ETV Bharat / city

দাবি মানার প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর, সাতদিন পর উঠল SSK শিক্ষকদের ধরনা - SSK

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় আন্দোলন তুলে নিলেন শিশু শিক্ষা কেন্দ্র (SSK), মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা কেন্দ্র (MSK)-র শিক্ষকরা ।

SSK, MSK শিক্ষকদের আন্দোলন মঞ্চে শিক্ষামন্ত্রী
author img

By

Published : Jun 19, 2019, 10:29 AM IST

Updated : Jun 19, 2019, 10:57 AM IST

বিধাননগর, 19 জুন : দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তাই আন্দোলন তুলে নিলেন শিশু শিক্ষা কেন্দ্র (SSK), মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা কেন্দ্র (MSK)-র শিক্ষকরা । গতরাতে বিকাশ ভবনের পাশে SSK, MSK শিক্ষকদের আন্দোলন মঞ্চে যান শিক্ষামন্ত্রী । সেখানে বেতন বৃদ্ধিসহ তাঁদের শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্তিকরণের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি । তাঁর আশ্বাসে শিক্ষকদের যৌথ মঞ্চের নেতৃত্বে চলা সাতদিনের আন্দোলন সাময়িকভাবে শেষ হয় ।

শিক্ষকদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, "মুখ্যমন্ত্রী সব সময় চেষ্টা করেন যাতে কেউ ছাঁটাই না হয় । কর্মসংস্থান থেকে যেন সরিয়ে না দেওয়া হয় । আমরা তো প্রায় 8 বছর এদের সঙ্গে ছিলাম । ওদের সঙ্গে আমার কথা হয়েছে । বামফ্রন্ট আমল থেকেই আছে । আমরা একটা প্যারা শিক্ষকও ঢোকায়নি । SSK বা MSK-র একজনকেও আমরা ঢোকায়নি । আমি চেষ্টা করছি । ওদের সঙ্গে কথা বলেছি । ওদের বিষয়গুলি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে আমি জানাব । আমি 15 দিন সময় চেয়েছি । সিদ্ধান্ত একা নিতে পারি না । মুখ্যমন্ত্রীকে জানাব । শিক্ষা দপ্তর থেকে যতটা করা সম্ভব আমি করব ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মহিদুল ইসলাম ধরনা তুলে নেওয়া প্রসঙ্গে বলেন, "বেতন বৃদ্ধির দাবিতে এবং শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্তির দাবিতে সাত দিন ধরে ধরনা কর্মসূচি করেছি । বিকাশ ভবন অভিযান হয়েছে । বিরোধী দলনেতা আবদুল মান্নান সাহেব, সুজন চক্রবর্তী এসেছিলেন । শিক্ষামন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে । উনি আমাদের শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্তির বিষয়টি মান্যতা দিলেন । যোগ্যতা অনুযায়ী বেতনের কথা বললেন । প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন আগামী 15 দিনের মধ্যে সমস্ত দাবি মেনে নিয়ে সরকারি অর্ডার দেবেন । আমরা যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা সমাবেশ ডাকব । সমাবেশে তিনি উপস্থিত থাকবেন । মনে করি এটা গণতান্ত্রিক আন্দোলনের জয় । যৌথ মঞ্চের জয় । আমরা আজ ধরনা তুলে নিচ্ছি । যদি 15 দিন পর দেখা যায় আমাদের দাবি মানা হয়নি তাহলে ফের আন্দোলন শুরু হবে ।"

বিধাননগর, 19 জুন : দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তাই আন্দোলন তুলে নিলেন শিশু শিক্ষা কেন্দ্র (SSK), মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা কেন্দ্র (MSK)-র শিক্ষকরা । গতরাতে বিকাশ ভবনের পাশে SSK, MSK শিক্ষকদের আন্দোলন মঞ্চে যান শিক্ষামন্ত্রী । সেখানে বেতন বৃদ্ধিসহ তাঁদের শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্তিকরণের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি । তাঁর আশ্বাসে শিক্ষকদের যৌথ মঞ্চের নেতৃত্বে চলা সাতদিনের আন্দোলন সাময়িকভাবে শেষ হয় ।

শিক্ষকদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, "মুখ্যমন্ত্রী সব সময় চেষ্টা করেন যাতে কেউ ছাঁটাই না হয় । কর্মসংস্থান থেকে যেন সরিয়ে না দেওয়া হয় । আমরা তো প্রায় 8 বছর এদের সঙ্গে ছিলাম । ওদের সঙ্গে আমার কথা হয়েছে । বামফ্রন্ট আমল থেকেই আছে । আমরা একটা প্যারা শিক্ষকও ঢোকায়নি । SSK বা MSK-র একজনকেও আমরা ঢোকায়নি । আমি চেষ্টা করছি । ওদের সঙ্গে কথা বলেছি । ওদের বিষয়গুলি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে আমি জানাব । আমি 15 দিন সময় চেয়েছি । সিদ্ধান্ত একা নিতে পারি না । মুখ্যমন্ত্রীকে জানাব । শিক্ষা দপ্তর থেকে যতটা করা সম্ভব আমি করব ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মহিদুল ইসলাম ধরনা তুলে নেওয়া প্রসঙ্গে বলেন, "বেতন বৃদ্ধির দাবিতে এবং শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্তির দাবিতে সাত দিন ধরে ধরনা কর্মসূচি করেছি । বিকাশ ভবন অভিযান হয়েছে । বিরোধী দলনেতা আবদুল মান্নান সাহেব, সুজন চক্রবর্তী এসেছিলেন । শিক্ষামন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে । উনি আমাদের শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্তির বিষয়টি মান্যতা দিলেন । যোগ্যতা অনুযায়ী বেতনের কথা বললেন । প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন আগামী 15 দিনের মধ্যে সমস্ত দাবি মেনে নিয়ে সরকারি অর্ডার দেবেন । আমরা যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা সমাবেশ ডাকব । সমাবেশে তিনি উপস্থিত থাকবেন । মনে করি এটা গণতান্ত্রিক আন্দোলনের জয় । যৌথ মঞ্চের জয় । আমরা আজ ধরনা তুলে নিচ্ছি । যদি 15 দিন পর দেখা যায় আমাদের দাবি মানা হয়নি তাহলে ফের আন্দোলন শুরু হবে ।"

sample description
Last Updated : Jun 19, 2019, 10:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.