কলকাতা, 24 জুলাই : মধুচক্রের হদিশ পেয়ে পর্ণশ্রীর একটি বহুতল থেকে পাঁচজন যুবতিসহ আটজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ঘটনাটি বেহালার পর্ণশ্রীর পূর্বাশা পল্লির এ কে পাল রোডের ৷
বেহালা পর্ণশ্রীর একটি ফ্ল্যাটে বসত মধুচক্রের আসর । পাড়ার মধ্যে আনাগোনা ছিল অপরিচিত যুবকদের । আর নানা বয়সের যুবতিদের আনাগোনা তো ছিলই । সূত্র মারফত খবর পায় পুলিশ । গতকাল মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার করা হয় পাঁচজন যুবতিসহ আটজনকে ।
বেহালার পর্ণশ্রী পূর্বাশা পল্লীর এ কে পাল রোড । সেখানকার একটি ফ্ল্যাটে জমিয়ে চলছিল মধুচক্রের আসর । ফ্ল্যাটটির মালিক তন্ময় সরকার । তিনি কাছেই 527 ডায়মন্ড হারবার রোডের বাসিন্দা । সম্প্রতি স্থানীয় মানুষজন লক্ষ্য করেন ওই ফ্ল্যাটে অপরিচিত যুবক-যুবতিরা আসে যায় ৷ খবর যায় পুলিশে । তল্লাশি চালিয়ে আজ হাতেনাতে গ্রেপ্তার করা হয় পাঁচ যুবতি ও এক কাস্টমারকে । নাম পঞ্চু সাহু । সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে ম্যানেজার সুশান্ত সরকারকে । সে সুন্দরবনের বাসিন্দা বলে জানা গেছে ৷
পরে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তন্ময় নামে একজনের নাম । তাকেও পরে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশের অনুমান, এই চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।