ETV Bharat / city

পর্ণশ্রীর ফ্ল্যাটে মধুচক্র, 5 যুবতিসহ গ্রেপ্তার 8 - kolkata illegal racket

বেহালা পর্ণশ্রীর একটি ফ্ল্যাটে বসত মধুচক্রের আসর । পাড়ার মধ্যে আনাগোনা ছিল অপরিচিত যুবকদের । আর নানা বয়সের যুবতিদের আনাগোনা তো ছিলই । সূত্র মারফত খবর পায় পুলিশ । গতকাল মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার করা হয় পাঁচজন যুবতিসহ আটজনকে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 24, 2019, 1:46 AM IST

Updated : Jul 24, 2019, 1:53 AM IST

কলকাতা, 24 জুলাই : মধুচক্রের হদিশ পেয়ে পর্ণশ্রীর একটি বহুতল থেকে পাঁচজন যুবতিসহ আটজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ঘটনাটি বেহালার পর্ণশ্রীর পূর্বাশা পল্লির এ কে পাল রোডের ৷

বেহালা পর্ণশ্রীর একটি ফ্ল্যাটে বসত মধুচক্রের আসর । পাড়ার মধ্যে আনাগোনা ছিল অপরিচিত যুবকদের । আর নানা বয়সের যুবতিদের আনাগোনা তো ছিলই । সূত্র মারফত খবর পায় পুলিশ । গতকাল মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার করা হয় পাঁচজন যুবতিসহ আটজনকে ।

বেহালার পর্ণশ্রী পূর্বাশা পল্লীর এ কে পাল রোড । সেখানকার একটি ফ্ল্যাটে জমিয়ে চলছিল মধুচক্রের আসর । ফ্ল্যাটটির মালিক তন্ময় সরকার । তিনি কাছেই 527 ডায়মন্ড হারবার রোডের বাসিন্দা । সম্প্রতি স্থানীয় মানুষজন লক্ষ্য করেন ওই ফ্ল্যাটে অপরিচিত যুবক-যুবতিরা আসে যায় ৷ খবর যায় পুলিশে । তল্লাশি চালিয়ে আজ হাতেনাতে গ্রেপ্তার করা হয় পাঁচ যুবতি ও এক কাস্টমারকে । নাম পঞ্চু সাহু । সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে ম্যানেজার সুশান্ত সরকারকে । সে সুন্দরবনের বাসিন্দা বলে জানা গেছে ৷

পরে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তন্ময় নামে একজনের নাম । তাকেও পরে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশের অনুমান, এই চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

কলকাতা, 24 জুলাই : মধুচক্রের হদিশ পেয়ে পর্ণশ্রীর একটি বহুতল থেকে পাঁচজন যুবতিসহ আটজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ঘটনাটি বেহালার পর্ণশ্রীর পূর্বাশা পল্লির এ কে পাল রোডের ৷

বেহালা পর্ণশ্রীর একটি ফ্ল্যাটে বসত মধুচক্রের আসর । পাড়ার মধ্যে আনাগোনা ছিল অপরিচিত যুবকদের । আর নানা বয়সের যুবতিদের আনাগোনা তো ছিলই । সূত্র মারফত খবর পায় পুলিশ । গতকাল মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার করা হয় পাঁচজন যুবতিসহ আটজনকে ।

বেহালার পর্ণশ্রী পূর্বাশা পল্লীর এ কে পাল রোড । সেখানকার একটি ফ্ল্যাটে জমিয়ে চলছিল মধুচক্রের আসর । ফ্ল্যাটটির মালিক তন্ময় সরকার । তিনি কাছেই 527 ডায়মন্ড হারবার রোডের বাসিন্দা । সম্প্রতি স্থানীয় মানুষজন লক্ষ্য করেন ওই ফ্ল্যাটে অপরিচিত যুবক-যুবতিরা আসে যায় ৷ খবর যায় পুলিশে । তল্লাশি চালিয়ে আজ হাতেনাতে গ্রেপ্তার করা হয় পাঁচ যুবতি ও এক কাস্টমারকে । নাম পঞ্চু সাহু । সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে ম্যানেজার সুশান্ত সরকারকে । সে সুন্দরবনের বাসিন্দা বলে জানা গেছে ৷

পরে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তন্ময় নামে একজনের নাম । তাকেও পরে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশের অনুমান, এই চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

Intro:কলকাতা, ২৩ জুলাই: বেহালা পর্ণশ্রীর একটি ফ্ল্যাটে বসত মধুচক্রের আসর। ফি রোজ। পাড়ার মধ্যে আনাগোনা বার ছিল অপরিচিত যুবকদের। আর নানা বয়সী যুবতীদের আনাগোনা তো ছিলই। সোর্স মারফত খবর পায় পুলিশ। আজ মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার করা হল 5 যুবতীসহ আটজনকে।Body:বেহালার পর্ণশ্রী পূর্বাশা পল্লীর একে পাল রোড। সেখানকার একটি ফ্ল্যাটে জমিয়ে চলছিল মধুচক্রের আসর। ফ্ল্যাটটির মালিক তন্ময় সরকার। তিনি কাছেই ৫২৭ ডায়মন্ড হারবার রোডের বাসিন্দা। সম্প্রতি স্থানীয় মানুষজন লক্ষ্য করছিলেন ওই ফ্ল্যাটে অপরিচিত যুবক-যুবতীদের আনাগোনা। সেই সূত্রে খবর যায় পুলিশে। পুলিশ তল্লাশি চালায় ফ্ল্যাটটিতে। হাতেনাতে গ্রেপ্তার করা হয় 5 যুবতী এবং এক কাস্টমারকে। ওই কাস্টমারের নাম পঞ্চু সাহু। বয়স 50। ওই সাথেই ছিল দালাল কাম ম্যানেজার সুন্দরবনের বাসিন্দা সুশান্ত সরকার। গ্রেপ্তার করা হয় প্রত্যেককেই। Conclusion:পরে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তন্ময়ের নাম। পরে তাকেও গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের সন্দেহ এই চক্রে জড়িত আছে আরও কয়েকজন। তাদের খোঁজে তল্লাশি চলছে।
Last Updated : Jul 24, 2019, 1:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.