কলকাতা, 24 জুলাই: বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তত্ত্বাবধানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee Health)। ইডি সূত্রে খবর, চিকিৎসকদের সঙ্গে নিয়মিত তারা যোগাযোগ রাখছে এবং পার্থ চট্টোপাধ্যায়ের শরীরে ঠিক কোন কোন রোগ দানা বেঁধেছে তার একটি তালিকা তৈরি করছে তারা ।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, পার্থর শারীরিক অসুস্থতার একটি বিবরণ লিপিবদ্ধ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে যোগাযোগ করা হবে আলিপুরের কমান্ড হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে (ED to discuss with Command Hospital doctors)। পাশাপাশি অন্যান্য কেন্দ্রীয় সরকার অধীনস্ত হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও কথা বলবেন তদন্তকারীরা ।
তাঁরা জানার চেষ্টা করবেন পার্থ চট্টোপাধ্যায়ের ঠিক কী কী রোগ রয়েছে এবং তাঁর কী কী চিকিৎসার প্রয়োজন রয়েছে । ইডি সূত্রের খবর, যেহেতু এসএসকেএম হাসপাতাল রাজ্য সরকারের অধীনস্ত, ফলে সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা কতটা নিরপেক্ষ ভাবে করা হবে তা নিয়ে সন্দেহ রয়েছে ইডি গোয়েন্দাদের (ED)।
আরও পড়ুন: আইন আইনের পথে চলবে, মেডিক্যাল টেস্টে গিয়ে বললেন অর্পিতা; আজ আদালতে পেশ
ইডি গোয়েন্দাদের (SSC Recruitment Case) অনুমান, আর্থিক তছরুপের ঘটনায় যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে না পারে, তার জন্যই পার্থ চট্টোপাধ্যায় অসুস্থতার অভিনয় করছেন । ফলে সঠিক তাঁর কোন কোন শারীরিক সমস্যা রয়েছে, তা জানার জন্য অন্যান্য চিকিৎসকদের সঙ্গেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা কথা বলছেন বলে সিজিও কমপ্লেক্স সূত্রের খবর ।