ETV Bharat / city

SSC Recruitment Scam: অর্পিতার বাড়িতে তল্লাশির আগেই পাচার কোটি কোটি নগদ ! ইডি-র স্ক্যানারে একাধিক বেসরকারি সংস্থা - পার্থ চট্টোপাধ্য়ায়

নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) কোটি কোটি টাকা হাওয়ালার মাধ্যমে পাচার হয়ে গিয়েছে বাংলাদেশে ! এমনটাই দাবি ইডি (ED) সূত্রের ৷ এই ঘটনার পিছনে বেশ কিছু বেসরকারি সংস্থার ভূমিকা রয়েছে বলে অভিযোগ ৷ যা খতিয়ে দেখবেন কেন্দ্রীয় এজেন্সির গোয়ন্দারা ৷

ED will investigate the role of some private company in SSC Recruitment Scam
SSC Recruitment Scam: অর্পিতার বাড়িতে তল্লাশির আগেই পাচার কোটি কোটি নগদ ! ইডি-র স্ক্যানারে একাধিক বেসরকারি সংস্থা
author img

By

Published : Jul 24, 2022, 8:05 PM IST

কলকাতা, 24 জুলাই: নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) 'ঘনিষ্ঠ' সহযোগী অর্পিতা মুখোপাধ্য়ায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে 21 কোটির নগদ-সহ আরও অনেক কিছু উদ্ধার করেছে ইডি (Enforcement Directorate) ৷ যদিও গোয়েন্দাদের দাবি, অর্পিতার বিপুল সম্পদ এটুকুতেই সীমাবদ্ধ নয় ৷ এর বাইরেও একাধিক সম্পত্তি রয়েছে তাঁর ৷ তদন্তকারীদের অনুমান, অর্পিতার কাছে আরও নগদ টাকা ছিল ৷ কিন্তু, সেই টাকা ইতিমধ্যেই হাওয়ালার মাধ্যমে বাংলাদেশে পাচার হয়ে গিয়েছে ৷ আর এই প্রক্রিয়ায় অর্পিতাকে সাহায্য করেছে কিছু বেসরকারি সংস্থা ৷ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন একাধিক সংস্থার হদিশ পেয়েছে ইডি ৷ ইতিমধ্যেই তারা এই সংস্থাগুলির নাম, ঠিকানা এবং ডিরেক্টরের নাম সংগ্রহ করেছেন ৷

ইডি (ED) সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সংস্থাগুলির ডিরেক্টরদের সঙ্গে ধৃত পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে ! ইতিমধ্য়েই এই সমস্ত সংস্থার ডিরেক্টরদের নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ খুব দ্রুত ইডি সেই প্রক্রিয়া শুরু করবে ৷ সন্দেহভাজন ডিরেক্টরদের জেরা করা হলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও অনেক অজানা তথ্য উঠে আসবে বলেই মনে করছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন: 'আলিবাবার গুহার মতোই রাশি রাশি ধন উদ্ধার !' অর্পিতার 14 দিনের হেফাজত চাইল ইডি

পার্থ চট্টোপাধ্য়ায় রাজ্য়ের শিক্ষামন্ত্রী থাকাকালীন তাঁর নেতৃত্বেই একটি কমিটি গঠন করা হয় ৷ অভিযোগ, সেই কমিটির সব সদস্যই টাকার বিনিময়ে যোগ্য প্রার্থীদের সরিয়ে অযোগ্যদের জন্য চাকরির ব্যবস্থা করেছেন ৷ পাশাপাশি, বহু অযোগ্য প্রার্থী প্রভাবশালীদের সুপারিশেও চাকরি পেয়েছেন ৷ এর বিনিময়ে একাধিক ব্যক্তি চাকরি প্রাপকের কাছ থেকে মোটা টাকা আত্মসাৎ করেছেন ৷ এবার সেই অর্থের বিস্তারিত হদিশ পেতে চাইছে ইডি ৷

কলকাতা, 24 জুলাই: নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) 'ঘনিষ্ঠ' সহযোগী অর্পিতা মুখোপাধ্য়ায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে 21 কোটির নগদ-সহ আরও অনেক কিছু উদ্ধার করেছে ইডি (Enforcement Directorate) ৷ যদিও গোয়েন্দাদের দাবি, অর্পিতার বিপুল সম্পদ এটুকুতেই সীমাবদ্ধ নয় ৷ এর বাইরেও একাধিক সম্পত্তি রয়েছে তাঁর ৷ তদন্তকারীদের অনুমান, অর্পিতার কাছে আরও নগদ টাকা ছিল ৷ কিন্তু, সেই টাকা ইতিমধ্যেই হাওয়ালার মাধ্যমে বাংলাদেশে পাচার হয়ে গিয়েছে ৷ আর এই প্রক্রিয়ায় অর্পিতাকে সাহায্য করেছে কিছু বেসরকারি সংস্থা ৷ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন একাধিক সংস্থার হদিশ পেয়েছে ইডি ৷ ইতিমধ্যেই তারা এই সংস্থাগুলির নাম, ঠিকানা এবং ডিরেক্টরের নাম সংগ্রহ করেছেন ৷

ইডি (ED) সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সংস্থাগুলির ডিরেক্টরদের সঙ্গে ধৃত পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে ! ইতিমধ্য়েই এই সমস্ত সংস্থার ডিরেক্টরদের নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ খুব দ্রুত ইডি সেই প্রক্রিয়া শুরু করবে ৷ সন্দেহভাজন ডিরেক্টরদের জেরা করা হলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও অনেক অজানা তথ্য উঠে আসবে বলেই মনে করছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন: 'আলিবাবার গুহার মতোই রাশি রাশি ধন উদ্ধার !' অর্পিতার 14 দিনের হেফাজত চাইল ইডি

পার্থ চট্টোপাধ্য়ায় রাজ্য়ের শিক্ষামন্ত্রী থাকাকালীন তাঁর নেতৃত্বেই একটি কমিটি গঠন করা হয় ৷ অভিযোগ, সেই কমিটির সব সদস্যই টাকার বিনিময়ে যোগ্য প্রার্থীদের সরিয়ে অযোগ্যদের জন্য চাকরির ব্যবস্থা করেছেন ৷ পাশাপাশি, বহু অযোগ্য প্রার্থী প্রভাবশালীদের সুপারিশেও চাকরি পেয়েছেন ৷ এর বিনিময়ে একাধিক ব্যক্তি চাকরি প্রাপকের কাছ থেকে মোটা টাকা আত্মসাৎ করেছেন ৷ এবার সেই অর্থের বিস্তারিত হদিশ পেতে চাইছে ইডি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.