কলকাতা, 28 মে : এসএসসির নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডে আর্থিক তছরুপ কীভাবে হয়েছিল এবং রাজ্য সরকারের কোন কোন আমলা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এই কাণ্ডে আর্থিক ভাবে লাভবান হয়েছিলেন, তা জানার জন্য মামলাকারীদের সঙ্গে কথা বলতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) বা ইডির (ED) গোয়েন্দারা ।
ইডি সূত্রের খবর, এসএসসির নিয়োগ দুর্নীতি কাণ্ডের প্রথম আভাস পেয়েছিলেন মামলাকারীরাই । তাঁরাই প্রথমে একাধিক নথিপত্র এবং তথ্য প্রমাণ জোগাড় করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন । ফলে তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা মামলাকারীদের আলাদা আলাদা ভাবে কথা বলতে চান । কথা বলে মূলত গোয়েন্দারা জানতে চান, এই দুর্নীতি কাণ্ডের খবর মামলাকারীরা কোথা থেকে পেলেন ?
ইডি সূত্রে আরও খবর, এসএসসির কার্যালয় থেকেই মামলাকারীদের এই দুর্নীতি কাণ্ডের তথ্যপ্রমাণ-সহ মামলাকারীদের জানানো হয়েছিল । ফলে এই ঘটনার তদন্ত শুরু করেই প্রথমে মামলাকারী এবং এসএসসি কার্যালয়ের বেশ কয়েকজন আধিকারিকের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলতে চান তদন্তকারী আধিকারিকরা ।
প্রসঙ্গত, আদালতের নির্দেশে ইতিমধ্যেই সিবিআই (CBI) এই দুর্নীতি কাণ্ডের তদন্ত শুরু করেছে ৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee), শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Bengal Minister Paresh Adhikari) একাধিকবার জেরাও করেছেন তদন্তকারী ৷ এখন দেখার ইডির তদন্তে নতুন কি তথ্য উঠে আসে ৷
আরও পড়ুন : SSC Recruitment Case : এসএসসি-কাণ্ডে আর্থিক লেনদেন সংক্রান্ত নথি পেতে সিবিআইয়ের দ্বারে ইডি