ETV Bharat / city

PPP Education System : পিপিপি মডেল নিয়ে শিক্ষা দফতর কিছুই জানে না ! দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

সরকারি স্কুলগুলি বেসরকারিকরণের পথে হাঁটতে চায় রাজ্য সরকার ৷ এবার তাই পিপিপি মডেলে চলবে স্কুল ৷ সম্প্রতি এমন একটি খবর ঘিরে রীতিমতো হইচই পড়ে যায় ৷ তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি, পিপিপি মডেলে স্কুলের বিষয়ে শিক্ষা দফতর কিছু জানে না (Education Minister says that his Department does not know anything about the PPP School Model) ৷

education-minister-says-that-his-department-does-not-know-anything-about-the-ppp-school-model
PPP Education System : পিপিপি মডেলে স্কুলের বিষয়ে শিক্ষা দফতর কিছু জানে না, দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
author img

By

Published : Feb 19, 2022, 8:28 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি : রাজ্য শিক্ষা দফতর পিপিপি মডেলে স্কুল চালানোর বিষয়ে কিছু জানে না । শনিবার এক অনুষ্ঠানে এসে এই কথাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister says that his Department does not know anything about the PPP School Model) । ব্রাত্য বসু বলেন, "আমাদের দফতরে এই ধরনের কোনও সিদ্ধান্ত হয়নি । মুখ্যমন্ত্রীর সঙ্গেও এই বিষয় নিয়ে কোনও আলোচনা হয়নি ।"

পাশাপাশি এটা 'ফেক' খবর কি না, সেই বিষয় খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি । প্রয়োজনে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা নিয়ে শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী (Bengal Education Minister Bratya Basu) ।

পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির উদ্যোগে আগামী 23-27 ফেব্রুয়ারি পাঁচদিন ব্যাপী সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার আয়োজন করা হবে । সেই নিয়ে এক সাংবাদিক বৈঠক হয় ৷ সেখানেই হাজির হয়ে এই কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু ৷ সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কবি শ্রীজাত, সাহিত্যিক আবুল বাশার, কবি সুভাষ সরকার-সহ আরও অনেকে ।

পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও অন্যরা

প্রসঙ্গত, বেশকিছু দিন ধরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রাজ্যের স্কুলগুলিকে পিপিপি মডেলে চালানোর খবর ছড়িয়েছে ৷ অনেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন ৷ কিন্তু ব্রাত্য বসু বলেন, "এই ধরনের খবর ছড়িয়ে পড়া বা এই ধরনের উদ্যোগের পেছনে অনেক রাজনৈতিক কথা থাকে । এক ধরনের বিরোধিতা থাকে । প্রতিষ্ঠান বিরোধিতাও থাকে । এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর প্রয়াস থাকে ।" পাশাপাশি তিনি আরও বলেন, "তাহলে কি আমরা এই বিষয়গুলির জন্য আমরা পিছিয়ে যাব ? এতে কি আমরা নিরুৎসাহিত হব ? এতে কি আমরা নতুন কোনও উদ্যোগ নেব না বা কাজ করব না ?’’

আরও পড়ুন : PPP Model in Education System : পিপিপি মডেল শিক্ষাক্ষেত্রে সর্বনাশ ডেকে আনবে, মত বিশেষজ্ঞদের

কলকাতা, 19 ফেব্রুয়ারি : রাজ্য শিক্ষা দফতর পিপিপি মডেলে স্কুল চালানোর বিষয়ে কিছু জানে না । শনিবার এক অনুষ্ঠানে এসে এই কথাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister says that his Department does not know anything about the PPP School Model) । ব্রাত্য বসু বলেন, "আমাদের দফতরে এই ধরনের কোনও সিদ্ধান্ত হয়নি । মুখ্যমন্ত্রীর সঙ্গেও এই বিষয় নিয়ে কোনও আলোচনা হয়নি ।"

পাশাপাশি এটা 'ফেক' খবর কি না, সেই বিষয় খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি । প্রয়োজনে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা নিয়ে শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী (Bengal Education Minister Bratya Basu) ।

পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির উদ্যোগে আগামী 23-27 ফেব্রুয়ারি পাঁচদিন ব্যাপী সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার আয়োজন করা হবে । সেই নিয়ে এক সাংবাদিক বৈঠক হয় ৷ সেখানেই হাজির হয়ে এই কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু ৷ সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কবি শ্রীজাত, সাহিত্যিক আবুল বাশার, কবি সুভাষ সরকার-সহ আরও অনেকে ।

পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও অন্যরা

প্রসঙ্গত, বেশকিছু দিন ধরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রাজ্যের স্কুলগুলিকে পিপিপি মডেলে চালানোর খবর ছড়িয়েছে ৷ অনেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন ৷ কিন্তু ব্রাত্য বসু বলেন, "এই ধরনের খবর ছড়িয়ে পড়া বা এই ধরনের উদ্যোগের পেছনে অনেক রাজনৈতিক কথা থাকে । এক ধরনের বিরোধিতা থাকে । প্রতিষ্ঠান বিরোধিতাও থাকে । এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর প্রয়াস থাকে ।" পাশাপাশি তিনি আরও বলেন, "তাহলে কি আমরা এই বিষয়গুলির জন্য আমরা পিছিয়ে যাব ? এতে কি আমরা নিরুৎসাহিত হব ? এতে কি আমরা নতুন কোনও উদ্যোগ নেব না বা কাজ করব না ?’’

আরও পড়ুন : PPP Model in Education System : পিপিপি মডেল শিক্ষাক্ষেত্রে সর্বনাশ ডেকে আনবে, মত বিশেষজ্ঞদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.