত।

কমিশন সূত্রে আরও জানা গেছে, অবজ়ারভারের বিষয়টি বেশ কিছু ফ্যাক্টরকে মাথায় রেখে ঠিক করা হয়। সাধারণভাবে দেখা হয় সেই কেন্দ্রের ভৌগলিক অবস্থান, রাজনৈতিক সংবেদনশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অতীতের নির্বাচনে ওঠা অভিযোগ ইত্যাদি। সাথেই কমিশনের মাথায় থাকে স্পর্শকাতর বুথের সংখ‌্যা ও সেই কেন্দ্রে ভোটদানের হারে অস্বাভাবিকতা। সেই সূত্রেই কমিশনের নজরে এসেছে ছ'টি কেন্দ্র। ওই কেন্দ্রগুলোতে যাতে নিরবিচ্ছিন্ন নজর রাখতে পারেন সংশ্লিষ্ট অবজ়ারভাররা, সেটি নিশ্চিত করতেই তাদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়নি। অন্যদিকে, রাজ্যের 42টি কেন্দ্রের জন্য 44 জন এক্সপেন্ডিচার অবজ়ারভার কাজ করবেন। কাজ করবেন 47 জন জেনেরাল অবজ়ারভার।

কলকাতা, 29 মার্চ : রাজ্যের 42 টি লোকসভা কেন্দ্রের মধ্যে নজরে 6টি। এই ছ'টি কেন্দ্রে পাঠানো হচ্ছে একজন করে পুলিশ অবজ়ারভার। বাকি 36 টি কেন্দ্রের জন্য 18 জন পুলিশ অবজ়ারভার পাঠাচ্ছে দিল্লির নির্বাচন সদন। একজন অবজ়ারভার দেখবেন দু'টি করে কেন্দ্র। এরমধ্যে প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে থাকা কেন্দ্রগুলির জন্য অবজ়ারভাররা ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গেছেন। সূত্র বলছে, যে ছ'টিতে কেন্দ্রপিছু একজন করে পুলিশ অবজ়ারভার আসছেন, সেগুলি কমিশনের বিশেষ নজরে রয়েছে। শক্ত হাতে ওই কেন্দ্রগুলির ভোট পরিচালনা করতে চায় কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, রানাঘাট, আসানসোল, শ্রীরামপুর এবং উত্তর কলকাতার জন্য একজন করে পুলিশ অবজ়ারভার পাঠাচ্ছে কমিশন। যাঁরা আইনশৃঙ্খলা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, রুটমার্চ ইত্যাদির উপর নজর রাখবেন। সঙ্গে জেলা প্রশাসনকে পরামর্শও দেবেন। তারপর সেই সংক্রান্ত রিপোর্ট সরাসরি দেবেন রাজ্যের স্পেশাল পুলিশ অবজ়ারভার এবং কমিশনকে। রায়গঞ্জে এই দায়িত্ব পেয়েছেন রাজেশকুমার সিং, মুর্শিদাবাদে দীপককুমার সিনহা, রানাঘাটে সঞ্জীবকুমার সিংহল, শ্রীরামপুরে শিমলা প্রসাদ, আসানসোলে কৃষাণকুমার ভি কে, উত্তর কলকাতায় শিব দয়াল। সূত্র জানাচ্ছে, এরা প্রত্যেকেই কড়া ধাঁচের অফিসার হিসেবে পরিচিত।

কমিশন সূত্রে আরও জানা গেছে, অবজ়ারভারের বিষয়টি বেশ কিছু ফ্যাক্টরকে মাথায় রেখে ঠিক করা হয়। সাধারণভাবে দেখা হয় সেই কেন্দ্রের ভৌগলিক অবস্থান, রাজনৈতিক সংবেদনশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অতীতের নির্বাচনে ওঠা অভিযোগ ইত্যাদি। সাথেই কমিশনের মাথায় থাকে স্পর্শকাতর বুথের সংখ‌্যা ও সেই কেন্দ্রে ভোটদানের হারে অস্বাভাবিকতা। সেই সূত্রেই কমিশনের নজরে এসেছে ছ'টি কেন্দ্র। ওই কেন্দ্রগুলোতে যাতে নিরবিচ্ছিন্ন নজর রাখতে পারেন সংশ্লিষ্ট অবজ়ারভাররা, সেটি নিশ্চিত করতেই তাদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়নি। অন্যদিকে, রাজ্যের 42টি কেন্দ্রের জন্য 44 জন এক্সপেন্ডিচার অবজ়ারভার কাজ করবেন। কাজ করবেন 47 জন জেনেরাল অবজ়ারভার।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.