কলকাতা, 8 অগস্ট: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা যখনই চাইবেন তখনই আলিপুর মহিলা সংশোধনাগার এবং প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukhetrjee) এবং পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) জিজ্ঞাসাবাদ করতে পারবেন (ED to interrogate Partha-Arpita)। এমনই নির্দেশ রয়েছে আদালতের ৷ সেই নির্দেশ মতোই এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা সংশোধনাগারে গিয়ে তাঁদের পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসাবাদ করবেন ৷ সেই কাজে সাহায্য করতে হবে সংশ্লিষ্ট জেল সুপারকে । ইডি সূত্রের খবর, আজ প্রেসিডেন্সি সংশোধনাগারে পার্থ চট্টোপাধ্যায় এবং আলিপুর মহিলা সংশোধনাগারে অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করবেন ইডির গোয়েন্দারা ।
সূত্রের খবর, ইতিমধ্যেই (SSC Recruitment Case) আজ সকাল থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি বিশেষ দল বৈঠক করে ৷ সেই বৈঠক থেকে তারা সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে একটি দল প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করবে ও অপর একটি দল, যেই দলে মহিলা আধিকারিকরাও থাকবেন, সেই দলটি গিয়ে সরাসরি আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করবেন ।
আরও পড়ুন: জামিনের আবেদন খারিজ, 14 দিনের জেল হেফাজতে পার্থ-অর্পিতা
ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়ের নামাঙ্কিত বেশকিছু ভুয়ো সংস্থার হদিশ পেয়েছেন গোয়েন্দারা । সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ওতপ্রত যোগ রয়েছে ৷ ফলে এই সকল কোম্পানির বিষয়ে পার্থ এবং অর্পিতাকে জেরা করবেন গোয়েন্দারা । পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়া ও পণ্ডিতিয়া রোডের একটি আবাসনের মালিকানা নিয়ে ইতিমধ্যেই যে জল্পনা শুরু হয়েছে, সেই জল্পনার উত্তর পেতে অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করবেন ইডির গোয়েন্দারা ।
জানা গিয়েছে, সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর হেফাজতে থাকাকালীন পার্থ এবং অর্পিতা একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন । কিন্তু যখন জোকা ইএসআই হাসপাতালে পার্থ এবং অর্পিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হচ্ছিল, সেই সময় একাধিকবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে দেখা গিয়েছে তাঁদের দুজনকেই ৷ এখন দেখার যে, সংশোধনাগারে অর্পিতা এবং পার্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে পৃথক পৃথক ভাবে মুখ খোলেন কি না ।